Posts

Showing posts from July, 2019

ভূগোলের আরো কিছু প্রশ্নোত্তর

:🌷🌷🌷 ভূগোল 🌷🌷🌷🌷: 1 . মঙ্গল গ্রহকে লাল দেখায় কেনাে ? উত্তরঃ iron oxide এর আধিক্যের জন্য। 2 . কোন গ্রহকে নীল গ্রহ বলা হয় ? উত্তরঃ পৃথিবী। 3 . মহাকাশচারীদের চোখে মহাকাশের রং কেমন দেখায় ? উত্তরঃ ঘাের কালাে। 4 . সৌরজগতের উষ্ণতম গ্রহ ? উত্তরঃ শুক্র । 5 . পৃথিবীর নিকটতম গ্রহ ? উত্তরঃ শুক্র। 6 . সূর্য এর নিকটতম গ্রহ ? উত্তরঃ বুধ। 7 . টাইটান কোন গ্রহের বৃহত্তম গ্রহ ? উত্তরঃ শনি। 8 . সূর্য ও সৌরজগতের গ্রহগুলি কোন ছায়াপথের মধ্যে অবস্থিত ? উত্তরঃ আকাশগঙ্গা। 9 . ফোবােস ও ডিমােস কোন গ্রহের উপগ্রহ ? উত্তরঃ মঙ্গলl 10 . ডেসপিনা কোন গ্রহের উপগ্রহ ? উত্তরঃ নেপচুন। 11 . কোন গ্রহের উপগ্রহ বেশি ? উত্তরঃ শনি। 12 . কোন গ্রহ পূর্ব থেকে পশ্চিমে ঘােরে ? উত্তরঃ শুক্র ও ইউরেনাস। 13 . পৃথিবীর যমজ গ্রহ ? উত্তরঃ শুক্র । 14 . সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ কোনটি ? উত্তরঃ বৃহস্পতির গানিমিড। 15 . সূর্যের সবচেয়ে বাইরের স্তর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহনের সময় যেটি দেখা যায় ? উত্তরঃ করােনা ।

পৃথিবীর সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

সংক্ষেপে পৃথিবী 1. পৃথিবীর বয়স- আনুমানিক ৪,৫০০ মিলিয়ন 2. আয়তন- ৫১,০১,০০,৫০০ বর্গকিমি 3. সূর্যকে প্রদক্ষিণ করতে সময় লাগে গড়ে- ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড (প্রচলিত তথ্য) 4. (প্রকৃতপক্ষে- ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৯ মিনিট ১২ সেকেন্ড) 5. পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব- ১৪,৯৫,০০,০০০ কিমি 6. পৃথিবী থেকে চাঁদের দূরত্ব- ৩,৮৪,৪০০ কিমি 7. মোট মহাসাগর- ৫টি 8. মোট মহাদেশ- ৭টি 9. মোট রাষ্ট্র- ২০৪টি 10. মোট স্বাধীন রাষ্ট্র- ১৯৩টি (জাতিসংঘ স্বীকৃত রাষ্ট্র)(তথ্যসূত্র 11. সর্বশেষ স্বাধীন রাষ্ট্র- দক্ষিণ সুদান 1. বৃহত্তম --> এশিয়া 2. মহাদেশ --> এশিয়া 3. রাষ্ট্র (আয়তন) --> রাশিয়া 4. রাষ্ট্র (জনসংখ্যা) --> চীন 5. মহাসাগর --> প্রশান্ত বা প্যাসিফিক 1. বৃহত্তম --> ওশেনিয়া 2. মহাদেশ --> ওশেনিয়া 3. রাষ্ট্র (আয়তন) --> ভ্যাটিকান 4. রাষ্ট্র (জনসংখ্যা) --> ভ্যাটিকান 5. মহাসাগর --> উত্তর বা আর্কটিক দু’টি মহাদেশে অবস্থিত রাষ্ট্র- তুরস্ক, রাশিয়া দু’টি মহাদেশে অবস্থিত শহর- ইস্তাম্বুল যে দেশের সাথে সবচেয়ে বেশি দেশের সীমান্ত আছে- চীন বিশ্

ভূগোলের আরো কিছু প্রশ্নোত্তর

১।ভারতের সর্বশ্রেষ্ঠ বক্সাইট খনি অঞ্চল কোনটি পালামৌ খনি অঞ্চল। ২। কালিকটের বর্তমান নাম কী – কোঝিকোড়। ৩।প্রথম কোন কোম্পানি ভারতে রেল-ইঞ্জিন তৈরি করে – টাটা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ললাকোমােটিভ কোম্পানি। ৪। রাগী উৎপাদনে ভারতে প্রথম স্থানে আছে ‘কোন রাজ্য – কর্ণাটক। ৫।স্বাধীনতার আগে একমাত্র ডিজেল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোথায় ছিল – অসমের ডিগবয়। ৬। চম্বল উপত্যকায় বড় খাতবিশিষ্ট অঞ্চলকে কী বলে – বীহড়। ৭। প্রথম কাগজকল কোথায় স্থাপিত হয় – শ্রীরামপুরে (১৮৩২ সালে)। ৮। ভারতের সবচেয়ে পুরনাে জলবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় গড়ে ওঠে – শিবসমুদ্রম জলপ্রপাতকে কেন্দ্র করে। ৯। কৃষ্ণমৃত্তিকা অঞ্চলের একমাত্র আণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোথায় আছে – তারাপুর। ১০।দাক্ষিণাত্যের লাভা মালভূমি অঞ্চলটি কী নামে পরিচিত – ডেকানট্রাপ ১১। বাংলার যে জেলার ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে – নদিয়া, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া ১২। বাংলার পূর্বদিকে অবস্থিত দেশ হল – বাংলাদেশ । ১৩। বর্তমানে বাংলার জেলার সংখ্যা হল – 23টি । ১৪। উত্তর – পূর্ব ভারতের প্রবেশ দ্বার বলা হয় – শিলিগুড়িকে । ১৫। দক্ষিণবঙ্গের প্রবেশ দ্বার

বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (পার্ট-১০)

১) মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত ? = 98.4° F বা 37°C ২) তাপের একক কি ? =সি জি এস একক ক্যালরি এবং si একক জুল। ৩) ক্যালোরি ও জুলি মধ্যে সম্পর্ক কি? 1 ক্যালোরি=4.1855 জুল । ৪) নির্দিষ্ট গলনাংক নেই এমন দুটি পদার্থের নাম লেখ? = মোম এবং কাচ ৫) SI এককে বরফ গলনের লীন তাপ কত? = 336KJ/kg ৬) জলের স্ফুটনাঙ্ক কোথায় বেশি হবে দার্জিলিং না কলকাতায়? = কলকাতায়। ৭) কোন তাপ থার্মোমিটারের পাঠ পরিবর্তন করে না ? = লীন তাপ। ৮) লীন তাপ পদার্থের —অবস্থান্তর ঘটায়। ৯) বাষ্পায়নের ফলে তরলের তাপমাত্রা— একই থাকে। ১০) প্রমাণ চাপে জলের হিমাঙ্ক কত? = 273 K বা 0° C ১১) ডাক্তারি থার্মোমিটার তীর চিহ্ন থাকে যে পাঠে — 98.4°F ১২) ডাক্তারি থার্মোমিটার এর সর্বোচ্চ তাপমাত্রা মাপা যায় —110°F ১৩) ফারেনহাইট স্কেলে জলের হিমাঙ্ক কত? = 32°F ১৪) চাপ বৃদ্ধিতে জলের স্ফুটনাঙ্ক – বাড়ে । ১৫) বিশুদ্ধ জলে তুলনায় সমুদ্রের জলের স্ফুটনাঙ্ক – বেশি। ১৬) এমন কয়েকটি পদার্থের নাম কর যারা কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হয় = কর্পূর ,নিশাদল ,আয়োডিন ,ন্যাপথলিন ইত্যাদি। ১৭) তাপ পরিমাপ করার যন্ত্রের নাম কি? = ক্যালোরি মিটার ।

