Posts

Showing posts from November, 2019

ইতিহাসের কিছু প্রশ্নোত্তর 15

০১. আমার স্বপ্নের ভারত (The India of my dreams) কে বলেছিলেন? ➟ডঃ আব্দুল কালাম। ০২. আমেদাবাদ কটন টেক্সটাইল কে গঠন করেন? ➟গান্ধিজি। ০৩. আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে? ➟ স্বামী দয়া নন্দ সরস্বতী। ০৪. আর্যসমাজ কত সালে ‘সারা ভারত শুদ্ধি সভা’ গঠন করেন? ➟ ১৮৭৭ ০৫. আলিপুর ষড়যন্ত্র মামলায় রাজসাক্ষী কে ছিলেন? ➟ নরেন গোঁসাই। ০৬. আলীগড় আন্দোলনের প্রবর্তক কে? ➟ স্যার সৈয়দ আহমদ্ খান। ০৭. আলীগড় কলেজের প্রথম অধক্ষ্য কে ছিলেন? ➟ স্যার থিওডর বেক। ০৮. আসাম অ্যাসোসিয়েশন কবে প্রতিষ্ঠিত হয়? ➟ ১৯০৫ খ্রিঃ। ০৯. আসামে  সার্বজনিক সভা কে গঠন করেন? ➟ জগন্নাথ বড়ুয়া। ১০. আসামের কোন্ অঞ্চল গণভোটের মাধ্যমে পুর্ব পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়? ➟ সিলেট। ১১. আসামের কোন কোন পাহাড় নিয়ে মেঘালয় রাজ্য গঠিত হয়? ➟ লুসাই পাহাড়, উত্তর কাছার, গারো পাহাড়, খাসি, জয়ন্তিয়া পাহাড়। ১২. আসামের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? ➟গোপী নাথ বরদলই। ১৩. ইউনিয়ন অব ডেথ কী? ➟ একটি সন্ত্রাসবাদী দল। ১৪. ইউরোপের কোন্ দেশে প্রথম ফ্যাসিবাদের জন্ম হয়? ➟ ইতালিতে। ১৫. ইউরোপের রুগ্নমানুষ কাকে বলা হয়? ➟ তুরস্ক। ১৬. ইকনমিক হিস্ট্রি অব ইন্

ইতিহাসের কিছু প্রশ্নোত্তর 14

1. তেভাগা আন্দোলন কবে শুরু হয়?  উঃ ১৯৪৬ সালের সেপ্টেম্বর মাসে।  2. মেগাস্থিনিসের ‘ইণ্ডিকা’ কোন ভাষায় লেখা?  উঃ গ্রীক ভাষায়।  3. মুঘল যুগে ইস্ট ইণ্ডিয়া কোম্পানীর প্রতিনিধি হিসাবে কে ভারতে আসেন?  উঃ উইলিয়াম হকিন্স।  4. পর্তুগীজ নাবিক ভাস্কো ডা গামা কবে ভারতে আসেন?  উঃ ১৪৯৮ খ্রীষ্টাব্দের ২৭শে মে।  5. কোন সম্রাটকে ভারতের নেপোলিয়ান বলা হয়?  উঃ সমুদ্রগুপ্তকে।  6. হর্ষচরিত গ্রন্থের রচয়িতা কে?  উঃ বাণভট্ট।  7. বাংলায় ‘স্বাধীন নবাবী’ কে প্রতিষ্ঠা করেন? উঃ মুর্শিদকুলি খাঁ।  8. ওয়াটালুর যুদ্ধ কত খ্রীষ্টাব্দে হয়েছিল?  উঃ ১৮১৫ খ্রীষ্টাব্দের ১৮ই জুন।  9. তাজমহল কে প্রতিষ্ঠা করেন?  উঃ শাহজাহান।  10. শিবাজীর ছেলের নাম কী?  উঃ শম্ভুজী।  11. গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন?  উঃ লালা হরদয়াল।  12. ভারতসভা কবে প্রতিষ্ঠিত হয়?  উঃ ১৮৭৬ খ্রীষ্টাব্দে।  13. গ্রাণ্ড ট্রাঙ্ক রোড কে প্রতিষ্ঠা করেন?  উঃ শেরশাহ।  14. ভাস্কো ডা গামা প্রথমে কোন বন্দরে আসেন?  উঃ কালিকট বন্দরে।  15. ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন?  উঃ রামমোহন রায়।  16. ভারতের প্রথ

