বিজ্ঞানের বিবিধ প্রশ্নবলি (পার্ট-৩)

৭৬.আলট্রাসোনিক শব্দ তরঙ্গ শুনতে পায় কোন প্রাণী?
উঃ বাদুড়।
৭৭.বয়েলের সূত্রের একক কি কি?
উঃ উষ্ণতা ও ভর।
৭৮.এক নটিক্যাল মাইল মানে কত ফুট?
উঃ ৬০৮০ ফুট।
৭৯.প্লাস্টিক শিল্পে ব্যবহৃত ' PVC 'শব্দ টির অর্থ কি?
উঃ পলিভিনাইল ক্লোরাইড।
৮০.পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান কত?
উঃ শূন্য।
৮১.কোন লোহায় কার্বনের পরিমান সবচেয়ে কম থাকে?
উঃ রট আয়রন।
৮২.কোন মৌলের আইসোটোপ নেই?
উঃ সোডিয়াম।
৮৩.বরফের সঙ্গে সাধারণ লবণ মেশালে বফের গলনাঙ্ক কমে না বাড়ে?
উঃ কমে।
৮৪.তিন ভরসংখ্যার হাইড্রোজেন কে কি বলে?
উঃ ট্রাইটিয়াম ।
৮৫.ঘড়িতে দম দিলে কোন শক্তি সঞ্চিত হয়?
উঃ স্থিতি শক্তি।
৮৬.হীরের পর পৃথিবীতে সবচেয়ে কঠিন বস্তু কি?
উঃ করানডাম।
৮৭.লোহার জিনিসের উপর জিঙ্কের প্রলেপ দেওয়াকে কি বলে?
উঃ গ‍্যালভানাইজেশন।
৮৮.ডুবুড়ির অক্সিজেন সিলিন্ডারে আর কোন গ্যাস থাকে?
উঃ হিলিয়াম
৮৯.কোন বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ‍্য কম?
উঃ বেগুনি।
৯০.স্টিম ইঞ্জিনে তাপ শক্তি কিসে পরিণত হয়?
উঃ যান্ত্রিক শক্তিতে।
৯১.ডি এন এস বলতে কি বোঝায়?
উঃ ডোমেইন নেম সিস্টেম ।
৯২.একটি অনুর আনুমানিক ব্যাসার্ধ কত?
উ: কিছু  Å,
৯৩.একটি ইলেক্ট্রো ম্যাগনেট তৈরি করতে কোন ধাতু ব্যাবহার করা হয়?
উঃ নরম লোহা।
৯৪.তিনটি প্রাথমিক রং কি কি?
উঃ লাল, নীল, সবুজ।
৯৫.রেনে ডেকার্ট কেন বিখ্যাত?
উঃ জ্যামিতিতে বীজগণিতের সূত্র প্রয়গের ফলে।
৯৬.অ্যানাটমির জনক কে?
উঃ আনদ্রিয়াস ভেসালিয়াস।
৯৭.খনি শ্রমিকের বন্ধু কাকে বলা হয়?
উঃ হামফ্রে ডেভিকে , সেফটি লাম্প আবিষ্কারের জন্য।
৯৮.আইসোটোপ কি?
উঃ যে সব পরমানুর পারমাণবিক সংখ্যা এক কিন্তু ভর সংখ্যা আলাদা তাদের আইসোটোপ বলে।
৯৯.ভর সংখ্যা কি?
উঃ নিউক্লিয়াসের প্রোটন ও নিউটন সংখ্যার সমষ্টি।
১০০.প্রাচীনকালে রকেটের জ্বালানি হিসাবে কি ব্যবহার করা হত?
উঃ বারুদ।