বিবিধ প্রশ্নবলি (পার্ট-১)

১) আলোক - তড়িৎ সূত্রের আবিষ্কারক কে? =আইনস্টাইন।
২) যে রাশি প্রকাশের জন্য মান ও অভিমুখ প্রয়োজন তাকে কি বলে? =ভেক্টর রাশি।
৩) জাঁতি কোন শ্রেনীর লিভার? =দ্বিতীয় শ্রেণীর লিভার ।
৪) আর্কিমিডিসের নীতি কোন ধর্মের সাথে যুক্ত? =প্লাবতা।
৫) সকল তেজস্ক্রিয় বিভাজনের শেষে কি পাওয়া যায়? =লেড।
৬) পরমানুর সব থেকে ভারী কনা কোনটি? =নিউট্রন ।
৭) সমতল দর্পনে কোন প্রতিবিম্ব গঠিত হয়? =অসদবিম্ব।
৮) হীরকের বিশুদ্ধতা নির্নয় করে কোন রশ্মি দ্বারা? =এক্স রশ্মি দ্বারা।
৯) ফ্লেমিং এর বামহস্ত নিয়ম অনুযায়ী মধ্যমা কি নির্দেশ করে? =তড়িৎ প্রবাহের দিক।
১০) অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের সময় আপাতন কোনের মান কি হয়? =সংকট কোনের মানের থেকে বেশ। ১১) ভারতের অরন্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? =দেরাদুন ।
১২) পুলিকট হ্রদ কোথায় অবস্থিত? =অন্ধ্রপ্রদেশ ।
১৩) কোন পর্বত দার্জিলিং থেকে নেপাল কে পৃথক করেছে? =সিঙ্গলীলা।
১৪) বাইলাডিলা খনি কোন খনিজের জন্য বিখ্যাত? =আকরিক লোহা।
১৫) ভারতের ২৯ তম রাজ্য কোনটি? =তেলেঙ্গানা ।