ইতিহাসের কিছু প্রশ্নোত্তর 13

51. আজাদ হিন্দ ফৌজ কোথায় গঠিত হয়? উঃ সিঙ্গাপুরে। 52. রঘুবংশম কে লেখেন? উঃ কালিদাস। 53. মুদ্রারাক্ষসের রচয়িতা কে? উঃ বিশাখদত্ত। 54. হর্ষবর্ধন কোন বংশের শাসক ছিলেন? উঃ পুষ্যভূতি বংশের। 55. কার রাজত্বকালে তৈমুরলঙ ভারত আক্রমণ করেন? উঃ নাসিরউদ্দিন মামুদশাহ। 56. পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে ঘটে? উঃ ১৫৫৬ খ্রীষ্টাব্দে। 57. ১৫৭৬ সাল ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ কেন? উঃ হলদিঘাটের যুদ্ধ হয়েছিল। 58. শেরশাহের সমাধি কোথায় অবস্থিত? উঃ সাসারামে। 59. পলাশীর যুদ্ধে কোন নবাব পরাজিত হন? উঃ সিরাজ-উদ-দৌলা। 60. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? উঃ উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। 61. মুসলিম লিগ প্রতিষ্ঠিত হয় কত খ্রীষ্টাব্দে? উঃ ১৯০৬ খ্রীষ্টাব্দে। 62. মহাবীরের জন্মস্থান কোথায়? উঃ বৈশালী। 63. সোমনাথ মন্দির কে ধ্বংস করেন? উঃ সুলতান মামুদ। 64. বৈরাম খাঁ কোন বাদশাহের সেনাপতি ছিলেন? উঃ আকবরের। 65. শিবাজী ছত্রপতি উপাধি গ্রহণ করেন কত খ্রীষ্টাব্দে? উঃ ১৬৭৪ খ্রীষ্টাব্দে। 66. মাস্টারদা কাকে বলা হত? উঃ সূর্যসেনকে। 67. ইলবার্ট বিল

ইতিহাসের কিছু প্রশ্নোত্তর 12

101. শেষ শিখ গুরু কে ছিলেন?  উঃ গোবিন্দ সিং।  102. ভারত জোড়া আন্দোলনের প্রবক্তা কে?  উঃ রামদাস।  103. গীতগোবিন্দের রচয়িতা কে?  উঃ জয়দেব।  104. শিবাজী কোন মুঘল সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ করেন?  উঃ ঔরঙ্গজেবের বিরুদ্ধে।  105. মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?  উঃ চন্দ্রগুপ্ত মৌর্য।  106. ভারতের ইতিহাসে প্রথম সম্রাট কে?  উঃ বিম্বিসার।  107. প্রথম কোন মুসলিম বিজেতা বাংলাদেশ আক্রমণ করেন?  উঃ ইফতিকারউদ্দীন মহম্মদ বিন বখতিয়ার খলজী।  108. ইংরেজদের কাছে মহীশূরের কোন শাসক পরাজিত হন?  উঃ টিপু সুলতান।  109. গান্ধীজী আইন অমান্য আন্দোলন শুরু করেন কবে?  উঃ ১৯৩০ খ্রীষ্টাব্দের ১২ই মার্চ।  110. বঙ্গভঙ্গের প্রাক্‌কালে মুসলিম লিগের নেতা কী ছিলেন?  উঃ মহম্মদ আলি জিন্না।  111. ভারতীয় ডোমিনিয়ানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?  উঃ লর্ড মাউন্টব্যাটেন।  112. পশ্চিমবঙ্গের প্রথম গভর্নর কে ছিলেন?  উঃ চক্রবর্তী রাজাগোপালাচারী।  113. পানিপথের তৃতীয় যুদ্ধ কবে হয়?  উঃ ১৭৬১ খ্রীষ্টাব্দে।  114. কোন মুঘল সম্রাট বাংলা জয় করেন?  উঃ আকবর।  115. প্রথম গুপ