ভূগোলের কিছু প্রশ্নোত্তর

৮১। বাংলার দুটি ম্যানগ্রোভ অরণ্যের গাছ হল – সুন্দরী ও গরাণ । ৮২। বাংলার দুটি অর্থকারী ফসল হল – চা ও পাট । ৮৩। উত্তরবঙ্গের দুটি নদী যার জলপ্রবাহ ব্রহ্মপুত্র নদে মিলিত হয়েছে – তিস্তা ও তোর্সা । ৮৪। বাংলায় বিটুমিনাস কয়লা পাওয়া যায় – রাণীগঞ্জ । ৮৫। ভারতের শেফিল্ড বলা হয় – হাওড়া শহরকে । ৮৬। সুন্দরবনের আতঙ্ক বলা হয় – মাতলা নদীকে । ৮৭। বাংলার নবীনতম জেলা – কালিম্পং (Feb, 2017) । ৮৮। বাংলার দীর্ঘতম ব্যারেজ – ফারাক্কা ব্যারেজ । ৮৯। বাংলার দীর্ঘতম সেতু – রূপনারায়ণ সেতু । ৯০। বাংলার দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম হল – খড়গপুর । ৯১। শত্রুঞ্জয় নদীর উৎপত্তিস্থল কোথায় – গির পর্বত। ৯২। ভাদর নদী কোন উপসাগরে গিয়ে পড়েছে– কাম্বে উপসাগরে। ৯৩। গিদ্ধা,ভারতের কোন প্রদেশের লােকনৃত্য– পঞ্জাব (লােহরি উৎসবে হয়)। ৯৪। পােচম পদ নদী প্রকল্পকোথায় অবস্থিত– আজ্জা প্রদেশের গােদাবরী নদীর ওপর। | ৯৫। শতদ্রুনদীর ওপর কোন দুটি বাঁধ অবস্থিত– ভাকরা ও নাঙ্গাল বাঁধ। ৯৬। মহালধিরাম পর্বতে অবস্থিত প্রস্রবণটির নাম কী – পাগলা ঝােরা। ৯৭। আরব সাগরের রানিনামে কোন বন্দর বিখ্যাত – কোচি (কোচিন)। ৯৮। প্রাচ্যের ভেনিসনামে কোন

ভূগোলের কিছু প্রশ্নোত্তর (পার্ট-১)

৬১। বাংলায় সবচেয়ে কম বৃষ্টি হয় – বীরভূমের ময়ূরেশ্বরে । ৬২। বাংলায় সবচেয়ে বেশি উষ্ণতা দেখা যায় – আসানসোলে । ৬৩। মৌসুমি রাজ্য বলা হয় – বাংলাকে । ৬৪। খরার জেলা বলা হয় – পুরুলিয়াকে । ৬৫। বাংলায় সর্বাধিক বৃষ্টিপাত হয় – বক্সা ডুয়ার্সে । ৬৬। করোনেশন ব্রিজ অবস্থিত – তিস্তা নদীর ওপর ৬৭। কানা নদীর মধ্যবর্তী ও শেষ অংশের নাম – কুন্তী নদী । ৬৮। দামোদরের প্রধান উপনদীর নাম – বরাকর । ৬৯। সুন্দরবন অঞ্চলের বৃহত্তম জলবহনকারী নদী হল – মাতলা । ৭০। অজয়নদ -এর উৎপত্তি – দুমকা উচ্চভূমি থেকে । ৭১। 2011 জনগণনা অনুসারে বাংলার বেশি জনসংখ্যাযুক্ত জেলা হল – উত্তর 24 পরগনা (10082852 জন) । ৭২। 2011 জনগণনা অনুসারে বাংলার কম জনসংখ্যাযুক্ত জেলা হল – দক্ষিণ দিনাজপুর (1670931 জন) ৭৩। 2011 জনগণনা অনুসারে বাংলার জনসংখ্যা ছিল – 91347736 জন (পুরুষ=46927389জন এবং মহিলা=44420347 জন) । জনসংখ্যা বৃদ্ধির হার এক দশকে = 13.93% ৭৬। রাজ্যে স্ত্রী ও পুরুষের অনুপাত – 947:1000 ৭৭। রাজ্যে সাক্ষরতার হার = 77.08% (পুরুষ -82.67% এবং স্ত্রী – 71.16%) । ৭৮। রাজ্যে শিক্ষার হার বেশি – পূর্ব মেদনীপুর জেলায় (87.66%) । ৭৯। রাজ্যে শ

বিবিধ প্রশ্নবলি (পার্ট-৩)

৩১) পোলিও রোগটির আক্রান্ত স্থান কোনটি? =স্নায়ুতন্ত্র। ৩২) বসন্ত রোগের টিকা কে আবিষ্কার করেন? =জেনার। ৩৩) মানুষের জননকোষে ক্রোমোজোমের সংখ্যা কত? = ২৩ জোড়া। ৩৪) কোন কোষিয় অঙ্গানু প্রোটিন সংশ্লেষে সাহায্য করে? =রাইবোজোম। ৩৫) নিউমোনিয়া কি ঘটিত রোগ? =ব্যাকটেরিয়া। ৩৬) স্নেহজাতীয় খাদ্য সঞ্চয়কারী প্লাস্টিড কে কি বলে? = এলাইওপ্লাস্ট। ৩৭) "রানিখেত" - কিসের রোগ?= পোলট্রি। ৩৮) আমাদের দেহে কোন কলার আধিক্য সব থেকে বেশি? =পেশি কলা। ৩৯) কোন ভিটামিন রক্ত তঞ্চনে সাহায্য করে? =ভিটামিন কে। ৪০) মানব শরীরের কোথায় ইউরিয়া উৎপন্ন হয়? =যকৃত। ৪১) পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্য ভুক্ত করেন কে? =ডালহৌসি । ৪২) মানবদেহের কোথা থেকে পরিপাক শুরু হয়? =মুখ। ৪৩) কোনটি গ্রেট হিমালয় নামে পরিচিত? =হিমাদ্রী হিমালয়। ৪৪) কোন নিষ্ক্রিয় গ্যাসটি তেজস্ক্রিয়? = রেডন । ৪৫) লোকসভার কতজন সদস্য রাষ্ট্রপতি দ্বারা নির্বাচিত হন? = ২ জন।

বিবিধ প্রশ্নবলি (পার্ট-২)

১৬) চীনা বাদাম কোন মাটিতে ভালো হয়? =ল্যাটেরাইট মাটি। ১৭) সৌদি আরবের রাজধানীর নাম কি? =রিঁয়াধ। ১৮) পৃথিবীর গভীরতম হ্রদের নাম কি? =বৈকাল হ্রদ । ১৯) কোন বায়ুস্তরকে ক্ষুব্ধমন্ডল বলে? =ট্রপোস্ফিয়ার। ২০) কল্পতরু বৃক্ষ কাকে বলে? =নারকেল গাছ। ২১) সাইমন কমিশন ভারতে আসে কত সালে? =১৯২৮ সালে। ২২) তাম্রলিপ্ত জাতীয় সরকার কোথায় গঠিত হয়? =তমলুক। ২৩) শেরশাহ কোন দূর্গ আক্রমণ করতে গিয়ে মারা যান? =কালিঞ্জর দূর্গ। ২৪) কোন অধিবেশনে বিখ্যাত পাকিস্তান প্রস্তাব গৃহীত হয়? =লাহোর অধিবেশন । ২৫) কোন বড়লাটের আমলে বঙ্গভঙ্গ রদ হয়? =লর্ড হার্ডিঞ্জ। ২৬) নীল বিদ্রোহের কোন নেতাকে বাংলার নানাসাহেব বলা হয়? =রামরতন মল্লিক। ২৭) ভিল বিদ্রোহ কোথায় হয়েছিল? =খান্দেশ। ২৮) ধোয়ী কোন রাজার সভাকবি ছিলেন? =লক্ষন সেন। ২৯) ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে গঠন করেন? =মাস্টার দা সূর্য সেন। ৩০) কোন কংগ্রেসের অধিবেশনে গান্ধীজি সভাপতি হন? =বেলগ্রাম কংগ্রেস (১৯২৫)।

বিবিধ প্রশ্নবলি (পার্ট-১)

১) আলোক - তড়িৎ সূত্রের আবিষ্কারক কে? =আইনস্টাইন। ২) যে রাশি প্রকাশের জন্য মান ও অভিমুখ প্রয়োজন তাকে কি বলে? =ভেক্টর রাশি। ৩) জাঁতি কোন শ্রেনীর লিভার? =দ্বিতীয় শ্রেণীর লিভার । ৪) আর্কিমিডিসের নীতি কোন ধর্মের সাথে যুক্ত? =প্লাবতা। ৫) সকল তেজস্ক্রিয় বিভাজনের শেষে কি পাওয়া যায়? =লেড। ৬) পরমানুর সব থেকে ভারী কনা কোনটি? =নিউট্রন । ৭) সমতল দর্পনে কোন প্রতিবিম্ব গঠিত হয়? =অসদবিম্ব। ৮) হীরকের বিশুদ্ধতা নির্নয় করে কোন রশ্মি দ্বারা? =এক্স রশ্মি দ্বারা। ৯) ফ্লেমিং এর বামহস্ত নিয়ম অনুযায়ী মধ্যমা কি নির্দেশ করে? =তড়িৎ প্রবাহের দিক। ১০) অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের সময় আপাতন কোনের মান কি হয়? =সংকট কোনের মানের থেকে বেশ। ১১) ভারতের অরন্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? =দেরাদুন । ১২) পুলিকট হ্রদ কোথায় অবস্থিত? =অন্ধ্রপ্রদেশ । ১৩) কোন পর্বত দার্জিলিং থেকে নেপাল কে পৃথক করেছে? =সিঙ্গলীলা। ১৪) বাইলাডিলা খনি কোন খনিজের জন্য বিখ্যাত? =আকরিক লোহা। ১৫) ভারতের ২৯ তম রাজ্য কোনটি? =তেলেঙ্গানা ।

বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (পার্ট-৯)

116) নীল কাচের মধ্য দিয়ে হলুদ ফুল ➯ কালো দেখায় । 117) লাল আলোতে গাছের পাতা ➯ কালো দেখায় । 118) নীল কাচের মধ্য দিয়ে সাদা ফুল ➯ নীল দেখায় । 119) লাল ফুলকে সবুজ আলোয় ➯ কালো দেখায় । 120) সূর্য রশ্মি শরীরে পড়লে ➯ ভিটামিন ডি তৈরী হয় । 121) সবচেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ ➯ গামা রশ্মি । 122) সবচেয়ে বড় তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ ➯ বেগুণী রশ্মি । 123) শরীরের ত্বকে ভিটামিন তৈরীতে সাহায্য করে ➯ পরিমিত অতিবেগুণী রশ্মি 124) আমাদের দর্শনাভূতির স্থায়িত্বকাল ➯ ০.১ সেকেন্ড । 125) যে সকল বস্তুর আকর্ষণ ও দিকনির্দশক ধর্ম আছে ➯ চম্বুক পদার্থ । 126) চৌম্বকের চুম্বকত্ব একটি ➯ ভৌত ধর্ম । 127) চৌম্বকের প্রকারভেদ ➯ ১) প্রাকৃতিক চৌম্বক, ২) কৃত্রিম চৌম্বক ও ৩) তড়িৎ চৌম্বক । 128) চৌম্বক পদার্থ ➯ টিন, আয়রণ, কপার, কোবাল্ট, নিকেল ইত্যাদি । 129) চৌম্বক পদার্থের প্রকারভেদ ➯ ১) ডায়া চৌম্বক, ২) প্যারা চৌম্বক ও ৩) ফেরো চৌম্বক । 130) মেরু অঞ্চলে চৌম্বকের আকর্ষণ ➯ সবচেয়ে বেশী । 131) পৃথিবীর চৌম্বক উত্তর মেরু আসলে ➯ পৃথিবীর ভৌগলিক দক্ষিণ । 132) তড়িৎ দুই প্রকার ➯ ১) স্থির তড়িৎ ও ২) চল তড়িৎ । 133) চল তড়িৎ দুই

বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (পার্ট-৮)

91) তাপ এক প্রকার ➯ শক্তি । 92) জলের স্বাভাবিক স্ফুটনাংক স্বাভাবিক চাপে -১০০০ সেলসিয়াস । 93) প্রেসার কুকারের মূলনীতি ➯ চাপে জল বেশী তাপমাত্রায় ফুটে । 94) ভূ-পৃষ্ঠ হতে যত উপরে উঠা যায় তত কমে ➯ স্ফুটনাংক । 95) বস্তুর তাপ শোষণ ক্ষমতা নির্ভর করে ➯ রঙের উপর । 96) শীতকালে রঙিন কাপড় আরামদায়ক । 97) গরমকালে সাদা কাপড় আরামদায়ক । 98) পেট্রোল ইঞ্জিন আবিস্কৃত হয় ➯ ১৮৮৬ ইং সালে । 99) ফ্রেয়নের রাসায়নিক নাম ➯ ডাই-ক্লোরো ডাই ফ্লোরো মিথেন । 100) ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলে সমান তাপমাত্রা নির্দেশ করে ➯ (- ৪০০ ) তাপমাত্রায় । 101) স্বাভাবিক অবস্থায় একজন মানুষের উপর প্রতি বর্গ ইঞ্চিতে বায়ুর চাপ ➯ ১৫ পাউন্ড । 102) ক্লিনিক্যাল থার্মোমিটারে দাগ কাটা থাকে ➯ (৯০০ -১১০০) F । 103) থার্মোমিটারে পারদ ব্যবহারের কারণ ➯ অল্প তাপে আয়তন বৃদ্ধি পায় । 104) আলো এক প্রকার ➯ শক্তি । 105) আলোক মাধ্যম ➯ তিনটি , ১) স্বচ্ছ, ২) ঈষদ স্বচ্ছ ও ৩) অস্বচ্ছ । 106) প্রতিফলনের সূত্র ➯ দুইটি । 107) প্রতিসরণের সূত্র ➯ দুইটি । 108) পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত ➯ দুটি । 109) সাদা আলো সাতটি বর্ণের সমাহার । 110) লেন্স দু

বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (পার্ট-৭)

61) নিউটনের গতি সূত্র ➯ তিনটি । 62) নিউটনের বিখ্যাত বই ➯ “ন্যচারাল ফিলোসোফিয়া প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা” । 63) বিদ্যুৎ শক্তির হিসাব করা হয় ➯ কিলোওয়াট / ঘন্টা KW/H । 64) ১ অশ্ব শক্তি (P.) = ৭৪৬ ওয়াট বা ৫৫০ ফুট-পাউন্ডাল শক্তি । 65) মহাবিশ্বের যে কোন দুটি বস্তুর মধ্যকার পারস্পারিক আকর্ষণ বল হল ➯ মহাকর্ষ বল । 66) পৃথিবী ও বিশ্বের যে কোন বস্তুর মধ্যকার পারস্পারিক আকর্ষণ বল হল ➯ অভিকর্ষ বল । 67) অভিকর্ষজ ত্বরণ G এর মান ➯ পৃথিবীর কেন্দ্রে শূন্য, বিষুবীয় অঞ্চলে সবচেয়ে কম, মেরু অঞ্চলে সবচেয়ে বেশী। 68) চন্দ্র পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ G এর মান পৃথিবীর মানের ১/৬ ভাগ । 69) পৃথিবীর মুক্তিবেগ ➯ ১১.২ কি.মি./সে. । 70) মঙ্গল গ্রহের মুক্তি বেগ ➯ ৫.১ কি.মি./সে. । 71) গ্রহের গতি সংক্রান্ত কেপলারের সূত্র কয়টি ➯ তিনটি । 72) ইস্পাত ও রাবারের মধ্যে বেশী স্থিতিস্থাপক ➯ ইস্পাত । 73) বস্তুর কম্পনের মাধ্যমে উৎপন্ন হয় ➯ শব্দ । 74) জলের তরঙ্গ, আলোক তরঙ্গ, তাপ তরঙ্গ, বেতার তরঙ্গ ইত্যাদি হলো ➯ অনুপ্রস্থ বা আড় তরঙ্গ । 75) শব্দ তর তরঙ্গ হলো ➯ অনুদৈর্ঘ বা লাম্বিক তরঙ্গ । 76) জলে ঢিল ছুড়লে চলমান যে তরঙ্গের সৃষ

বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (পার্ট-৬)

31) পদার্থের পরমাণুর প্রোটন সংখ্যা ও পারমাণবিক সংখ্যা ➯ পরস্পর সমান । 32) পৃথিবী ও উহার নিকটস্থ মধ্যকার বস্তুর আকর্ষণ বলকে বলে ➯ অভিকর্ষ বল । 33) বরফ গলনের সুপ্ত তাপ ➯ ৮০ ক্যালরি । 34) ০ ডিগ্রী সেন্টিগ্রেড তাপমাত্রায় শব্দের গতি ➯ ৩৩২ মিটার/সেকেন্ড । 35) সুর্যোদয় ও সুর্যাস্তের সময় আকাশ লাল দেখায় ➯ লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি বলে । 36) সূর্য থেকে পৃথিবীতে আগত রশ্মি ➯ সৌর রশ্মি । 37) পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, কয়লা ইত্যাদি ➯ জীবাস্ম জালানি । 38) জীব-জগতের সবচেয়ে ক্ষতিকর রশ্মি ➯ অতি বেগুণী রশ্মি । 39) এক্সরে এর একক ➯ রনজেন । 40) তেজস্ক্রীয়তার একক কুরি ও এর আবিস্কারক ➯ হেনরী বেকুইরেল । 41) রেডিয়াম আবিস্কার করেন ➯ মাদাম কুরি । 42) পারমাণবিক বোমা উৎপন্ন হয় ➯ ফিশন পদ্ধতিতে । 43) হাইড্রোজেন বোমা উৎপন্ন হয় ➯ ফিউশন পদ্ধতিতে । 44) পারমানবিক ওজন = প্রোটন ও নিউট্রনের ওজন । 45) প্লবতা সূত্র আবিস্কার করেন ➯ আর্কিমিডিস । 46) দূরবীক্ষণ যন্ত্র আবিস্কার করেন ➯ গ্যালিলিও । 47) গতির সূত্র আবিস্কার করেন ➯ নিউটন । 48) ডিজিটাল ফোনের প্রধান বৈশিষ্ঠ ➯ ডিজিটাল সিগনাল ডেটাবেজ । 49) পীট কয়লা ➯

বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (পার্ট-৫)

