বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (পার্ট-৯)

116) নীল কাচের মধ্য দিয়ে হলুদ ফুল ➯ কালো দেখায় ।
117) লাল আলোতে গাছের পাতা ➯ কালো দেখায় ।
118) নীল কাচের মধ্য দিয়ে সাদা ফুল ➯ নীল দেখায় ।
119) লাল ফুলকে সবুজ আলোয় ➯ কালো দেখায় ।
120) সূর্য রশ্মি শরীরে পড়লে ➯ ভিটামিন ডি তৈরী হয় ।
121) সবচেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ ➯ গামা রশ্মি ।
122) সবচেয়ে বড় তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ ➯ বেগুণী রশ্মি ।
123) শরীরের ত্বকে ভিটামিন তৈরীতে সাহায্য করে ➯ পরিমিত অতিবেগুণী রশ্মি

124) আমাদের দর্শনাভূতির স্থায়িত্বকাল ➯ ০.১ সেকেন্ড ।
125) যে সকল বস্তুর আকর্ষণ ও দিকনির্দশক ধর্ম আছে ➯ চম্বুক পদার্থ ।
126) চৌম্বকের চুম্বকত্ব একটি ➯ ভৌত ধর্ম ।
127) চৌম্বকের প্রকারভেদ ➯ ১) প্রাকৃতিক চৌম্বক, ২) কৃত্রিম চৌম্বক ও ৩) তড়িৎ চৌম্বক ।
128) চৌম্বক পদার্থ ➯ টিন, আয়রণ, কপার, কোবাল্ট, নিকেল ইত্যাদি ।
129) চৌম্বক পদার্থের প্রকারভেদ ➯ ১) ডায়া চৌম্বক, ২) প্যারা চৌম্বক ও ৩) ফেরো চৌম্বক ।
130) মেরু অঞ্চলে চৌম্বকের আকর্ষণ ➯ সবচেয়ে বেশী ।
131) পৃথিবীর চৌম্বক উত্তর মেরু আসলে ➯ পৃথিবীর ভৌগলিক দক্ষিণ ।
132) তড়িৎ দুই প্রকার ➯ ১) স্থির তড়িৎ ও ২) চল তড়িৎ ।
133) চল তড়িৎ দুই প্রকার ➯ ১) এ. সি. তড়িৎ ২) ডি. সি. তড়িৎ ।
134) ডি. সি. প্রবাহ পাওয়া যায় ➯ ব্যাটারি থেকে ।
135) রোধ পরিবাহীর চারটি বিষয়ের উপর নির্ভর করে ➯ ১) উপাদান, ২) দৈর্ঘ্য, ৩) প্রস্থচ্ছেদ ও ৪) তাপমাত্রা।
136) মাধ্যম তিন প্রকার ➯ ১) পরিবাহী, ২) অর্ধপরিবাহী, ৩) অন্তরক বা অপরিবাহী।
137) রাডার (RADAR) হলো ➯ RADIO DETECTION AND RANGING ।
138) অপটিক্যাল ফাইবারে ডাটা পাস এর কাজে ব্যবহৃত হয় ➯ পূর্ণঅভ্যন্তরীণ প্রতিফলন ।
139) ইলেকট্রনিক্স এর যাত্রা শুরু ➯ ট্রানজিস্টরের আবিস্করের সময় ।
140) ক্যামেরার লেন্সের পেছনের পর্দায় আস্তরণ দেয়া হয় ➯ সিজিয়াম দিয়ে ।