Posts

Showing posts from May, 2019

বিভিন্ন ঐতিহাসিক পত্রিকা ও তাদের সম্পাদকের নাম

১। হিন্দু প্যাট্রিয়ট - হরিশচন্দ্র মুখোপাধ্যায় ২। ইন্ডয়ান মিরর - কেশবচন্দ্র সেন ৩। যুগান্তর - ভূপেন্দ্রনাথ দত্ত ৪। সঞ্জীবনী - কৃষ্ণকুমার মিত্র ৫। সন্ধ্যা - ব্রহ্মবান্ধব বন্দোপাধ্যায় ৬। কেশরী ও মারাঠা বা মারহাট্টা পত্রিকা - বাল গঙ্গাধর তিলক ৭। তত্ববোধিনী - অক্ষয়কুমার দত্ত ৮। পার্থেনন পত্রিকা - ডিরোজিওর ছাত্রবৃন্দ ৯। বন্দেমাতরম পত্রিকা - শ্রী অরবিন্দ ১০। বেঙ্গলী পত্রিকা - সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ১১। বেঙ্গল গেজেট - অগাস্ট হিকি ১২। অমৃতবাজার পত্রিকা - শিশিরকুমার ঘোষ ১৩। তলোয়ার পত্রিকা - বিনায়ক দামোদর সাভারকর ১৪। সুলভ সমাচার - কেশবচন্দ্র সেন ১৫। কমরেড পত্রিকা - জিন্নাহ ১৬। সংবাদ প্রভাকর - ঈশ্বরচন্দ্র গুপ্ত ১৭। সংবাদ কৌমুদি - রাজা রামমোহন রায় ১৮। ইন্ডিপেনডেন্ট - মতিলাল নেহেরু ১৯। বম্বে ক্রনিক্যাল - ফিরোজশাহ মেহেতা ২০। পাঞ্জাবী পিপলস - লালা লাজপত রায় ২১। সমাচার চন্দ্রিকা - ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় ২২। দিগদর্শন ও সমাচার দর্পণ - জন মার্শম্যান ২৩। রস্ত গফতার - দাদাভাই নৌরজী ২৪। তেহজিব-উল-আখলাখ - সৈয়েদ আহমেদ খান ২৫। আল-হিলাল পত্রিকা - মৌলানা আবুল কালাম আজাদ

ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নত্তর

1. ইতিহাসের মূল ভিত্তি কি? ― ভৌগোলিক পরিবেশ। 2. সিন্ধু উপত্যকায় কোন ধাতুর প্রচলন ছিলনা? ― লোহা। 3. আর্যদের প্রধান জীবিকা কি ছিল? ― কৃষি ও পশুপালন। 4. জৈনদের একজন প্রধান প্রচারকের নাম কর। ― বর্ধমান মহাবীর। 5. সমুদ্রগুপ্তের মাতার নাম কি? ― কুমারদেবী। 6. বুদ্ধচরিত-এর রচয়িতা কে? ― কবি অশ্বঘোষ। 7. একমাত্র নারী যিনি দিল্লির সিংহাসনে বসেছিলেন,তিনি কে? ― রাজিয়া। 8. খলজি বংশের শ্রেষ্ঠ সম্রাট কে? ― আলাউদ্দিন খলজি। 9. 'দানসাগর'- গ্রন্থটির রচয়িতা কে? ― বল্লাল সেন। 10. লক্ষণ সেনের শ্রেষ্ঠ সভাকবি কে ছিলেন? ― কবি জয়দেব। 11. 'কৌলিন্য প্রথা'- কে প্রবর্তন করেন? ― বল্লাল সেন। 12. বাংলার পাল বংশের প্রথম রাজা কে? ―গোপাল। 13. কে ফার্সী ভাষায় 'রামায়ণ' অনুবাদ করেন? ―বাদায়ূনী। 14. বাংলার প্রথম স্বাধীন নবাব কে? ― মুর্শিদকুলি খাঁ। 15. কত খ্রিস্টাব্দে কলকাতা মহানগরীর আধুনিক ইতিহাসের সূচনা হয়? ― ১৬৯০ খ্রিস্টাব্দে। 16. হলদিঘাটের যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়? ― আকবর ও রাণা প্রতাপ সিংহের মধ্যে। 17. হলদিঘাটের যুদ্ধে মুঘলদের প্রধান সেনাপতি কে ছিলেন

বিবিধ গুরুত্বপূর্ণ প্রশ্নবলি

1 পশ্চিমবঙ্গে ভূমিসংস্কার আইন পাশ হয় কবে? 1955 2 কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় শিল্পের অগ্রগতির ওপর জোর দেওয়া হয়েছিল? দ্বিতীয় 3 Banker of the Banks? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 4 NABARD (NATIONAL BANK OF AGRICULTURE AND RURAL DEVELOPMENT) কবে প্রতিষ্ঠিত হয়? 12জুলাই 1982 5 FEMA এর FULL form? Foreign exchange management Act (July 2000) 6 ICICI ব্যাঙ্ক কবে প্রতিষ্ঠিত হয়? জুন 1994 ভদোদরা 7 IMF (international Monetary Fund) কত সালে প্রতিষ্ঠিত হয়? এর হেডকোয়ার্টার 27 DEC 1945 ওয়াশিংটন DC 8 কোন ভারতীয় অর্থনীতিতে নোবেল পান? অমর্ত্য সেন (1998) 9 EXIM (Export Import Bank) কবে প্রতিষ্ঠিত হয়? 1982 10 ভারতে কে প্রথম আয়কর ব্যবস্থা চালু করেন? জেমস উইলসন 1860 ইনিই প্রথম সংসদে বাজেট পেশ করেন 11 ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাঙ্ক? স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 12 ভারতের বৃহত্তম প্রাইভেট সেক্টর ব্যাঙ্ক? ICICI BANK OF INDIA 13 “Big Push Theory” র স্রষ্টা? আর রোডান 14 Per Capita income এ কোন রাজ্য প্রথম? গোয়া 15 Hot Money কি বোঝাতে ব্যাবহার হয়? money which comes easily goes easily 16 ন্যাশনাল স্যা