ইতিহাসের কিছু প্রশ্নোত্তর 11

151. হায়দ্রাবাদের চারমিনার কে নির্মাণ করেন? উঃ কুলি কুতুব শাহ। 152. কোন মারাঠা সর্দার শাহজাহানের দরবারে চাকরি করতেন? উঃ শাহজী। 153. আকবরের আমলে দাক্ষিণাত্যের শক্তিশালী দূর্গ ছিল কোনটি? উঃ আলিরগড়। 154. কোন শাসক মেবারের আমর সিংহের সঙ্গে সন্ধি স্থাপন করেন? উঃ জাহাঙ্গীর। 155. কারা প্রথম জাভা ও সুমাত্রা জয়লাভ করে? উঃ চোল রাজারা। 156. পল্লব সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? উঃ সিংহবিষ্ণু বর্মন। 157. কাকে উত্তর ভারতের শেষ শ্রেষ্ঠ হিন্দু রাজা বলা হয়? উঃ অশোককে। 158. প্রাচীনতম সংস্কৃত কবি কে? উঃ অশ্বঘোষ। 159. অর্থশাস্ত্রের বিষয় কী? উঃ রাজ্য পরিচালনা। 160. শুশ্রুত ও চরক কিসে বিশেষজ্ঞ ছিলেন? উঃ চিকিৎসাশাস্ত্রে। 161. কোন রাজাদের ভগবানের পুত্র বলা হয়? উঃ কুষাণ রাজাদের। 162. বিক্রম যুগ কবে শুরু হয়? উঃ ৫৮ খ্রীষ্টাব্দ থেকে। 163. রাজতরঙ্গিনী গ্রন্থে কলহন কোন রাজ্যের বর্ণনা দিয়েছেন? উঃ কাশ্মীরের। 164. শেষ দিল্লী সুলতানের নাম কী? উঃ ইব্রাহিম লোদী। 165. কে ভারতে ইংরাজী শিক্ষার প্রসার করেন? উঃ লর্ড বেন্টিঙ্ক। 166. ১৮৫৭ সালের মহাবিদ্রো

ইতিহাসের কিছু প্রশ্নোত্তর 10

*History* 251. তাসখন্দে কমিউনিস্ট পার্টি কবে গঠিত হয়? উঃ ১৯২০ খ্রীষ্টাব্দে। 252. খেদা আন্দোলন কবে শুরু হয়? উঃ ১৯১৮ খ্রীষ্টাব্দে। 253. তিন কাঠিয়া ব্যবস্থা কবে প্রচলিত ছিল? উঃ বিহারের চম্পারণে। 254. কানপুর ষড়যন্ত্র মামলা কবে হয়? উঃ ১৯২৪ খ্রীষ্টাব্দে। 255. প্রথম ভারতীয় মহিলা গ্রাজুয়েট ও মহিলা চিকিৎসকের নাম কী? উঃ কাদম্বিনী গঙ্গোপাধ্যায়। 256. কে কবে প্রতাপাদিত্য উৎসব শুরু করেন? উঃ ১৯০৩ খ্রীষ্টাব্দে সরলা দেবী চৌধুরানী। 257. কে কবে বীরাষ্টমী ব্রত শুরু করেন? উঃ ১৯০৪ খ্রীষ্টাব্দে সরলাদেবী চৌধুরাণী। 258. কবে অরন্ধন দিবস পালিত হয়? উঃ ১৯০৫ খ্রীষ্টাব্দের ১৬ই অক্টোবর। 259. রাখীবন্ধন উৎসবের প্রস্তাব কে দিয়েছিলেন? উঃ রবীন্দ্রনাথ ঠাকুর। 260. রাওলাট আইন কবে পাশ হয়? উঃ ১৯১৯ খ্রীষ্টাব্দে। 261. ‘দেশবন্ধু নামে কে পরিচিত? উঃ চিত্তরঞ্জন দাশ। 262. কলকাতায় কবে ‘নারী সত্যাগ্রহ সমিতি’ প্রতিষ্ঠিত হয়? উঃ ১৯০৩ খ্রীষ্টাব্দে। 263. অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন? উঃ ডিরোজিও। 264. মাস্টারদা নামে কে পরিচিত? উঃ সূর্য সেন। 265. কার নেতৃত