জীবন বিজ্ঞান (পার্ট-১)

❐জীবন বিজ্ঞানের কোন শাখায় কীটপতঙ্গ
নিয়ে আলোচনা করা হয়?
[a] এন্টমোলজি ✔
[b] ইকোলজি
[c] মাইক্রোবায়োলজি
[d] বংশগতি
❐ইষ্ট কোন কিংডোমের অন্তর্গত?
[a] ফানজাই ✔
[b] মনেরা
[c] প্রোটিষ্টা
[d] প্লান্টি
❐প্লাষ্টিড থাকেনা কোনটিতে?
[a] উদ্ভিদকোষে
[b] প্রাণীকোষে ✔
[c] দেহকোষে
[d] জননকোষে
❐কোনটি এককোষী জীব?
[a] ব্যাকটেরিয়া ✔
[b] কেঁচো
[c] চিংড়ি
[d] মানুষ
❐কোন গ্যাসের চাপে রুটি ফাঁপা হয়?
[a] O2
[b] CO2 ✔
[c] H2
[d] CO
❐রক্তকণিকার জন্ম কোথায়?
[a] অস্থিমজ্জায় ✔
[b] লসিকায়
[c] ধমনীতে
[d] শিরায়
❐গ্লাইকোজেন কোথায় সঞ্চিত হয়?
[a] বৃক্কে
[b] রক্তরসে
[c] যকৃতে ✔
[d] অগ্ন্যাশয়ে
❐কোনধরনের খাদ্যের শ্বেতসার সহজে
হজম হয় না ?
[a] কাঁচা ✔
[b] রান্না করা
[c] সিদ্ধ করা
[d] পঁচা
❐সিসেলা নামক ব্যাকটেরিয়ার সংক্রমনে কোন
রোগটি হয়?
[a] আমাশয় ✔
[b] ডায়রিয়া
[c] পাতলা পায়খানা
[d] হার্ট অ্যাটাক
❐ফুসফুস কোন পর্দা দ্বারা আবৃত?
[a] পেরিটোনিয়াম
[b] পেরিকার্দিয়াম
[c] প্লুরা ✔
[d] মায়োকার্দিয়াম
❐আর্থ্রাইটিস রোগ কী?
[a] বাত রোগ ✔
[b] পেটের রোগ
[c] জ্বর
[d] ম্যালেরিয়া
❐উদ্ভিদ কোষে অক্সিনের পরিবহন কিরূপ?
[a] উর্ধ্বমুখী
[b] নিম্নমুখী ✔
[c] স্বাভাবিক
[d] অস্বাভাবিক
❐কোনটির প্রভাবে ধমনীতে রক্ত প্রবাহ
বন্ধ হয়?
[a] হরমোন
[b] I2
[c] কোলেস্টেরল ✔
[d] শাকসব্জী
❐জননমাতৃকোষ কোন পদ্ধতিতে বিভাজিত
হয়?
[a] মাইটোসিস
[b] মিয়োসিস ✔
[c] অ্যামাইটোসিস
[d] কোনটিই নয়
❐বাস্তুতন্ত্রে অজৈব বস্তু কোনটি?
[a] তাপমাত্রা
[b] হিউমাস
[c] ক্যালশিয়াম ✔
[d] ভেটকি ... ..... ....