বিভিন্ন ঐতিহাসিক সমাজ ও তাদের প্রতিষ্ঠাতা

1. প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে?

উত্তর: আত্মারাম পান্ডুরঙ্গ

2.আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে?

উত্তরঃ দয়ানন্দ সরস্বতী

3. রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা কে?

উত্তর: স্বামী বিবেকানন্দ।

4.ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা কে?

উত্তর: রাজা রামমোহন রায়

5. আত্মীয় সভার প্রতিষ্ঠাতা কে?

উত্তর: রাজা রামমোহন রায়

6.সর্বদয় আন্দোলনের প্রতিষ্ঠাতা কে?

উত্তর: জয়প্রকাশ নারায়ণ।

7. ভুদান আন্দোলনের প্রতিষ্ঠাতা কে?

উত্তর: আচার্য ভিনোবা ভাবে।

8.গদর পার্টির প্রতিষ্ঠাতা কে?

উত্তর: লালা হরদয়াল।

9.বন মহউৎসব এর প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উত্তর: কে.এম. মুন্সী

10. ভারতীয় বিদ্যা ভবনের প্রতিষ্ঠাতা কে?

উত্তর: কে.এম. মুন্সী

11. Self Respect Movement প্রতিষ্ঠাতা কে?

উত্তর: ই.ভি. রামস্বামী নায়কার

12. জমিদার সভার প্রতিষ্ঠাতা কে?

উত্তর: দ্বারকানাথ ঠাকুর

13. ইস্ট ইন্ডিয়া এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে?

উত্তর: দাদাভাই নওরোজী

14. ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে?

উত্তর: দেবন্দ্রনাথ ঠাকুর

15. ব্রিটিশ ভারত সোসাইটির/ British India Society প্রতিষ্ঠাতা কে?

উত্তর: উইলিয়াম অ্যাডাম

16. National Indian Association/   জাতীয় ভারতীয় সভার  প্রতিষ্ঠাতা কে?

উত্তর: মেরি কার্পেন্টার

17. ভারতীয় সমাজের  (Indian Society)প্রতিষ্ঠাতা কে?

উত্তর: আনন্দমোহন বসু।

18.ভারত সভার প্রতিষ্ঠাতা কে?

উত্তর: সুরেন্দ্রনাথ ব্যানার্জী।

19. বম্বে এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে?

উত্তর: জগন্নাথ শংকর শেঠ।

২0. Poona Sarvajanik Sabha  এর প্রতিষ্ঠাতা কে?

উত্তর: এম জি রনাডে।