ভারতের বিভিন্ন বন্দর

1. বর্তমানে ভারতে প্রধান বন্দরের সংখ্যা কত ? উঃ) 13 টি I 2. ভারতের গভীরতম বন্দর কোনটি ? উঃ) পারাদ্বীপ I 3. কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক বন্দর রয়েছে ? উঃ) মহারাষ্ট্রে (48টি ) I 4. উচ্চ প্রযুক্তি সম্পন্ন ভারতের সর্বাধুনিক বন্দর কোনটি ? উঃ) জওহরলাল নেহেরু বন্দর I 5. নিউম্যাঙগালোর বন্দর কোন উপকূলে অবস্থিত ? উঃ) পশ্চিম উপকূলে I 6. ‘ডলফিন নোজ’ অন্তরীপ কোন বন্দরের সাথে জড়িত ? উঃ) বিশাখাপত্তনম বন্দর I 6. কাণ্ডালা বন্দরের মাধ্যমে প্রধান কোন দ্রব্য আমদানি করা হয় ? উঃ) পেট্রোলিয়াম I 7. National Shipping Board কবে গঠিত হয় ? উঃ) 1958 সালে I 8. ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র কোনটি ? উঃ) কোচিন I 9. ভারতের নবীন প্রধান বন্দরের নাম কি ? উঃ) পোর্টব্লেয়ার I 10. ভারতের অপ্রধান বন্দরের সংখ্যা কত ? উঃ) 200 এর অধিক I 11. ভারতের বৃহত্তম সেচ ক্যানেল প্রকল্প কোনটি ? উঃ) ইন্দিরা গাঁধী খাল প্রকল্প I 12. গণ্ডক প্রকল্প কোন দুই রাজ্যের যৌথ প্রকল্প ? উঃ) বিহার ও উত্তর প্রদেশ I 13. চন্দ্রপুরা থার্মাল পাওয়ার স্টেশন এর ইউনিট সংখ্যা কত ? উঃ) 5 টি I 14. কোনার ড্যাম কোন জেলায় অ

বিজ্ঞানের বিবিধ প্রশ্নবলি (পার্ট-2)

16) সাবানের রাসায়নিক নাম কি ? ➟ সোডিয়াম স্টিয়ারেট 17) টেস্টিং সল্ট এর রাসায়নিক নাম কি ? ➟ সোডিয়াম মনোগ্লুটামেট 18) পেট্রোলের অপর নাম কি ? ➟ গ্যাসোলিন 19) সিরকায় কোন এসিড থাকে ? ➟ এসিটিক এসিড 20) একোয়া রেজিয়া বা রাজঅম্ল কি ? ➟ এক মোল গাঢ় নাইট্রিক এসিড এবং তিন মোল গাঢ় হাইড্রোক্লোরিক এসিডের মিশ্রণকে রাজ অম্ল বলে ।(সোনা গলাতে কাজে লাগে) 21) বেকিং পাউডার কি ? ➟ সোডিয়াম বাই কার্বনেট , এলুমিনিয়াম সালফেট ও পটাসিয়াম হাইড্রোজেন টারটারেটের মিশ্রণকে বেকিং পাউডার বলে । 22) লাফিং গ্যাস কি ? ➟ নাইট্রাস অক্সাইডকে লাফিং গ্যাস বলে । এটি হাস্য উদ্দীপক 23) দার্শনিকের উল কি ? ➟ জিঙ্ক অক্সাইড দার্শনিকের উল নামে পরিচিত । 24) সাপের বিষে কোন ধাতুর অনু থাকে ? ➟ জিংক 25) কোন ধাতুর উপর আঘাত করলে শব্দ হয় না ? ➟ এন্টিমনি 26) বিজারক হিসেবে ক্রিয়া করে এমন একমাত্র অধাতু কোনটি ? ➟ কার্বন 27) নির্বোধের সোনা কি ? ➟ আয়রণ ডি সালফাইড 28) সবচেয়ে সক্রিয় ধাতু কি ? ➟ পটাসিয়াম

বিজ্ঞানের বিবিধ প্রশ্নবলি (পার্ট-১)

1) পৃথিবীর কাছের গ্রহ কোন টি ?>শুক্র 2) RNA তে কি থাকে না ? > থায়ামিন থাকে না । 3) RNA এর প্রধান কাজ কি ? > প্রোটিন তৈরী 4) টমেটোতে কোন এসিড থাকে ? > ম্যালিক এসিড 5) লেবুর রসে কোন এসিড থাকে ? > সাইট্রিক এসিড 6) আপেলে কোন এসিড থাকে ? > ম্যালিক এসিড 7) তেঁতুলে কোন এসিড থাকে ? > টারটারিক এসিড 8) আমলকিতে কোন এসিড থাকে ? > অক্সালিক এসিড 9) আঙ্গুরে কোন এসিড থাকে ? > টারটারিক এসিড 10) কমলালেবুতে কোন এসিড থাকে ? > এসকরবিক এসিড 11) দুধে কোন এসিড থাকে ? >ল্যাকটিক এসিড 12) কচু খেলে গলা চুলকায় কেন ? > কারণ কচুতে ক্যালসিয়াম অক্সালেট থাকে (র‍্যাফাইড) 13) রেকটিফাইড স্পিরিট কি ? ➟ 95.6% ইথাইল এলকোহল এবং 4.4% পানির মিশ্রণকে রেকটিফাইড স্পিরিট বলে । 14) ডিডিটির পূর্ণরূপ কি ? ➟ ডাই-ক্লোরো-ডাই-ফিনাইল-ট্রাই-ক্লোরো-ইথেন 15) টিএনটির পূর্ণরুপ কি ? ➟ ট্রাই নাইট্রো টলুইন

