বিবিধ প্রশ্নবলি (পার্ট-২)

১৬) চীনা বাদাম কোন মাটিতে ভালো হয়? =ল্যাটেরাইট মাটি।
১৭) সৌদি আরবের রাজধানীর নাম কি? =রিঁয়াধ।
১৮) পৃথিবীর গভীরতম হ্রদের নাম কি? =বৈকাল হ্রদ ।
১৯) কোন বায়ুস্তরকে ক্ষুব্ধমন্ডল বলে? =ট্রপোস্ফিয়ার।
২০) কল্পতরু বৃক্ষ কাকে বলে? =নারকেল গাছ।
২১) সাইমন কমিশন ভারতে আসে কত সালে? =১৯২৮ সালে।
২২) তাম্রলিপ্ত জাতীয় সরকার কোথায় গঠিত হয়? =তমলুক।
২৩) শেরশাহ কোন দূর্গ আক্রমণ করতে গিয়ে মারা যান? =কালিঞ্জর দূর্গ।
২৪) কোন অধিবেশনে বিখ্যাত পাকিস্তান প্রস্তাব গৃহীত হয়? =লাহোর অধিবেশন ।
২৫) কোন বড়লাটের আমলে বঙ্গভঙ্গ রদ হয়? =লর্ড হার্ডিঞ্জ।
২৬) নীল বিদ্রোহের কোন নেতাকে বাংলার নানাসাহেব বলা হয়? =রামরতন মল্লিক।
২৭) ভিল বিদ্রোহ কোথায় হয়েছিল? =খান্দেশ।
২৮) ধোয়ী কোন রাজার সভাকবি ছিলেন? =লক্ষন সেন।
২৯) ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে গঠন করেন? =মাস্টার দা সূর্য সেন।
৩০) কোন কংগ্রেসের অধিবেশনে গান্ধীজি সভাপতি হন? =বেলগ্রাম কংগ্রেস (১৯২৫)।