1) পৃথিবী ঘূর্ণায়নের ফলে আমরা ছিটকিয়ে পড়ি না ➯ মধ্যাকর্ষণের জন্য । 2) প্রেসার কুকারে রান্না তারাতারি হওয়ার কারন ➯ উচ্চ চাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি পায় । 3) চা তাড়াতাড়ি ঠান্ডা হয় ➯ কালো রংয়ের কাপে (কাল রংয়ের তাপ শোষণ ক্ষমতা বেশি)। 4) চা দেরীতে ঠান্ডা হয় ➯ সাদা রংয়ের কাপে (সাদা রংয়ের তাপ শোষণ ক্ষমতা কম)। 5) শব্দের গতি সবচেয়ে বেশি ➯ কঠিন মাধ্যমে । 6) শব্দের গতি সবচেয়ে কম ➯ বায়বীয় মাধ্যমে । 7) তিনটি মূখ্য বর্ণ ➯ লাল, সবুজ ও নীল । 8) ৪০ সে: তাপমাত্রায় জলের ঘনত্ব ➯ সর্বোচ্চ । 9) ইউরেনিয়াম, নেপচুনিয়াম প্লুটোনিয়াম হল ➯ তেজস্ক্রিয় পদার্থ । 10) রাবারের স্থিতিস্থাপকতা কম এবং লোহা বা ইস্পাতের স্থিতিস্থাপকতা বেশি । 11) উন্নত ধরণের বিস্ফোরোক আবিষ্কার করে ধনী হয়েছিলেন ➯ আলফ্রেড নোবেল । 12) লোহার উপর দস্তার প্রলেপ দেয়াকে বলে ➯ গ্যালভানাইজিং । 13) আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে ➯ মরিচিকায় । 14) জল বরফে পরিণত হলে ➯ আয়তনে বাড়ে । 15) জল কঠিন, তরল ও বায়বীয় অবস্থায় থাকতে পারে । 16) বৈদুতিক বাল্বের ফিলামেন্ট তৈরী ➯ টাংস্টেন দিয়ে । 17) CFC বা ক্লোরোফ্লোরো কার্বন ধ্বংস করে ➯ ওজন স্তর । 1

বিভিন্ন আত্মজীবনী ও তাদের লেখক দের নাম

🏹গুরুত্বপূর্ণ কয়েকটি আত্মজীবনী🇮🇳⬇️ 👉Golden Girl - পি টি উষা 👉My life and game - বিয়ন বর্গ 👉Goal - ধ্যানচাঁদ 👉My Side - ডেভিড বেকহ্যাম 👉Life is a Game - মিশেল প্লাতিনী 👉An Autobiography - জওহরলাল নেহেরু 👉Autobiography of an unknown Indian - নিরোধ সি চৌধুরী 👉My Presidential years - আর ভেঙ্কটরমন 👉The insider - পি ভি নরসিমা রাও 👉Path of Power - মার্গারেট থ্যাচার 👉Living History - হিলারী ক্লিন্টন 👉Chronicles - বব ডিলান 👉My music My life - রবিশংকর 👉Helen's Journal - হেলেন কেলার 👉Mein Kamph - অ্যাডলফ হিটলার 👉My Autobiography - চার্লি চ্যাপলিন 👉My Early Years - ফিডেল কাস্ত্রো 👉Tiger of the snow - তেনজিং নোরগে 👉Greatest of all Time - মহঃ আলী 👉Freedom of Exile - দলাই লামা 👉My Experiments with Truth - মহাত্মা গান্ধী 👉Daughter of the East - বেনজীর ভুট্টো 👉Legend - নেপোলিয়ন বোনাপার্ট 👉Nothing Venture Nothing Win - অ্যাডমন্ড হিলারী 👉My Illustrated Career - শেন ওয়ার্ন 👉Cutting Edge - জাভেদ মিয়াদাদ 👉Living for Cricket - ক্লাইভ লয়েড

পরিবেশ ও তার উপাদান (পার্ট-৩)

☆ মানবদেহে আর্সেনিকের সর্বাধিক সহনসীমা কতো ? : প্রতি লিটার জলে ০.০৫ মিলিগ্রাম । ☆ওজোনস্তরের ক্ষতির জন্য প্রধান দায়ী কোন গ্যাস ? : ক্লোরোফ্লোরো কার্বন । ☆ইকোসিস্টেম নামকরন কে করেন ? : ট্যানসলে । ☆ বিশ্ব আবহাওয়া দিবস কবে পালিত হয় ? : ২৩ শে মার্চ । ☆ ফ্লাই অ্যাশ এর উতস কি ? : তাপ বিদ্যুত কেন্দ্র । ☆ ভূ- তাপমাত্রা বৃদ্ধির কারন কি ?: গ্রীন হাউস গ্যাস । ☆ GIS- এর পুরো নাম কি ?: Geographical Information System . ☆ তৈগা কি ? : পাইন গাছের বনভূমি । ☆ ভারতে বনভূমির পরিমান কতো ? : ১৯.৩৯% ☆পৃথিবীর প্রথম পরিবেশ বৈঠক কোথায় হয়? : স্টকহোমে। ☆আর্সেনিকোসিস হলো-: জলদুষনের ফল/ আর্সেনিক দুষনের ফল । ☆ চিপকো শব্দের অর্থ কি ? : জড়িয়ে ধরা। ☆ শব্দের তীব্রতা মাপার একক কি ? : ডেসিবল । ☆ চিপকো আন্দোলনের মুল দাবী কি ছিল ? : অরণ্য সংরক্ষণের দাবী। ☆টর্নেডো কথাটি কোন দেশের সঙ্গে যুক্ত ?: আমেরিকা । ☆হ্যারিকেন কোন দেশের ঝড় ? : ওয়েষ্ট ইন্ডিজ। ☆ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কি ?: সিসমোগ্রাফ। ☆ টাইফুন কি ?: জাপানের ঘূর্ণবাত । ☆UNESCO পুরো নাম কি ? : United Nations Educational, Scientific and Cultur

পরিবেশ ও তার উপাদান (পার্ট-২)

☆ যেসব প্রাণী জলের নীচে বসবাস করেন তাদের বলা হয়- বেনথস। ☆ বেনথসের উদাহরণ- শামুক ও প্রবাল। ☆ পশ্চিমবঙ্গের একটি অভয়ারণ্যের নাম- জলদাপাড়া। ☆ভারতের দুটো লুপ্তপ্রায় প্রাণীর নাম- একশৃঙ্গ গন্ডার ও সিংহ । ☆ভারতের দুটো বিলুপ্ত প্রাণীর নাম- গোলাপী মাথা হাস ও পাহাড়ি বটের। ☆ ফাইটোপ্ল্যাংটনের উদাহরণ- ক্ল্যামাইডোমেনাস ও ভলবক্স। ☆ জু-প্ল্যাংটনের উদাহরণ- মশার লার্ভা ও ডাফনিয়া। ☆ নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া- রাইজোবিয়াম ও ক্লসট্রিডিয়াম। ☆ ডি- নাইট্রিফাইং ব্যাকটেরিয়া- সিউডোমেনাস ও থিওব্যাসিলাস। ☆ বাস্তুতন্ত্রের অন্তর্গত কোনো প্রজাতির জীবের অবস্থান ও তার ভুমিকাকে বলা হয়- ইকোলজিক্যাল নিচ্। ☆ খাদ্য পিরামিড- তিনপ্রকার। ☆"ইতাই-ইতাই" - রোগ কোন ধাতুর কারনে হয়- ক্যাডমিয়াম। ☆ মিনামাটা রোগ কোন ধাতুর কারনে হয় ? : পারদ ☆ ব্ল্যাক ফুট ডিজিজ কোন ধাতুর কারনে হয় ? : অার্সেনিক ☆ ফ্লুরোসিস রোগ কেন হয় ? : ফ্লোরাইড দুষন ☆ কালো ফুসফুস রোগ কাদের হয় ?: কয়লা কারখানার শ্রমিকদের । ☆প্রধান গ্রীন হাউস গ্যাস কোনটি ? : কার্বন ডাইঅক্সাইড ☆ জৈব গ্রীন হাউস গ্যাস কোনটি ?: মিথেন ☆ বিশ্বস

পরিবেশ ও তার উপাদান (পার্ট-১)