Abbreviations (ছোট শব্দের পুরো নাম)

☀Full Form Of Some technical Words » VIRUS - Vital Information Resource Under Seized. » 3G -3rd Generation. » GSM - Global System for Mobile Communication. » CDMA - Code Division Multiple Access. » UMTS - Universal Mobile Telecommunication System. » SIM - Subscriber Identity Module . » AVI = Audio Video Interleave » RTS = Real Time Streaming » SIS = Symbian OS Installer File » AMR = Adaptive Multi-Rate Codec » JAD = Java Application Descriptor » JAR = Java Archive » JAD = Java Application Descriptor » 3GPP = 3rd Generation Partnership Project » 3GP = 3rd Generation Project » MP3 = MPEG player-3 » MP4 = MPEG-4 video file » AAC = Advanced Audio Coding » GIF= Graphic Interchangeable Format » JPEG = Joint Photographic Expert Group » BMP = Bitmap » SWF = Shock Wave Flash » WMV = Windows Media Video » WMA = Windows Media Audio » WAV = Waveform Audio » PNG = Portable Network Graphics » DOC =Document (Microsoft Corporation) » PDF = Portable Document Format » M3G

ভারতের ভূগোল। বিবিধ প্রশ্নবলি

1. বর্তমানে ভারতে প্রধান বন্দরের সংখ্যা কত ? উঃ) 13 টি I 2. ভারতের গভীরতম বন্দর কোনটি ? উঃ) পারাদ্বীপ I 3. কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক বন্দর রয়েছে ? উঃ) মহারাষ্ট্রে (48টি ) I 4. উচ্চ প্রযুক্তি সম্পন্ন ভারতের সর্বাধুনিক বন্দর কোনটি ? উঃ) জওহরলাল নেহেরু বন্দর I 5. নিউম্যাঙগালোর বন্দর কোন উপকূলে অবস্থিত ? উঃ) পশ্চিম উপকূলে I 6. ‘ডলফিন নোজ’ অন্তরীপ কোন বন্দরের সাথে জড়িত ? উঃ) বিশাখাপত্তনম বন্দর I 6. কাণ্ডালা বন্দরের মাধ্যমে প্রধান কোন দ্রব্য আমদানি করা হয় ? উঃ) পেট্রোলিয়াম I 7. National Shipping Board কবে গঠিত হয় ? উঃ) 1958 সালে I 8. ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র কোনটি ? উঃ) কোচিন I 9. ভারতের নবীন প্রধান বন্দরের নাম কি ? উঃ) পোর্টব্লেয়ার I 10. ভারতের অপ্রধান বন্দরের সংখ্যা কত ? উঃ) 200 এর অধিক I 11. ভারতের বৃহত্তম সেচ ক্যানেল প্রকল্প কোনটি ? উঃ) ইন্দিরা গাঁধী খাল প্রকল্প I 12. গণ্ডক প্রকল্প কোন দুই রাজ্যের যৌথ প্রকল্প ? উঃ) বিহার ও উত্তর প্রদেশ I 13. চন্দ্রপুরা থার্মাল পাওয়ার স্টেশন এর ইউনিট সংখ্যা কত ? উঃ) 5 টি I 14. কোনার ড্যাম কোন জেলায় অ

বিভিন্ন ইনডেক্সে ভারতের রাঙ্ক (পার্ট-২)

26. Global connectivity index - 43rd 27. Good country - 70th 28. Energy security index - 90th 29. Global innovation index - 57th 30. Human development index - 131st 31. Global peace index - 137th 32. Network rediness index - 91st 33. Steel production - 2nd 34. Weathiest country - 6th 35. Global retail development index - 1st 36. FDI confidence index - 11th 37. World economic freedom index - 130th 38. Bank index - 130th 39. World disaster risk index - 77th 40. RTI act index - 4th 41. World bank logistic performance index - 35th 42. Global wind power install capacity index - 4th 43. Climate change performance index - 14th 44. Corruption perception index - 81st 45. Travel & tourism index - 68th 46. Women in politics index - 148th 47. Architecture performance index - 127th 48. Global passport index - 75th 49. Intelectual property index - 44th 50. Sustainable development index - 110th 51. E govt. development index - 96th

বিভিন্ন ইনডেক্সে ভারতের রাঙ্ক (পার্ট-১)

*#India_rank in Various Indexes* 1. Asia power index - 4th 2. Wealthiest country - 6th 3. Healthcare access & quality index (HAQ) - 145th 4. World press freedom index - 138th 5. Commonwealth innovation index - 10th 6. Energy transition index - 78th 7. World happiness index - 133rd 8. Global corruption perception index - 81st 9. Inclusive internet index - 47th 10. Global manufacturing index - 30th 11. Environmental performence index -177th 12. Global talent competativeness index - 81st 13. Ease of doing business - 100th 14. Global gender gap index - 108th 15. Richest country - 126th 16. Most trust govt.- 3rd 17. Global hunger index - 100th 18. Global human capital index - 78th 19. Global cyber security index - 23rd 20. Renewable energy index - 3rd 21. Slavery index - 4th 22. E waste index - 5th 23. Terrorism index - 8th 24. Global military index - 4th 25. Crony capitalism - 9th

