ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (পার্ট-৩)

২৬. নৌ বিদ্রোহ কত সালে হয়? ১৯৪৬ সালে
২৭. কুনিক উপাধি কে গ্রহণ করেন? অজাতশত্রু
২৮. হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে? বিম্বিসার
২৯. ফরওয়ার্ড ব্লক কে গঠন করেন? সুভাষচন্দ্র বসু
৩০. গান্ধী আরউইন চুক্তি কত সালে হয়? ১৯৩১ সালে
৩১. বিক্রম শীল উপাধি কে গ্রহণ করেন? ধর্মপাল
৩২. প্রিয়দর্শীকা কে লিখেন? হর্ষবর্ধন
৩৩. শিলাদিত্য উপাধি কে গ্রহণ করেন? হর্ষবর্ধন
৩৪. কালিদাস কার সভাকবি ছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্তের
৩৫. মেঘদুত এর রচয়িতা কে? কালিদাস
৩৬. পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা কে? প্রথম নরসিংহ বর্মন
৩৭. গুপ্তাব্দের প্রচলন কবে হয়? ৩২০ সালে
৩৮. কনিষ্কের সভাকবি কে ছিলেন? অশ্বঘোষ
৩৯. সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে? শিমুক
৪০. কে বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত
৪১. শকাব্দ কে প্রচলন করেন? কনিষ্ক
৪২. গান্ধার শিল্প কোন যুগের? কুষাণ যুগের
৪৩. পুনা চুক্তি হয় কত সালে? ১৯৩২ সালে
৪৪. মাস্টারদা নামে কে পরিচিত? সূর্য সেন
৪৫. স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সবচেয়ে বেশি দিন অনশন কে করেছিলেন? যতীন দাস
৪৬. গান্ধী আরউইন চুক্তি অপর নাম কি? দিল্লি চুক্তি
৪৭. কাকোরি ষড়যন্ত্র মামলায় প্রধান অভিযুক্ত কে ছিলেন? রামপ্রসাদ বিসমিল
৪৮. রাইটার্স বিল্ডিং অভিযান কত সালে হয়? ১৯৩০ সালে
৪৯. রাশিয়ায় বলশেভিক আন্দোলন হয় কত সালে? ১৯১৭ সালে
৫০. রাওলাট আইন পাস হয় কত সালে? ১৯১৯ সালে
৫১. খোদা সত্যাগ্রহ হয় কত সালে? ১৯১৮ সালে
৫২. গান্ধীজী প্রথম সত্যাগ্রহ কোথায় করেন? দক্ষিণ আফ্রিকার নাটালে
৫৩. ভারতে গান্ধীজি প্রথম সত্যাগ্রহ কোথায় করেন? চম্পারনে
৫৪. হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? হরিশচন্দ্র মুখোপাধ্যায়