☆ এই মুহূর্তে পৃথিবীর শক্তির বড়ো উৎস হল - তেল । ☆ ভারতে সর্বাধিক কয়লা ব্যবহৃত হয় - তাপবিদ্যুত্ কেন্দ্রে । ☆ শব্দ দূষণ পরিমাপক একক হল - ডেসিবেল । ☆ যানবাহনের ধোঁয়া সৃষ্ট ক্ষতিকারক ধাতুজাতীয় দূষক পদার্থ হল - সিসা । ☆ CFCএর পুরো নাম -ক্লোরো ফ্লুরো কার্বন ☆ মিনেমাটা রোগ সৃষ্টিকারী ধাতুটি হল - পারদ । ☆ UV বিকিরণের দ্বারা ত্বকের ক্যান্সার হয় । ☆ বিশ্ব পরিবেশ দিবস হল - 5ই জুন । ☆ জৈব বিয়োজনক্ষম দূষণ সৃষ্টিকারী পদার্থটি হল - প্লাস্টিক । ☆ তাজমহলের ক্ষতিকারক দূষণ পদার্থটি হল - সালফার ডাই অক্সাইড । ☆ ভারতে সৃষ্ট মিথেনের মূল উৎস হল - ধান খেত । ☆SO2 দূষন দ্বারা গাছের - ক্লোরোফিল বিনষ্ট হয় । ☆ওজোনস্তর দেখা যায় - স্ট্র্যাটোস্ফিয়ারে । ☆ওজোনস্তরের ক্ষয়ের জন্য দোষী প্রধান গ্যাসের নাম - CFC । ☆ প্রধান গ্রিন হাউস গ্যাসের নাম - CO2 । ☆ ইলেক্ট্রোস্ট্যাটিক প্রেসিপিটর যন্ত্র ব্যবহার হয় - বায়ুদূষণ রোধে । ☆ইউট্রোফিকেশন বলে - জলে শৈবালের বৃদ্ধিকে । ☆ বিশুদ্ধ জলে pH এর মান - 7 । ☆জলাভূমিতে শৈবাল পচে যে বিষ নির্গত হয় তার নাম - স্ট্রিকনিন । ☆মিনেমাটা বিপর্যয় ঘটে - জাপানে । ☆শিম্

বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নবলি (পার্ট-২)

২৬) ক্যালামাইন কার আকরিক ? =জিঙ্ক । ২৭) নিউট্রন কে আবিষ্কার করেন ? =স্যাডুইক । ২৮) ১ হর্ষ-পাওয়ার সমান কত ওয়াট ? = ৭৪৬ ওয়াট। ২৯) কিসের মিশ্রনে সোডা - ওয়াটার তৈরি করা হয় ? =কার্বন-ডাই-অক্সাইড ও জল। ৩০) পদ্ম পাতায় জলবিন্দু চকচক করে কেন ? =আলোর আভ্যন্তরীণ পূর্ন প্রতিফলন। ৩১) নেদারল্যান্ডস এর রাজধানীর নাম কি ? =আর্মাস্টারডাম । ৩২) সাতপুরা কোন শ্রেনীর পর্বত ? =স্তূপ পর্বত। ৩৩) কোয়ার্টজাইট রেপান্তরিত হয়ে কোন শিলাতে পরিনত হয় ? =বেলেপাথর। ৩৪) টাইফুন কোথাকার ঝড় ?= চীন সাগর। ৩৫) কোন বায়ুকে বানিজ্য বায়ু বলে ? =আয়ন বায়ু। ৩৬) রোম কোন নদীর তীরে অবস্থিত ? ="টাইবার । ৩৭) বীরজোর কোথাকার উপজাতি ? =মধ্যপ্রদেশ। ৩৮) ঘানা পাখিরালয় কোন রাজ্যে অবস্থিত ? =রাজস্থান । ৩৯) মথুরা কোন নদীর তীরে অবস্থিত ? =যমুনা নদী। ৪০) কোন গ্রহের ঘনত্ব সব থেকে কম ? =শনি।  ৪১) বাংলার প্রথম নির্বাচিত রাজা কে ছিলেন ? =গোপাল । ৪২)পরশুরাম কার ছদ্মনাম ? =রাজশেখর বসু । ৪৩) ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত ? =দেরাদুন । ৪৪) কোন গ্যাসটি সব অ্যাসিডে থাকে ? =হাইড্রোজেন। ৪৫) আন্তর্জাতিক মহিলা দিবস

বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নবলি (পার্ট-১)

১) সূর্যালোকের কোন কনা ক্লোরোফিলকে সক্রিয় করে ? =ফোটন কনা । ২) বাকল মোচনের মাধ্যমে কোন উদ্ভিদ রেচন ত্যাগ করে ? =অর্জুন /পেয়ারা। ৩) আঙুরে কোন অ্যাসিড থাকে ? =টার্টারিক অ্যাসিড । ৪) কোন রক্ত বাহক হৃদপিন্ড থেকে সৃষ্টি হয় ? =ধমনি। ৫) জোগ্যতমের উদবর্তন তত্ত্বের জনক কে ? =ডালটন । ৬) বৃক্কের আবরনিকে কি বলে ? =ক্যাপসুল। ৭) টিকটিকির গমন পদ্ধতির নাম কি ? =ক্রলিং । ৮) আমের বিজ্ঞান সম্মত নাম কি ? = ম্যাঙ্গিফেরা ইন্ডিকা । ৯) আরশোলার দেহে কি ধরনের সংবহন দেখা যায় ? =মুক্ত সংবহন। ১০) অঙ্কুরিত বীজে কোন হরমোন বেশি থাকে ? =জিব্বেরেলিন। ১১) দ্বিতীয় বাহাদুর শাহকে ইংরেজরা কোথায় নির্বাসন করে ? =রেঙ্গুন। ১২) অসহযোগ আন্দোলন শুরু হয় কত সালে ? =১৯২০ সালে। ১৩) পলাশীর যুদ্ধ নাটক কে রচনা করেছেন ? =নবীনচন্দ্র সেন । ১৪) গোলটেবিল বৈঠক কোথায় হয়েছিল ? =লন্ডন। ১৫) ইন্ডিয়া হাউস কে গঠন করেন ? =শ্যামজি কৃষ্ণ বর্মা। ১৬) স্বামী বিবেকানন্দ কত সালে শিকাগো ধর্ম সভায় বক্তৃতা দেন ? =১৮৯৩ সালে। ১৭) সুরেন্দ্রনাথ ব্যানার্জী কোথায় ভারত সভা স্থাপন করেন ? =কলকাতা। ১৮) কোন স্থান কে কেন্দ্র ত্রিশক্তি সংগ্রাম হ

বিজ্ঞানের বিভিন্ন প্রশ্নবলি (পার্ট-৪)

১। ঘন মাধ্যমের ভেতরে রাখা কোনো বস্তুকে হালকা মাধ্যম থেকে দেখলে এর প্রতিবিম্ব কোথায় হবে? উত্তর : উপরের দিকে ওঠে আসবে। ২। দুটি স্বচ্ছ মাধ্যমের বিভেদতলে আলোকরশ্মির দিক পরিবর্তন করার ঘটনাকে কী বলে? উত্তর : প্রতিসরণ। ৩। আলোর প্রতিসরণের কারণ কোনটি? উত্তর : ভিন্ন মাধ্যমে আলোর বেগ ভিন্ন। ৪। স্নেল কিসের সূত্র প্রদান করেন? উত্তর : প্রতিসরণ। ৫। প্রতিসরণাঙ্কের একক কী? উত্তর : একক নেই। ৬। নির্দিষ্ট মাধ্যমে প্রতিসরণাঙ্কের মান কোনটির ওপর নির্ভর করে? উত্তর : আলোর রং। ৭। হীরকের প্রতিসরাঙ্ক কত? উত্তর : ২.৪২ ৮। পানির প্রতিসারণাঙ্ক কত? উত্তর : ১.৩৩ ৯। শূন্য মাধ্যমের সাপেক্ষে অন্য যে কোনো মাধ্যমের প্রতিসরণাঙ্ককে কী বলে? উত্তর : পরম প্রতিসারণাঙ্ক। ১০। কোন মাধ্যমে আলোর বেগ বায়ু মাধ্যমে আলোর বেগের চেয়ে কম হলে প্রতিসরণাঙ্ক কত হবে? উত্তর : ১ এর চেয়ে বেশি। ১১। বায়ুর প্রতিসরণাঙ্ক কত? উত্তর : ১ ১২। হীরকের ক্রান্তিকোণ কত? উত্তর : ২৪০ ১৩। কোন ক্ষেত্রে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে? উত্তর : i>Øc ১৪। ঘন মাধ্যম থেকে আলো হালকা মাধ্যমে যাওয়ার সময় আপতন কোণ ৩৯০-এর জ

বিভিন্ন কবি ও সাহিত্যিকদের ছদ্মনাম

বিশ্বকবি, নাইট , ভানু সিংহ – রবীন্দ্রনাথ ঠাকুর . বিদ্রোহী কবি-কাজী নজরুল ইসলাম . টেঁকচাঁদ ঠাকুর – প্যারীচাঁদ মিত্র . হুতোম পেঁচা – কালিপ্রসন্ন সিংহ . বনফুল – বলাইচাঁদ মুখোপাধ্যায় . মৌমাছি – বিমল ঘোষ . গাজী মিয়া – মীর মশাররফ হোসেন . কায়কোবাদ – কাজেম আল কোরায়েশী . শওকত ওসমান – শেখ আজিজুর রহমান . জরাসন্দ – চারুচন্দ্র মুখোপাধ্যায় . বানভট্ট – নীহাররঞ্জন গুপ্ত . নীল লোহিত – সুনীল গঙ্গোপাধ্যায় . নীহারিকা দেবী – অচিন্ত্যকুমার সেনগুপ্ত . সত্যসুন্দর দাস – মোহিতলাল মজুমদার . কালকূট – সমরেশ বসু . পরশুরাম – রাজশেখর বসু . বীরবল – প্রমথ চৌধুরী . বড়ু চন্ডীদাস – অনন্ত বড়ু . সুনন্দ – নারায়ন গঙ্গোপাধ্যায় . দৃষ্টিহীন – মধুসূদন মজুমদার . অবধূত – কালীকানন্দ . হায়াৎ মামুদ – ড. মনিরুজ্জামান . যাযাবর – বিনয় কৃষ্ণ মজুমদার . ছান্দসিক কবি – আব্দুল কাদির . মহাকবি – আলাওল . সাহিত্য বিশারদ- আব্দুল করিম . যুগসন্ধিক্ষণের কবি- ঈশ্বর গুপ্ত . বিদ্যাসাগর – ঈশ্বরচন্দ্র . স্বভাব কবি- গোবিন্দ দাস . কাব্য সুধাকর – গোলাম মোস্তফা . পল্লী কবি – জসীম উদ্দিন