বিভিন্ন জিনিষ ও তাদের আবিস্কারকের নাম

🕵️ অক্সিজেন কে আবিস্কার করেন ? ➯ জে বি প্রিস্টলি 🕵️ অণুবীক্ষণ যন্ত্র কে আবিস্কার করেন ? ➯ জেড ভ্যানসেন 🕵️ ইউরিয়া কে আবিস্কার করেন ? ➯ উহলার 🕵️ ইউরেনিয়াম কে আবিস্কার করেন ? ➯ ক্লাপ্রথ 🕵️ ইলেক্ট্রন কে আবিস্কার করেন ? ➯ স্যার জোসেফ জন থমসন 🕵️ এক্সরে কে আবিস্কার করেন ? ➯ ডব্লিউ কে রন্টজে 🕵️ এন্টিসেপ্ট চিকিত্সা কে আবিস্কার করেন ? ➯ লিস্টার লর্ড বেন্টিং 🕵️ এয়ার কন্ডিশনার কে আবিস্কার করেন ? ➯ ডব্লিউ এইচ ক্যারিয়ার 🕵️ এরোপ্লেন কে আবিস্কার করেন ? ➯ অরভিল ও উইলভার রাইট 🕵️ ওজোন কে আবিস্কার করেন ? ➯ স্কোনবীনি 🕵️ কলেরা বেসিলাস কে আবিস্কার করেন ? ➯ রবার্ট কচ 🕵️ কৃত্রিম জিন কে আবিস্কার করেন ? ➯ হরগোবিন্দ খোরানা 🕵️ কৃত্রিম তেজস্ক্রিয় মৌল কে আবিস্কার করেন ? ➯ জুলিও কুরি 🕵️ কোষ কে আবিস্কার করেন ? ➯ রবার্ট হুক 🕵️ কোষের নিউক্লিয়াস কে আবিস্কার করেন ? ➯ রবার্ট ব্রাউন ১৮৩১ সালে 🕵️ ক্যামেরা কে আবিস্কার করেন ? ➯ জর্জ ইস্টম্যান 🕵️ ক্রোমোজোম কে আবিস্কার করেন ? ➯ স্টাসবুর্গার 🕵️ ক্লোরিন কে আবিস্কার করেন ? ➯ শীলে ক্লোরোফরম কে আবিস্কার করেন ? ➯ সিম্পসন ও হ্যারিসন 🕵️ গতির

বিভিন্ন রাসায়নিক পদার্থ ও তাদের সংকেত

রাসায়নিক নাম                      সংকেত ==========                     ==== অক্সিজেন =                               O2 নাইট্রোজেন  =                             N2 ক্লোরিন   =                                 CI2 ব্রোমিন=                                    Br2 কার্বন ডাই অক্সাইড  =               CO2 জল  =                                   H2O চুনের জল=                       Ca(OH)2 হাইড্রোক্লোরিক এসিড=             HCl খাবার লবন=                          NaCl মিথেন=                                  CH4 অ্যামোনিয়া=                            NH3 ইথানল=                    CH3CH2OH তুঁতে=                      CuSO4.5H2O খাবার সোডা=                   NaHCO3 সোডিয়াম কার্বনেট=           Na2CO3 বেনজিন=                              C6H6 ম্যাগনেসিয়াম অক্সাইড=          MgO চুনা পাথর=                        CaCO3 ক্যালসিয়াম ক্লোরাইড=           CaCl2 নাইট্রিক অক্সাইড=                 HNO3 পটাসিয়াম পারম্যাঙ্গানেট=     KMnO4 পটাসিয়াম ডাইক্রোমেট=    K2Cr2O7 সালফিউরিক এসিড=   

বিগত বছরের প্রশ্ন পত্র (পার্ট-৩)wbcs

21•"ফেল করা ব্যাঙ্কের উপর ভবিষ্যতের তারিখ দেওয়া চেক" কার আগমন উপলক্ষে গান্ধীজির এই উক্তি ?(WBCS-2001,2015) উঃ-ক্রিপস্ মিশন 22•"সব লাল হো জায়েগা "-কার উক্তি?(WBCS-2004,2013) উঃ-রঞ্জিত সিং 23•"স্বরাজ আমার জন্মগত অধিকার " কে বলেছিলেন ?(WBCS-2003,200 5,2007,2012) উঃ- বাল গঙ্গাধর তিলক 24•কে বলেছিলেন "কংগ্রেস যদি দেশ বিভাগ গ্রহণ করতে ইচ্ছুক হয়,তা হবে আমার মৃতদেহের উপর দিয়ে "?(WBCS-2011) উঃ-মোহনদাস করমচাঁদ গান্ধী 25•"আগামী পঞ্চাশ বছর ভারতীয়দের একমাত্র উপাস্য দেবতা হোক ভারতমাতা" কার উক্তি?(WBCS-2008) উঃ- স্বামী বিবেকানন্দ 26•"বাংলার ঘরে যত ভাই-বোন এক হউক, হে ভগবান " কে লিখেছিলেন?(WBCS-2008) উঃ-রবীন্দ্রনাথ ঠাকুর 27•"আমি আপনাদের একটি মুসলমান প্রদেশ দিতেছি"- বলেছিলেন?(WBCS-2007) উঃ-লর্ড কার্জন 28•"We shall make the settled fact unsettled" কার উক্তি ?(WBCS-2006) উঃ -সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায় 29•"আমার কথা দিয়ে নয়, কাজ দিয়ে আমাকে বিচার করুন" কে বলেছিলেন?(WBCS-2006) উঃ-লর্ড রিপন 30•&

বিগত বছরের প্রশ্ন পত্র (part-4) (WBCS)

