ভূগোলের আরো কিছু প্রশ্নোত্তর

১।ভারতের সর্বশ্রেষ্ঠ বক্সাইট খনি অঞ্চল কোনটি পালামৌ খনি অঞ্চল।
২। কালিকটের বর্তমান নাম কী – কোঝিকোড়।
৩।প্রথম কোন কোম্পানি ভারতে রেল-ইঞ্জিন তৈরি করে – টাটা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ললাকোমােটিভ কোম্পানি।
৪। রাগী উৎপাদনে ভারতে প্রথম স্থানে আছে ‘কোন রাজ্য – কর্ণাটক।

৫।স্বাধীনতার আগে একমাত্র ডিজেল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোথায় ছিল – অসমের ডিগবয়।
৬। চম্বল উপত্যকায় বড় খাতবিশিষ্ট অঞ্চলকে কী বলে – বীহড়।
৭। প্রথম কাগজকল কোথায় স্থাপিত হয় – শ্রীরামপুরে (১৮৩২ সালে)।
৮। ভারতের সবচেয়ে পুরনাে জলবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় গড়ে ওঠে – শিবসমুদ্রম জলপ্রপাতকে কেন্দ্র করে।

৯। কৃষ্ণমৃত্তিকা অঞ্চলের একমাত্র আণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোথায় আছে – তারাপুর।
১০।দাক্ষিণাত্যের লাভা মালভূমি অঞ্চলটি কী নামে পরিচিত – ডেকানট্রাপ
১১। বাংলার যে জেলার ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে – নদিয়া, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া
১২। বাংলার পূর্বদিকে অবস্থিত দেশ হল – বাংলাদেশ ।
১৩। বর্তমানে বাংলার জেলার সংখ্যা হল – 23টি ।
১৪। উত্তর – পূর্ব ভারতের প্রবেশ দ্বার বলা হয় – শিলিগুড়িকে ।
১৫। দক্ষিণবঙ্গের প্রবেশ দ্বার হল – ক্যানিং ।
১৬। বিহার রাজ্যের বিচ্ছিন্ন অংশটি বাংলায় যে জেলা নামে পরিচিত – পুরুলিয়া ।
১৭। বাংলার ওপর লম্বভাবে সূর্যকিরণ পড়ে – 21 শে জুন ।
১৮। সুন্দরবন ম্যানগ্রোভ বাদাবন অবস্থিত যে জেলায় – দক্ষিণ 24 পরগনা ।
১৯। প্রেসিডেন্সি বিভাগের অন্তর্গত জেলাসদর হল – আলিপুর ।
২০। ‘Chicken’s Neck’ বলা হয় – উত্তর দিনাজপুরের চোপড়াকে ।
২১। ‘City of Joy’ বলা হয় – কলকাতাকে ।
২২। বাংলার উত্তরের সমভূমি অংশ হল – বরেন্দ্রভূমি ।
২৩। বাংলা ও নেপাল সীমান্তে রয়েছে – সিঙ্গলিলা ।
২৪। বাংলার সর্বোচ্চ শৃঙ্গ – সান্দাকফু ।
২৫।বাংলার মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ হল – গোর্গাবুরু ।
২৬। বাংলায় বালিয়াড়ি দেখা যায় – উপকূলীয় সমভূমিতে ।
২৭। রাঢ় সমভূমির ভূপ্রকৃতি – তরঙ্গায়িত ।
২৮। কালিম্পঙ -এর সর্বোচ্চ শৃঙ্গ হল – ঋষিলা ।
২৯। বক্স গিরিখাত দিয়ে যাওয়া যায় – ভুটানে ।
৩০।বক্রেশ্বরের উষ্ণ প্রস্রবণ দেখা যায় – বীরভূমে ।