বিজ্ঞানের বিবিধ প্রশ্নবলি (পার্ট-৩)

৭৬.আলট্রাসোনিক শব্দ তরঙ্গ শুনতে পায় কোন প্রাণী? উঃ বাদুড়। ৭৭.বয়েলের সূত্রের একক কি কি? উঃ উষ্ণতা ও ভর। ৭৮.এক নটিক্যাল মাইল মানে কত ফুট? উঃ ৬০৮০ ফুট। ৭৯.প্লাস্টিক শিল্পে ব্যবহৃত ' PVC 'শব্দ টির অর্থ কি? উঃ পলিভিনাইল ক্লোরাইড। ৮০.পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান কত? উঃ শূন্য। ৮১.কোন লোহায় কার্বনের পরিমান সবচেয়ে কম থাকে? উঃ রট আয়রন। ৮২.কোন মৌলের আইসোটোপ নেই? উঃ সোডিয়াম। ৮৩.বরফের সঙ্গে সাধারণ লবণ মেশালে বফের গলনাঙ্ক কমে না বাড়ে? উঃ কমে। ৮৪.তিন ভরসংখ্যার হাইড্রোজেন কে কি বলে? উঃ ট্রাইটিয়াম । ৮৫.ঘড়িতে দম দিলে কোন শক্তি সঞ্চিত হয়? উঃ স্থিতি শক্তি। ৮৬.হীরের পর পৃথিবীতে সবচেয়ে কঠিন বস্তু কি? উঃ করানডাম। ৮৭.লোহার জিনিসের উপর জিঙ্কের প্রলেপ দেওয়াকে কি বলে? উঃ গ‍্যালভানাইজেশন। ৮৮.ডুবুড়ির অক্সিজেন সিলিন্ডারে আর কোন গ্যাস থাকে? উঃ হিলিয়াম ৮৯.কোন বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ‍্য কম? উঃ বেগুনি। ৯০.স্টিম ইঞ্জিনে তাপ শক্তি কিসে পরিণত হয়? উঃ যান্ত্রিক শক্তিতে। ৯১.ডি এন এস বলতে কি বোঝায়? উঃ ডোমেইন নেম সিস্টেম । ৯২.একটি অনুর আনুমানিক ব্যাসার্ধ কত? উ: কিছু  Å, ৯৩.এক

বিভিন্ন ঐতিহাসিক সমাজ ও তাদের প্রতিষ্ঠাতা

1. প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে? উত্তর: আত্মারাম পান্ডুরঙ্গ 2.আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে? উত্তরঃ দয়ানন্দ সরস্বতী 3. রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা কে? উত্তর: স্বামী বিবেকানন্দ। 4.ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা কে? উত্তর: রাজা রামমোহন রায় 5. আত্মীয় সভার প্রতিষ্ঠাতা কে? উত্তর: রাজা রামমোহন রায় 6.সর্বদয় আন্দোলনের প্রতিষ্ঠাতা কে? উত্তর: জয়প্রকাশ নারায়ণ। 7. ভুদান আন্দোলনের প্রতিষ্ঠাতা কে? উত্তর: আচার্য ভিনোবা ভাবে। 8.গদর পার্টির প্রতিষ্ঠাতা কে? উত্তর: লালা হরদয়াল। 9.বন মহউৎসব এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর: কে.এম. মুন্সী 10. ভারতীয় বিদ্যা ভবনের প্রতিষ্ঠাতা কে? উত্তর: কে.এম. মুন্সী 11. Self Respect Movement প্রতিষ্ঠাতা কে? উত্তর: ই.ভি. রামস্বামী নায়কার 12. জমিদার সভার প্রতিষ্ঠাতা কে? উত্তর: দ্বারকানাথ ঠাকুর 13. ইস্ট ইন্ডিয়া এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে? উত্তর: দাদাভাই নওরোজী 14. ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে? উত্তর: দেবন্দ্রনাথ ঠাকুর 15. ব্রিটিশ ভারত সোসাইটির/ British India Society প্রতিষ্ঠাতা কে? উত্তর: উইলিয়াম অ

বিভিন্ন যুদ্ধের সাল ও তারিখ (পার্ট-২)

১৯) দ্বিতীয় ঈঙ্গ-মহীশূর যুদ্ধ: ১৭৮০খ্রীঃ ২০) তৃতীয় ঈঙ্গ-মহীশূর যুদ্ধ: ১৭৯০খ্রীঃ ২১) চতুর্থ ঈঙ্গ-মহীশূর যুদ্ধ: ১৭৯৯খ্রীঃ ২২) প্রথম ঈঙ্গ-মারাঠা যুদ্ধ: ১৭৭৫খ্রীঃ ২৩) দ্বিতীয় ঈঙ্গ-মারাঠা যুদ্ধ: ১৮০৩খ্রীঃ ২৪) তৃতীয় ঈঙ্গ-মারাঠা যুদ্ধ: ১৮১৭খ্রীঃ ২৫) সন্যাসী ও ফকির বিদ্রোহ: ১৭৬৩খ্রীঃ ২৬) রংপুরের বিদ্রোহ: ১৭৮৩খ্রীঃ ২৭) পাইক বিদ্রোহ: ১৮১৭খ্রীঃ ২৮) ফরাজি আন্দোলন: ১৮১৮খ্রীঃ ২৯) পাগলাপন্থী বিদ্রোহ: ১৮২৪খ্রীঃ ৩০) বাঁসের কেল্লার যুদ্ধ: ১৮৩১খ্রীঃ ৩১) কোল বিদ্রোহের সূচনা: ১৮৩১খ্রীঃ ৩২) সাঁওতাল বিদ্রোহের সূচনা: ১৮৫৫খ্রীঃ ৩৩) সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রহের সূচনা: ১৮৫৭খ্রীঃ ৩৪) প্রথম বিশ্বযুদ্ধ: ১৯১৪খ্রীঃ ৩৫) দ্বিতীয় বিশ্বযুদ্ধ: ১৯৩৯খ্রীঃ ৩৬) নৌ বিদ্রোহ: ১৯৪৬খ্রীঃ

বিভিন্ন যুদ্ধের সাল ও তারিখ (পার্ট-১)

১) তরাইনের প্রথম যুদ্ধ: ১১৯১খ্রীঃ ২) তরাইনের দ্বিতীয় যুদ্ধ: ১১৯২খ্রীঃ ৩) পানিপথের প্রথম যুদ্ধ: ১৫২৬খ্রীঃ ৪) খানুয়ার যুদ্ধ: ১৫২৭খ্রীঃ ৫) ঘর্ঘরার যুদ্ধ: ১৫২৯খ্রীঃ ৬) চৌসার যুদ্ধ: ১৫৩৯খ্রীঃ ৭) কনৌজের যুদ্ধ: ১৫৪০খ্রীঃ ৮) পানিপথের দ্বিতীয় যুদ্ধ: ১৫৫৬খ্রীঃ ৯) হলদিঘাটের যুদ্ধ: ১৫৭৬খ্রীঃ ১০) পলাশীর যুদ্ধ: ১৭৫৭খ্রীঃ ১১) পানিপথের তৃতীয় যুদ্ধ: ১৭৬১খ্রীঃ ১২) প্রথম কর্নাটক যুদ্ধ: ১৭৪৪-৪৮খ্রীঃ ১৩) দ্বিতীয় কর্নাটক যুদ্ধ: ১৭৪৯-৫৫খ্রীঃ ১৪) তৃতীয় কর্নাটক যুদ্ধ: ১৭৫৬-৬৩খ্রীঃ ১৫) বন্দিবাসের যুদ্ধ: ১৭৬০খ্রীঃ ১৬) বক্সারের যুদ্ধ: ১৭৬৪খ্রীঃ ১৭) ছিয়াত্তরের মন্বন্তর: ১৭৭০খ্রীঃ ১৮) প্রথম ঈঙ্গ-মহীশূর যুদ্ধ: ১৭৬৭খ্রীঃ ১৯) দ্বিতীয় ঈঙ্গ-মহীশূর যুদ্ধ: ১৭৮০খ্রীঃ ২০) তৃতীয় ঈঙ্গ-মহীশূর যুদ্ধ: ১৭৯০খ্রীঃ ২১) চতুর্থ ঈঙ্গ-মহীশূর যুদ্ধ: ১৭৯৯খ্রীঃ ২২) প্রথম ঈঙ্গ-মারাঠা যুদ্ধ: ১৭৭৫খ্রীঃ ২৩) দ্বিতীয় ঈঙ্গ-মারাঠা যুদ্ধ: ১৮০৩খ্রীঃ ২৪) তৃতীয় ঈঙ্গ-মারাঠা যুদ্ধ: ১৮১৭খ্রীঃ ২৫) সন্যাসী ও ফকির বিদ্রোহ: ১৭৬৩খ্রীঃ ২৬) রংপুরের বিদ্রোহ: ১৭৮৩খ্রীঃ ২৭) পাইক বিদ্রোহ: ১৮১৭খ্রীঃ ২৮) ফরাজি আন্দোলন: ১৮১৮খ্রীঃ