31•"শিক্ষা অপেক্ষা করিতে পারে কিন্তু স্বরাজ নয় " উক্তিটি কার ?(WBCS-2005) উঃ- সি আর দাস 32•"মায়ের দেওয়া মোটা কাপড়, মাথায় তুলে নেরে ভাই " -কোন চরন কবি গেয়েছেন?(WBCS-2005) উঃ-মুকুন্দ দাস 33•"We have nothing to fear but fear itself" উক্তিটি কার?(WBCS-2005) উঃ-জওহরলাল নেহেরু 34•"রাম রহিম এক হ্যায়, নাম ধরা হ্যায় দো "সুলতানি যুগে একথা কে ঘোষনা করেছিলেন?(WBCS-2004) উঃ-কবির 35•দীন-ই-ইলাহী ছিল "আকবরের নির্বুদ্ধিতার চরম নিদর্শন " কে বলেছেন ?(WBCS-2004) উঃ- ভিনসেন্ট ‌‌Smith 36•"পচনশীল ক্ষয়ে যাওয়া গাছের গোড়াতে যদি আমরা কুঠারাঘাত করি,ডালপালা গুলি নিজের থেকেই খসে পড়বে "-এটি কার উক্তি?(WBCS-2002) উঃ-প্রথম বাজীরাও 37•1857 সালের মহাবিদ্রোহকে "একটি পরিকল্পিত স্বাধীনতার যুদ্ধ " এই বলে কে অভিহিত করেন?(WBCS-2002) উঃ-বিনায়ক দামোদর সাভারকর 38•আদি কংগ্রেসের সম্মেলনকে "তিন দিনের তামাসা " বলে কে উক্তি করেন?(WBCS-2001) উঃ-অশ্বিনী কুমার দত্ত 39•"Let a hundred flowers bloom" উক্তিটি কার?(WBCS-200

বিগত বছরের প্রশ্ন পত্র (পার্ট 2)

11•"হিন্দুস্থানের তোতাপাখী "কোন সুলতানি কবিকে বলা হয় ?(WBCS-2009) উঃ - আমির খসরু 12•"সীমান্ত গান্ধী "নামে কে পরিচিত?(WBCS-2009) উঃ-আব্দুল গফফর খাঁন 13•মুঘল ভারতে কে "জিন্দাপীর" নামে পরিচিত ?(WBCS-2004,2008) উঃ-ঔরঙ্গজেব 14•"অন্ধ্র কবিতার পিতামহ" কাকে বলা হয়?(WBCS-2007) উঃ-পেদ্দন 15•সুলতানি যুগে" প্রকৃত রাজা " কে ছিলেন?(WBCS-2007) উঃ-ইলতুৎমিস 16•"কাকাসাহেব " নামে কে পরিচিত?(WBCS-2006) উঃ- জি ভি জোশি 17• কোন ভাইসরয়কে "উজ্বল বিফলতা " বলা হয়?(WBCS-2006) উঃ-লর্ড লিটন 18•"আধুনিক ভারতের প্রবক্তা " কাকে বলা হয়?(WBCS-2006) উঃ- রাজা রামমোহন রায় 19•"ভারতের চমৎকার বৃদ্ধ " কাকে বলা হয়?(WBCS-2002,2004) উঃ-দাদাভাই নৌরজী 20•"ভারতের অর্ধনগ্ন ফকির " ব্রিটিশ প্রধানমন্ত্রি কার সম্বন্ধে বলেছেন?(WBCS-2005) উঃ- মোহনদাস করমচাঁদ গান্ধী

বিগত বছরের প্রশ্নপত্র (Part-1) (WBCS)

#Previous_Years_question 1• কাকে" ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী" বলা হয়?(WBCS-2015) উঃ-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 2•লর্ড মাউন্টব্যাটেন কাকে 'একাই এক সীমান্ত বাহিনী ' বলে উল্লেখ করেছেন ?(WBCS-2015) উঃ-মোহনদাস করমচাঁদ গান্ধী 3•কোন গুপ্ত শাসক 'বিক্রমাদিত্য' নামে পরিচিতি ?(WBCS-2013) উঃ- দ্বিতীয় চন্দ্রগুপ্ত 4•তাঁর শিলালিপিতে অশোক নিজেকে কী বলে অভিহিত করে?(WBCS-2013) উঃ-দেবনামপ্রিয় প্রিয়দর্শি 5•গুপ্ত বংশের কোন রাজা "লিচ্ছবিদৌহিত্র " নামে পরিচিত ?(WBCS-2012) উঃ-সমুদ্রগুপ্ত 6•কাকে বলা হয় " ভারতীয় রেনেশাঁসের ভোরের শুকতারা " ?(WBCS-2011) উঃ-রাজা রামমোহন রায় 7•কে 'অমিত্রঘাত' নামে পরিচিত ?(WBCS-2011) উঃ-বিন্দুসার 8•"সনাতনপন্থী সংস্কারক " কাকে বলা হয় ?(WBCS-2010) উঃ-বিদ্যাসাগর 9•"ভারতীয় বিপ্লবীদের জননী" নামে কে খ্যাত ?(WBCS-2001,200 4,2005,2010) উঃ-মাদাম কামা 10•ভারতের 'লৌহমানব ' কাকে বলা হয় ?(WBCS-2009) উঃ-সর্দার বল্লভভাই প্যাটেল

ভারতের ভূগোল (পার্ট-৪)

