ভারতের সংবিধান (পার্ট-১)

#INDIAN POLITY#

প্রশ্ন  ১:  প্রথম গণপরিষদের কতজন সদস্য ভারতীয় প্রদেশ গুলির বিধানসভা থেকে নির্বাচিত হতেন ?
উত্তর :  292 জন

প্রশ্ন ২ :  anglo-indian সম্প্রদায় থেকে কতজনকে পশ্চিমবঙ্গ রাজ্যপাল পশ্চিমবঙ্গ বিধানসভায় মনোনীত সদস্য করতে পারেন ?
উত্তর :  একজন।

প্রশ্ন  ৩:  ভারতীয় সংবিধানের খসড়া তৈরি কমিটিতে কোন বাঙালি ছিলেন ? 
উত্তর :  বি এল মিত্র।

প্রশ্ন ৪ :  রাজ্য সচিবালয় অধিকারী কে ?
উত্তর :  মুখ্য সচিব।

প্রশ্ন ৫ :  ভারতে ক্রেতা সুরক্ষা আইন প্রথম কার্যকরী হয় কবে ?
উত্তর :  1986 সালে

প্রশ্ন ৬ :  ভারতে দুর্নীতি প্রতিরোধ আইন কবে প্রণীত হয় ?
উত্তর :  1988 সাল

প্রশ্ন  ৭:  ভারতে নাগরিকত্ব আইন কবে চালু হয় ?
উত্তর :  1955 সালে

প্রশ্ন  ৮:  লোকসভায় তপশিলি জাতিদের জন্য ক টি আসন সংরক্ষিত আছে ?
উত্তর :  79 টি।

প্রশ্ন ৯ :  সংবিধানে কতগুলি নির্দেশমূলক নীতি আছে ?
উত্তর :  13 টি।

প্রশ্ন ১০:  ভারতের কোন রাজ্যে কোন পঞ্চায়েত ব্যবস্থা নেয় ?
উত্তর :   নাগাল্যান্ডে।

প্রশ্ন ১১:  সংবিধানের কোন ধারা অনুসারে জরুরি অবস্থায় মৌলিক অধিকার মুলতবি রাখা হয় ?
উত্তর :  359 নম্বর ধারা।

প্রশ্ন ১২:  কোন আইনে প্রথম যুক্তরাষ্ট্র গঠনের কথা বলা হয় ?
উত্তর :  1935 সালে ভারত শাসন আইনে।

প্রশ্ন ১৩ :  সংবিধান সভার প্রথম অধিবেশন কত সালে হয় ?
উত্তর :    1946 সালের 6 ডিসেম্বর।

প্রশ্ন ১৪:  পাকিস্তানের জন্য পৃথক সংবিধান সভা গঠনের কথা কবে ঘোষিত হয় ? উত্তর :  1947 সালের 26 জুলাই।

প্রশ্ন  ১৫:  সংবিধান সভার প্রথম অধিবেশনে সভাপতিত্ব কে করেন ?
উত্তর :  সচিদানন্দ সিনহা।

প্রশ্ন ১৬:   সংবিধান সভার গৃহীত সংবিধানের সভাপতি হিসাবে স্বাক্ষর করেন 
উত্তরঃ ডঃ রাজেন্দ্র প্রসাদ।

প্রশ্ন ১৭:  সংবিধান রচনা কমিটির সভাপতি কে ছিলেন ?
উত্তর :  ডঃ বি আর আম্বেদকর।

প্রশ্ন ১৮:  সংবিধান সভার সভাপতি কবে সংবিধানে স্বাক্ষর করেন এবং সংবিধান মৃত বলে ঘোষণা করা হয় ?
উত্তর :  1949 সালের 26 নভেম্বর।

প্রশ্ন ১৯:  পূর্ণাঙ্গভাবে সংবিধান কার্যকরী হওয়ার তারিখ কত ?
উত্তর :  1950 সালে 26 শে জানুয়ারি।

প্রশ্ন ২০:  মূল সংবিধানে কয়টি ধারা কয়টি তপশিল ছিল ?
উত্তর :  395 টি ধারা এবং 8 টি তপশিল ছিল।

প্রশ্ন ২১:  বর্তমান সংবিধানে কয়টি ধারা এবং কয়টি তফসিল আছে ?
উত্তর :  444 টি ধারা এবং  12 টি তপশিল আছে।

প্রশ্ন ২২:  সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে  সোশালিস্ট এবং  সেকুলার শব্দ দুটি নিয়োজিত করা হয় ?
উত্তর :  42 তম সংশোধন।

প্রশ্ন ২৩:  কত সালে সংবিধানের 42 তম সংশোধনী গৃহীত হয় ?
উত্তর :  1976 সালে।

প্রশ্ন ২৪:  মূল সংবিধানে কয়টি মৌলিক অধিকার স্বীকৃতি ছিল ?
উত্তর :   7 টি।

প্রশ্ন ২৫:  বর্তমান সংবিধানে কয়টি মৌলিক অধিকার স্বীকৃত আছে ?
উত্তর :   6 টি।