বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নবলি (পার্ট-১)

১) সূর্যালোকের কোন কনা ক্লোরোফিলকে সক্রিয় করে ? =ফোটন কনা ।
২) বাকল মোচনের মাধ্যমে কোন উদ্ভিদ রেচন ত্যাগ করে ? =অর্জুন /পেয়ারা।
৩) আঙুরে কোন অ্যাসিড থাকে ? =টার্টারিক অ্যাসিড ।
৪) কোন রক্ত বাহক হৃদপিন্ড থেকে সৃষ্টি হয় ? =ধমনি।
৫) জোগ্যতমের উদবর্তন তত্ত্বের জনক কে ? =ডালটন ।
৬) বৃক্কের আবরনিকে কি বলে ? =ক্যাপসুল।
৭) টিকটিকির গমন পদ্ধতির নাম কি ? =ক্রলিং ।
৮) আমের বিজ্ঞান সম্মত নাম কি ? = ম্যাঙ্গিফেরা ইন্ডিকা ।
৯) আরশোলার দেহে কি ধরনের সংবহন দেখা যায় ? =মুক্ত সংবহন।
১০) অঙ্কুরিত বীজে কোন হরমোন বেশি থাকে ? =জিব্বেরেলিন।
১১) দ্বিতীয় বাহাদুর শাহকে ইংরেজরা কোথায় নির্বাসন করে ? =রেঙ্গুন।
১২) অসহযোগ আন্দোলন শুরু হয় কত সালে ? =১৯২০ সালে।
১৩) পলাশীর যুদ্ধ নাটক কে রচনা করেছেন ? =নবীনচন্দ্র সেন ।
১৪) গোলটেবিল বৈঠক কোথায় হয়েছিল ? =লন্ডন।
১৫) ইন্ডিয়া হাউস কে গঠন করেন ? =শ্যামজি কৃষ্ণ বর্মা।
১৬) স্বামী বিবেকানন্দ কত সালে শিকাগো ধর্ম সভায় বক্তৃতা দেন ? =১৮৯৩ সালে।
১৭) সুরেন্দ্রনাথ ব্যানার্জী কোথায় ভারত সভা স্থাপন করেন ? =কলকাতা।
১৮) কোন স্থান কে কেন্দ্র ত্রিশক্তি সংগ্রাম হয় ? =কনৌজ।
১৯) কনৌজে কে ধর্মসভার আয়োজন করেছিলেন ? =হর্ষবর্ধন।
২০) হিউয়েন সাঙ কার সময়ে ভারতে আসেন ? =হর্ষবর্ধন।
২১) গোধূলি আলোর কোন নিয়মের জন্যে হয় ? =আলোর বিক্ষিপ্ত প্রতিফলন।
২২) সাঁড়াশি কোন ধরনের লিভার ? =প্রথম শ্রেণীর লিভার।
২৩) বস্তুর ভর মাপা হয় কোন যন্ত্রে ? =সাধারন তুলাযন্ত্র।
২৪) আপেক্ষিক গুরুত্বের এককের নাম কি ? = আপেক্ষিক গুরুত্বের কোনো একক হয় না।
২৫) বেগুনি লিটমাস অ্যাসিড দ্রবনে মেশালে কোন বর্নের হয় ? =লাল।