1. বর্তমানে ভারতে প্রধান বন্দরের সংখ্যা কত ? উঃ) 13 টি I 2. ভারতের গভীরতম বন্দর কোনটি ? উঃ) পারাদ্বীপ I 3. কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক বন্দর রয়েছে ? উঃ) মহারাষ্ট্রে (48টি ) I 4. উচ্চ প্রযুক্তি সম্পন্ন ভারতের সর্বাধুনিক বন্দর কোনটি ? উঃ) জওহরলাল নেহেরু বন্দর I 5. নিউম্যাঙগালোর বন্দর কোন উপকূলে অবস্থিত ? উঃ) পশ্চিম উপকূলে I 6. ‘ডলফিন নোজ’ অন্তরীপ কোন বন্দরের সাথে জড়িত ? উঃ) বিশাখাপত্তনম বন্দর I 6. কাণ্ডালা বন্দরের মাধ্যমে প্রধান কোন দ্রব্য আমদানি করা হয় ? উঃ) পেট্রোলিয়াম I 7. National Shipping Board কবে গঠিত হয় ? উঃ) 1958 সালে I 8. ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র কোনটি ? উঃ) কোচিন I 9. ভারতের নবীন প্রধান বন্দরের নাম কি ? উঃ) পোর্টব্লেয়ার I 10. ভারতের অপ্রধান বন্দরের সংখ্যা কত ? উঃ) 200 এর অধিক I 11. ভারতের বৃহত্তম সেচ ক্যানেল প্রকল্প কোনটি ? উঃ) ইন্দিরা গাঁধী খাল প্রকল্প I 12. গণ্ডক প্রকল্প কোন দুই রাজ্যের যৌথ প্রকল্প ? উঃ) বিহার ও উত্তর প্রদেশ I 13. চন্দ্রপুরা থার্মাল পাওয়ার স্টেশন এর ইউনিট সংখ্যা কত ? উঃ) 5 টি I 14. কোনার ড্যাম কোন জেলায় অ

ভারতের ভূগোল (পার্ট-১)

১।পশ্চিমবঙ্গের কোথায় উলফ্ৰাম খনিজ পদার্থ পাওয়া যায় – বাঁকুড়া জেলার ঝিলিমিলিতে। ২।পশ্চিমবঙ্গের গড় বার্ষিক বৃষ্টিপাতের। পরিমাণ কত – ১৭৫. সেন্টিমিটার। ৩। নীলগিরি পার্বত্য অঞ্চলের আদিবাসীদের কী বলে – টোডা। ৪। গর্জনকোন শ্রেণির বৃক্ষ – পাতাঝরা বা, পর্ণমােচী বৃক্ষ। ৫।তিব্বতে যাওয়ার জন্য কোন গিরিপথটি সিকিম রাজ্যে আছে— নাথুলা। ৬। রাজস্থানের সমান্তরাল বালিয়াড়ির মধ্যবর্তী লম্বা হ্রদকে কী বলা হয় – ধান্দ। ৭।তুঙ্গভদ্রা বাঁধ প্রকল্পটি কোন রাজ্যে আছে- কর্ণাটকে। ৮।ক্ৰান্তীয় চিরহরিৎ অরণ্য কোন রাজ্যে নেই – হিমাচল প্রদেশে। ৯। নােয়াভেলি তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে আছে – তামিলনাড়ু। ১০। পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি – কোদাইকানাল। ১১। ভারতের কোথায় সােনা ও হিরের খনি আছে – পান্না ও কোলার। ১২। ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষার কেন্দ্রটি কোন উপকূলে আছে – পূর্ব উপকূলে। ১৩। পশ্চিমবঙ্গের কোন জেলার একটি অঞ্চল দিয়ারানামে পরিচিত – মালদহ। ১৪। কলকাতা শহর কত দ্রাঘিমায় অবস্থিত। – ৮৮/, পূর্ব। ১৫। সুবর্ণসিরি ও ধানসিরি কোন নদীর উপনদী – ব্ৰহ্মপুত্ৰ। ১৬।আত্ৰেয়ী বা, আত্রাই নদীর তীরে আছে

ভারতের ভূগোল (পার্ট-৩)

৫১। তুঙ্গভদ্ৰা প্ৰকল্প কোন-কোন রাজ্যের । যৌথ উদ্যোগে গড়া – আন্ধ্রা প্রদেশ ও কর্ণাটক। ৫২। ভারতের কোন রাজ্যে প্রথম নিউক্লিয়ার পাওয়ার প্লান্টতৈরি হয় – মহারাষ্ট্র। ৫৩। কোন পারমাণবিক শক্তি কেন্দ্র পুরােপুরি দেশীয় প্রযুক্তিতে তৈরি – কালপক্কম। ৫৪। কোন রাজ্যে সব থেকে বেশি জলবিদ্যুৎ উৎপাদিত হয় – কৰ্ণাটক। ৫৫। হিনললা জলসেচ প্রকল্প পশ্চিমবঙ্গের কোন জেলায় রয়েছে – বীরভূম। ৫৬। তিস্তা-মহানদীর সংযােজক খাল পশ্চিমবঙ্গের কোন জেলায় আছে – জলপাইগুড়ি। ৫৭। ন্যাশনাল ইনস্টিটিউট অফ : ওসানােগ্রাফি কোথায় আছে – পানাজি। ৫৮। তালকী – হিমালয়ে অবস্থিত হিমবাহ। জলপুষ্ট হ্রদকে তালবলা হয়। ৫৯। কয়েকটি তলের উদাহরণ দিন – নৈনিতাল, ভীমতাল, ওকুচিয়াতাল, সাততাল, পুনাতাল ইত্যাদি। ৬০। গঙ্গোত্রী হিমবাহের উচ্চতা কত – ৬,৬১৪ মিটার। ৬১। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি মাউন্ট আবু। ৬২। বানম কার উপনদী চম্বল নদীর। ৬৩। মধ্য প্রদেশের রাজধানী ভূপাল কোন দুটি নদীর মধ্যে অবস্থিত – বেতােয়া ও ওপাধতী ৬৪। দোদাবেতা ও মাকুর্তি কোন পর্বতে অবস্থিত নীলগিরি। ৬৫। পশ্চিমঘাট পর্বতের উচ্চতম শৃঙ্গগুলির নাম কী – হরিশ্চন্দ্রগড়,

