পশ্চিমবঙ্গের ভূগোল (পার্ট-১)

৩১।পেডং কথার অর্থ – অর্কিডের শহর ।
৩২। তরাই শব্দের অর্থ – স্যাঁতসেঁতে ভূমি ।
৩৩।শুশুনিয়া পাহাড় অবস্থিত – বাঁকুড়া জেলায় ।
৩৪। দার্জিলিং পার্বত্য অঞ্চলের সর্বোচ্চ Rail Station হল – ঘুম ।
৩৫। রাঙামাটির দেশ বলা হয় – রাঢ় অঞ্চলকে ।
৩৬। মথুরাখালি পাহাড় অবস্থিত – বীরভূমে ।
৩৭। গঙ্গা দুভাগে বিভক্ত হয়েছে মুর্শিদাবাদের – ধুলিয়ানে ।
৩৮। গঙ্গা বাংলায় প্রবাহিত হয়েছে – 520 কিমি ।
৩৯। বাংলার প্রধান নদী – গঙ্গা ।
৪০। দামোদরনদকে বলা হয় – বাংলার দুঃখ ।
৪১। বহরমপুর বিখ্যাত – রেশম শিল্পের জন্য ।
৪২। রাঢ় অঞ্চলের সবচেয়ে বড়ো শহর হল – বর্ধমান ।
৪৩। বাংলার দুটি প্রধান মৎস্য শিকার কেন্দ্র হল – দিঘা ও জুনপুট ।
৪৪। ভারতে প্রথম পাতাল রেল চালু হয় – কলকাতায় ।
৪৫। হলদিয়া বিখ্যাত – পেট্রোরসায়ন শিল্পের জন্য