জীবন বিজ্ঞান (পার্ট-১)

❐জীবন বিজ্ঞানের কোন শাখায় কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয়? [a] এন্টমোলজি ✔ [b] ইকোলজি [c] মাইক্রোবায়োলজি [d] বংশগতি ❐ইষ্ট কোন কিংডোমের অন্তর্গত? [a] ফানজাই ✔ [b] মনেরা [c] প্রোটিষ্টা [d] প্লান্টি ❐প্লাষ্টিড থাকেনা কোনটিতে? [a] উদ্ভিদকোষে [b] প্রাণীকোষে ✔ [c] দেহকোষে [d] জননকোষে ❐কোনটি এককোষী জীব? [a] ব্যাকটেরিয়া ✔ [b] কেঁচো [c] চিংড়ি [d] মানুষ ❐কোন গ্যাসের চাপে রুটি ফাঁপা হয়? [a] O2 [b] CO2 ✔ [c] H2 [d] CO ❐রক্তকণিকার জন্ম কোথায়? [a] অস্থিমজ্জায় ✔ [b] লসিকায় [c] ধমনীতে [d] শিরায় ❐গ্লাইকোজেন কোথায় সঞ্চিত হয়? [a] বৃক্কে [b] রক্তরসে [c] যকৃতে ✔ [d] অগ্ন্যাশয়ে ❐কোনধরনের খাদ্যের শ্বেতসার সহজে হজম হয় না ? [a] কাঁচা ✔ [b] রান্না করা [c] সিদ্ধ করা [d] পঁচা ❐সিসেলা নামক ব্যাকটেরিয়ার সংক্রমনে কোন রোগটি হয়? [a] আমাশয় ✔ [b] ডায়রিয়া [c] পাতলা পায়খানা [d] হার্ট অ্যাটাক ❐ফুসফুস কোন পর্দা দ্বারা আবৃত? [a] পেরিটোনিয়াম [b] পেরিকার্দিয়াম [c] প্লুরা ✔ [d] মায়োকার্দিয়াম ❐আর্থ্রাইটিস রোগ কী? [a] বাত রোগ ✔ [b] পেটের রোগ [c] জ্বর [d] ম্যালেরিয়া ❐উদ্ভিদ কো

পশ্চিমবঙ্গের ভূগোল (পার্ট-২)

৪৬। কৃষ্ণনগর বিখ্যাত – মৃৎ শিল্পের জন্য । ৪৭। জলপাইগুড়ি শহর অবস্থিত – মহানন্দা ও বালাসন নদীর তীরে । ৪৮। শংকরপুর একটি – মৎস্য বন্দর । ৪৯। বাংলায় প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয় অবস্থিত – কলকাতায় (বেলগাছিয়া) । ৫০। লোথিয়ান আইল্যান্ড অভয়ারণ্যটি অবস্থিত – দক্ষিণ 24 পরগনায় । ৫১। বক্সা অভয়ারণ্যটি স্থাপিত হয় – 1986 সালে । ৫২। বার্ড ফ্লু নির্ণয় কেন্দ্রটি অবস্থিত – কলকাতার বেলগাছিয়ায় । ৫৩। দমদম বিমান বন্দরের পত্তন হয়েছিল – 1875 সালে । ৫৪। বাংলায় ধানের বউল বলা হয় – বর্ধমানকে । ৫৫। জয়ন্তি হল – সংরক্ষিত বনভূমি । ৫৬। সুন্দরবন হল – সুরক্ষিত বনভূমি । ৫৭। খোয়াই অঞ্চল দেখা যায় – বীরভূম জেলায় । ৫৮। উত্তর ও দক্ষিণ দিনাজপুরের অধিক কাদাযুক্ত মাটি – খিয়র নামে পরিচিত । ৫৯। তাল শব্দের অর্থ – জলাভূমি ও নিম্নভূমি । ৬০। সুন্দরবনের যেসব অঞ্চলে কৃষিকাজ হয়, তাকে – আবাদ বলে ।

পশ্চিমবঙ্গের ভূগোল (পার্ট-১)

৩১।পেডং কথার অর্থ – অর্কিডের শহর । ৩২। তরাই শব্দের অর্থ – স্যাঁতসেঁতে ভূমি । ৩৩।শুশুনিয়া পাহাড় অবস্থিত – বাঁকুড়া জেলায় । ৩৪। দার্জিলিং পার্বত্য অঞ্চলের সর্বোচ্চ Rail Station হল – ঘুম । ৩৫। রাঙামাটির দেশ বলা হয় – রাঢ় অঞ্চলকে । ৩৬। মথুরাখালি পাহাড় অবস্থিত – বীরভূমে । ৩৭। গঙ্গা দুভাগে বিভক্ত হয়েছে মুর্শিদাবাদের – ধুলিয়ানে । ৩৮। গঙ্গা বাংলায় প্রবাহিত হয়েছে – 520 কিমি । ৩৯। বাংলার প্রধান নদী – গঙ্গা । ৪০। দামোদরনদকে বলা হয় – বাংলার দুঃখ । ৪১। বহরমপুর বিখ্যাত – রেশম শিল্পের জন্য । ৪২। রাঢ় অঞ্চলের সবচেয়ে বড়ো শহর হল – বর্ধমান । ৪৩। বাংলার দুটি প্রধান মৎস্য শিকার কেন্দ্র হল – দিঘা ও জুনপুট । ৪৪। ভারতে প্রথম পাতাল রেল চালু হয় – কলকাতায় । ৪৫। হলদিয়া বিখ্যাত – পেট্রোরসায়ন শিল্পের জন্য

ভারতের সংবিধান (পার্ট-২)

প্রশ্ন ২৬:  বর্তমানে কোনটি আর মৌলিক অধিকার নয় ? উত্তর :  সম্পত্তির অধিকার। প্রশ্ন ২৭:  সংবিধানের কততম সংশোধনীর সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয় ? উত্তর :  44 তম সংবিধান সংশোধনী। প্রশ্ন ২৮:  বর্তমানে সম্পত্তির অধিকার কি অধিকার ? উত্তর :  আইনে অধিকার। প্রশ্ন ২৯:  সংবিধানের কোন অধ্যায়ে মৌলিক অধিকার প্রণীত আছে ? উত্তর :  তৃতীয় অধ্যায়। প্রশ্ন ৩০:  কত সালে সিকিম পূর্ণাঙ্গ রাজ্য হিসাবে মর্যাদা লাভ করে ? উত্তর :  1975 খ্রিস্টাব্দে। প্রশ্ন ৩১:   ভারতে নাগরিকত্ব আইন কত সালে প্রবর্তিত হয় ? উত্তর :  1955 সালে। প্রশ্ন ৩২:  ভারতীয় সংবিধানের কোন অধ্যায়ে মৌলিক অধিকার ঘোষণা আছে ? উত্তর :  তৃতীয় অধ্যায় ও অনুচ্ছেদ নাম্বার 12 থেকে 35। প্রশ্ন ৩৩:  ভারতীয় নাগরিককে মূল সংবিধানে কয়টি মৌলিক অধিকার দেওয়া আছে ? উত্তর :  সাতটি। প্রশ্ন ৩৪:  বর্তমানে নাগরিকদের মৌলিক অধিকার আছে ? উত্তর :   6 টি। প্রশ্ন ৩৫:  অস্পৃশ্যতা দূরীকরণ কোন অনুচ্ছেদে আছে উত্তর :17 নম্বর অনুচ্ছেদে। প্রশ্ন ৩৬:  স্বাধীনতার অধিকার সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে ? উত্তর :  19 নম্বর

ভারতের সংবিধান (পার্ট-১)