ভারতের ভূগোল (পার্ট-২)

২৬। হুভু জলপ্রপাত কোন নদী থেকে সৃষ্ট – সুবর্ণরেখা। ২৭। সিয়াচেন হিমবাহ কোন পর্বতমালার অংশ – কারাকোরাম। ২৮। রাজস্থানের মরুস্থলীতে চলন্ত বালিয়াড়িকে কী বলে – থ্রিয়ান। ২৯। ভারত ও ভূটানের সীমান্ত শহরের নাম কী – ফুন্টশলিং। ৩০। নর্মদা নদী কোন পর্বত থেকে উৎপন্ন হয়েছে – মহাকাল । ৩১। সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী – ধূপগড়। ৩২। কোলার হ্রদ কোন দুটি নদীর সংযােগ স্থলে আছে – কৃষা ও গােদাবরী। ৩৩। ভেম্বানাদ উপহ্রদ আছে কোন উপকূলে । – মালাবার। ৩৪। গঙ্গার ডান তীরের উপনদী কোনটি — শোন। ৩৫। পাংগাং হ্রদ আছে কোথায় – লাদাখ । ৩৬। জাতীয় বননীতি কত সালে গৃহীত হয় – ১৯৫২ সালে। ৩৭।পডসল মৃত্তিকা কোন অঞ্চলে দেখা যায় – পশ্চিম হিমালয়। ৩৮। সিন্ধু নদের প্রধান উপনদী কোনটি – শতদ্ৰু ৩৯। প্রাচীন পলি দিয়ে গঠিত মৃত্তিকাকে কী বলে – ভাঙ্গর। ৪০। ভারতের কোন ইস্পাত কারখানার উৎপাদন ক্ষমতা সর্বাধিক – বােকারাে। ৪১। ভিলাই ইস্পাত কারখানা কোন দেশের সহায়তায় তৈরি হয় – রাশিয়া।। ৪২। ভারতের অভ্র কোথায় সর্বাধিক পাওয়া যায় – বিহার। ৪৩। পামির মালভূমি ভারতের কোন দিকে রয়েছে – উত্তর-পশ্চিম দিকে। ৪৪। শিব

বিভিন্ন বিষয় ও তাদের জনক (পার্ট-২)

☞ জীবাণুবিদ্যার জনক কে ? → লুই পাস্তুর ☞ জ্যামিতির জনক কে ? →ইউক্লিড ☞ দর্শনশাস্ত্রের জনক কে ? →সক্রেটিস ☞ প্রাণিবিজ্ঞানের জনক কে ? →এরিস্টটল ☞ বংশগতি বিদ্যার জনক কে? → গ্রেগর জোহান মেন্ডেল ☞ বাংলা উপন্যাসের জনক কে? →বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়। ☞ বাংলা কবিতার জনক কে? →মাইকেল মধুসূদন দত্ত। ☞ বাংলা গদ্যের জনক কে? →ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ☞ বাংলা নাটকের জনক কে? →দীন বন্ধু মিত্র। ☞ বিজ্ঞানের জনক কে ? → থেলিস ☞ বীজগণিতের জনক কে ? →আল-খাওয়ারিজম ☞ ভূগোলের জনক কে ?→ইরাতেস্থিনিস ☞ মনোবিজ্ঞানের জনক কে ?→উইলহেম উন্ড ☞ শারীরবিদ্যার জনক কে ?→উইলিয়াম হার্ভে ☞ শ্রেণিবিদ্যার জনক কে ?→ক্যারোলাস লিনিয়াস ☞ সামাজিক বিবর্তনবাদের জনক কে? →হার্বাট স্পেন্সর। ☞ সমাজবিজ্ঞানের জনক কে ?→অগাস্ট কোৎ

বিভিন্ন বিষয় ও তাদের জনক (পার্ট-১)

কিছু জনক পরিচিতিঃ …………………………………………… ☞ রাষ্ট্রবিজ্ঞানের জনক কে ? → এরিস্টটল ☞ আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক কে ? নিকোলো মেকিয়াভেলী ☞ ইংরেজি নাটকের জনক কে? → শেক্সপিয়র। ☞ ইতিহাসের জনক কে ? → হেরোডোটাস ☞ ইন্টারনেটের জনক কে ? → ভিনটন জি কার্ফ ☞ WWW এর জনক কে ? → টিম বার্নাস লি । ☞ ই-মেইল এর জনক কে ? → রে টমলি সন। ☞ অর্থনীতির জনক কে ? → এডামস্মিথ ☞ আধুনিক অর্থনীতির জনক কে ? → পল স্যামুয়েলসন ☞ আধুনিক গণতন্ত্রের জনক কে ? → জন লক ☞আধুনিক জোর্তিবিজ্ঞানের জনক কে? → কোপার্নিকাস ☞ আধুনিক মনোবিজ্ঞানের জনক কে ? → সিগমুন্ড ফ্রয়েড → এলান এমটাজ ☞ উদ্ভিদবিজ্ঞানের জনক কে ? →থিওফ্রাস্টাস ☞ এনাটমির জনক কে ? → আঁদ্রে ভেসালিয়াস ☞ ক্যালকুলাসের জনক কে? →আইজ্যাক নিউটন। ☞ গণিতশাস্ত্রের জনক কে ? →আর্কিমিডিস ☞ চিকিত্সাবিজ্ঞানের জনক কে ? →হিপোক্রেটিস

সাধারণ জ্ঞান ( পার্ট-১)