#INDIAN POLITY# প্রশ্ন  ১:  প্রথম গণপরিষদের কতজন সদস্য ভারতীয় প্রদেশ গুলির বিধানসভা থেকে নির্বাচিত হতেন ? উত্তর :  292 জন প্রশ্ন ২ :  anglo-indian সম্প্রদায় থেকে কতজনকে পশ্চিমবঙ্গ রাজ্যপাল পশ্চিমবঙ্গ বিধানসভায় মনোনীত সদস্য করতে পারেন ? উত্তর :  একজন। প্রশ্ন  ৩:  ভারতীয় সংবিধানের খসড়া তৈরি কমিটিতে কোন বাঙালি ছিলেন ?  উত্তর :  বি এল মিত্র। প্রশ্ন ৪ :  রাজ্য সচিবালয় অধিকারী কে ? উত্তর :  মুখ্য সচিব। প্রশ্ন ৫ :  ভারতে ক্রেতা সুরক্ষা আইন প্রথম কার্যকরী হয় কবে ? উত্তর :  1986 সালে প্রশ্ন ৬ :  ভারতে দুর্নীতি প্রতিরোধ আইন কবে প্রণীত হয় ? উত্তর :  1988 সাল প্রশ্ন  ৭:  ভারতে নাগরিকত্ব আইন কবে চালু হয় ? উত্তর :  1955 সালে প্রশ্ন  ৮:  লোকসভায় তপশিলি জাতিদের জন্য ক টি আসন সংরক্ষিত আছে ? উত্তর :  79 টি। প্রশ্ন ৯ :  সংবিধানে কতগুলি নির্দেশমূলক নীতি আছে ? উত্তর :  13 টি। প্রশ্ন ১০:  ভারতের কোন রাজ্যে কোন পঞ্চায়েত ব্যবস্থা নেয় ? উত্তর :   নাগাল্যান্ডে। প্রশ্ন ১১:  সংবিধানের কোন ধারা অনুসারে জরুরি অবস্থায় মৌলিক অধিকার মুলতবি রাখা হয় ? উত্তর :  359 নম্বর ধা

ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (পার্ট-৫)

👉 "যোগসূত্র" কে লিখেছিলেন ? = পতঞ্জলি 👉 আদি অখন্ড বেদকে কে চতুর্বেদে বিভক্ত করেছিল ? = ব্যাস 👉 প্রথম কোন প্রাচীন ভারতীয় রাজা সাম্রাজ্যবাদের সূচনা করেন ? = বিম্বিসার 👉 বিখ্যাত সঙ্গীতশিল্পী তানসেন কার রাজসভা অলংকৃত করেছিলেন ? = আকবর 👉 দ্বাদশ শতকের কবি জয়দেব কোন রাজসভার অলংকৃত  করেছিল ? = লক্ষণ সেন 👉 বক্সারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে ঘটেছিল ? = 1764 খ্রিস্টাব্দে 👉 হর্ষবর্ধন কোন বংশের রাজা ছিলেন ? = পুষ্যভূতি বংশ 👉 তুঘলক বংশের প্রতিষ্ঠাতা কে ? = গিয়াসউদ্দিন তুঘলক 👉 ভারতের কোন রাজা প্রথম আলেকজান্ডারের বশ্যতা স্বীকার করেন ? = অম্ভি 👉 কোন যুদ্ধে ভারতের মাটিতে প্রথম কামান ব্যবহার করা হয় ? = প্রথম পানিপথের যুদ্ধ 👉 কে  "লাখবক্স " নামে পরিচিত ? = কুতুবউদ্দিন আইবক

ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর( পার্ট-৪)

৫৫. দক্ষিণ ভারতের কৃষক আন্দোলন হয় কত সালে? ১৮৭৫ সালে ৫৬. ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ফরমান দেন কে? ফারুকশিয়ার ৫৭. পাটলিপুত্র কোথায় অবস্থিত? গণ্ডক-গঙ্গা-শোন নদীর সঙ্গমে ৫৮. ম্যাঙ্গালোরের সন্ধি হয় কত সালে? ১৭৮৪ সালে ৫৯. বৃহৎকথা কে লেখেন? গুণাঢ্য ৬০. এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে? উইলিয়াম জোন্স ৬১. সগৌলির সন্ধি হয় কত সালে? ১৮১৬ সালে ৬২. কল্পনা দত্ত কিসের সঙ্গে যুক্ত ছিলেন? চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে ৬৩. বন্দীজীবন কে লেখেন? শচীন সান্যাল ৬৪. হিন্দু মেলা স্থাপিত হয় কত সালে? ১৮৬৭ সালে ৬৫. ভারতের সশস্ত্র বিপ্লবের জনক কে? ফাঁড়কে ৬৬. বন্দেমাতরাম কি? একটি ইংরেজী দৈনিক ৬৭. অ্যান্টি সার্কুলার সোসাইটি সম্পাদক কে? শচীন্দ্রকুমার বসু ৬৮. ইলবার্ট বিল আন্দোলন কত সালে হয়? ১৮৮৩ সালে ৬৯. ইস্ট ইন্ডিয়া সোসাইটি তৈরি হয় কত সালে? ১৮৬৬ সালে ৭০. অমৃতবাজার পত্রিকার সম্পাদক কে ছিলেন? শিশির কুমার ঘোষ ৭১. পরিব্রাজক রচনা করেন কে? স্বামী বিবেকানন্দ ৭২. কোল বিদ্রোহ হয় কত সালে? ১৮৩১ সালে ৭৩. খিলাফত আন্দোলন হয় কত সালে? ১৯২০ সালে ৭৪. দুদুমিয়া কে ছিলেন? ফরাজি আন্দোলনের নেতা ৭৫. বিজ্ঞান প

ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (পার্ট-৩)

২৬. নৌ বিদ্রোহ কত সালে হয়? ১৯৪৬ সালে ২৭. কুনিক উপাধি কে গ্রহণ করেন? অজাতশত্রু ২৮. হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে? বিম্বিসার ২৯. ফরওয়ার্ড ব্লক কে গঠন করেন? সুভাষচন্দ্র বসু ৩০. গান্ধী আরউইন চুক্তি কত সালে হয়? ১৯৩১ সালে ৩১. বিক্রম শীল উপাধি কে গ্রহণ করেন? ধর্মপাল ৩২. প্রিয়দর্শীকা কে লিখেন? হর্ষবর্ধন ৩৩. শিলাদিত্য উপাধি কে গ্রহণ করেন? হর্ষবর্ধন ৩৪. কালিদাস কার সভাকবি ছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্তের ৩৫. মেঘদুত এর রচয়িতা কে? কালিদাস ৩৬. পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা কে? প্রথম নরসিংহ বর্মন ৩৭. গুপ্তাব্দের প্রচলন কবে হয়? ৩২০ সালে ৩৮. কনিষ্কের সভাকবি কে ছিলেন? অশ্বঘোষ ৩৯. সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে? শিমুক ৪০. কে বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত ৪১. শকাব্দ কে প্রচলন করেন? কনিষ্ক ৪২. গান্ধার শিল্প কোন যুগের? কুষাণ যুগের ৪৩. পুনা চুক্তি হয় কত সালে? ১৯৩২ সালে ৪৪. মাস্টারদা নামে কে পরিচিত? সূর্য সেন ৪৫. স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সবচেয়ে বেশি দিন অনশন কে করেছিলেন? যতীন দাস ৪৬. গান্ধী আরউইন চুক্তি অপর নাম কি? দিল্লি চুক্তি ৪৭. কাকোরি ষড়যন্ত্র মামলায় প্রধান

ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (পার্ট-২)

📚History Special 📚 _*১. সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে? মঙ্গল পান্ডে ২. সলবাইয়ের সন্ধি কত সালে হয়? ১৭৮২ সালে ৩. জাতীয় কংগ্রেসে প্রতিষ্ঠার সময় ভাইসরয় কে ছিলেন? ডাফরিন ৪. গৌতম বুদ্ধ নির্বাণ লাভ করেন কোন বৃক্ষের নিচে? অশ্বত্থ ৫. কবিরের ভক্তিমূলক গান কে কি বলে? দোঁহা ৬. পৃথক নির্বাচনী ব্যবস্থা করা হয় কোন আইনের সাহায্যে? মর্লেমিন্টো ৭. মুঘলদের সময় সরকারি ভাষা কি ছিল? ফার্সি ৮. অতীশ দীপঙ্কর কে ছিলেন? বৌদ্ধ পণ্ডিত ৯. জামা মসজিদ কে নির্মান করেন? শাহজাহান ১০. সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? কৃষ্ণকুমার মিত্র ১১. মুঘল সাম্রাজ্যের পতনের জন্য কে দায়ী? ঔরঙ্গজেব ১২. কার রাজসভায় অষ্টপ্রধান ছিলেন? শিবাজী ১৩. স্যার টমাস রো কার আমলে ভারতে আসেন? জাহাঙ্গীরের আমলে ১৪. মালিক কাফুর কে ছিলেন? আলাউদ্দিন খলজির সেনাপতি ১৫. বিজয়নগর এর প্রতিষ্ঠাতা কে? হরিহর ১৬. সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে? খিজির খান ১৭. ভারত সভা কত সালে স্থাপিত হয়? ১৮৭৬ সালে ১৮. আলিপুর বোমা মামলায় প্রধান আসামী কে ছিলেন? অরবিন্দ ঘোষ ১৯. সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে ছিলেন? ব্রহ্মবান্ধব উপাধ্যায় ২০. বক্সারের যুদ্