উত্তর সঙ্গে 200 সাধারণ জ্ঞান প্রশ্ন  >>>>>>>>>>>>>>>>>>>>>>>>  1. প্রধানমন্ত্রীর মেয়াদে কোন ম্যান্ডল কমিশন কার্যকর হয়েছিল?  উত্তর - ভি। পি। সিং  2. এসএআরসি কি?  উত্তর - ভাইরাল রোগের রোগ  3. ভারত সবুজ বিপ্লবের পিতা  উত্তর: এমএস।  স্বামীনাথন  4. হোয়াইট বিপ্লব উদ্বিগ্ন।  উত্তর: দুধ থেকে  5. গোধার জন্য বিখ্যাত কি?  উত্তর: ট্রেনে মানুষ পুড়িয়ে দিতে  6. শেষ মুগল শাসক কে ছিলেন?  উত্তর - বাহাদুর শাহ জাফর  7. সাটি অভ্যাসের বিরোধিতা করেন কে?  উত্তরঃ রাজা রাম মোহন রায়  8. ওবিসি পূর্ণ ফর্ম কি।  উত্তর - অন্যান্য ব্যাকওয়ার্ড ক্লাস  কেন সেল বিখ্যাত?  উত্তর: ইস্পাত উত্পাদন জন্য।  10. কেন ডিমান্ড খসড়া অতিক্রম করা হয়?  উত্তর - যাতে শুধুমাত্র ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ প্রদান করা যেতে পারে।  11. পুস্কর মেল কোথায় দেখেন?  উত্তর: - জয়পুর  1২. আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠা কোথায় ছিল?  উত্তর - সিঙ্গাপুর  13. এই অঞ্চলের ক্ষেত্রে ভারত বিশ্বের স্থান।  উত্তর - সপ্তম  14. জাকির হোসেন উদ্বি

ভারতের সংবিধান (পার্ট-2)

🥝26) রাস্ট্রপতির মৃত‍্যু হলে, রাস্ট্রপতির দায়িত্ত কে পালন করেন - উপরাস্ট্রপতি। 🍑27) রাজ‍্যসভার চেয়ারম‍্যান - উপরাস্ট্রপতি। 🍒28) কত সালে প্রথম জাতীয় জরুরী অবস্থা জারি কর হয়েছিল - 1965 সালে। 🍊29) কোন ব‍্যাক্তি সংসদের সদস‍্য না হয়েও মন্ত্রীপরিষদের সদস‍্য হতে পারেন সর্বাধিক কত দিনের জন‍্য - ছয় মাস। 🍍30) কোন প্রধান মন্ত্রী তার কার্যকালে কখনোই সংসদে উপস্থিত থাকেন নি - চৌধুরী চরন সিং। 🍈31) রাজ‍্যসভার সর্বচ্চ সদস‍্য সংখ‍্যা - 250 জন। 🍏32) রাজ‍্যসভার সদস‍্যরা কত বছরের জন‍্য নির্বাচিত হন - 6 বছর। 🍉33) কে লোকসভা ও রাজ‍্যসভার যৌথ অধিবেশন ডাকেন - রাস্ট্রপতি। 🍏34) কোন বিল অর্থবিল কিনা তার সিদ্ধান্ত নেন - লোকসভার  স্পিকার ॥ 🍊35) কোন বিলটি সংসদে পেশের আগে রাস্ট্রপতির আগাম অনুমোদন প্রয়োজন হয় - অর্থবিল। 🥦36) লোকসভার প্রথম স্পিকার - জি ভি মাভালাঙ্কার। 🥝37) কে লোকসভা পরিচালনা করেন - লোকসভার স্পিকার। 🍏38) সুর্পীমকোর্টের বিচারপতিগন কত বছর বয়স প্রযন্ত পদে বহাল থাকেন - 65 বছর। 🍊39) কে রাজ‍্যের কার্য নির্বাহক প্রধান - রাজ‍্যপাল। 🍏40) রাজ‍্যপাল তার কার্যাবলীর জন‍্য কা

ভারতের সংবিধান( পার্ট-1)

🍀1) কত নং ধারায় সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে - 368 নং ধারা। 🍀2) প্রথম সংবিধান সংশোধন করা হয় - 1951 সালে। 🌺3) জম্মু কাশ্মীরের সংবিধান কার্যকর হয় - 1957 সালের 26 জানুয়ারী। 🌻4) কাশ্মীর চুক্তি হয়েছিল - 1975 সালে 🌳5) 370 ধারা প্রযোয‍্য - জম্মু ও কাশ্মীরে। 🌺6) জম্মু ও কাশ্মীর ভারতভুক্ত হয় - 1947 সালের 26 অক্টবর। 🍁7) জম্মু ও কাশ্মীরে 370 ধারা কার্যকর হয় - 1952 সালের 26 জানুয়ারী। 🌎8) ভারতীয় সংবিধানে বর্তমানে তফশীল সংখ‍্যা - 12 টি। 🍏9) ভারতীয় সংবিধানের মুখবন্ধ এখন প্রযন্ত কতবার সংশোধিত হয়েছে? - একবার। 🍓10) সর্বনিম্ন কতদিন ভারতে থাকলে একজন ব‍্যাক্তি ভারতের নাগরিকত্বের জন‍্য আবেদন করতে পারেন - পাঁচ বছর 🍊11) ভারতীয় সংবিধানে বর্তমানে মৌলিক অধিকারের সংখ‍্যা কয়টি - 6 টি। 🍎12) কত ধারা মতে সুর্পীমকোর্ট নাগরিকের মৌলিক অধিকার রক্ষার জন‍্য লেখ জারি করে - 32 ধারা। 🍋13) ব‍্যাক্তি স্বাধীনতা রক্ষার জন‍্য একজন নাগরিক কার কাছে যাবেন - সুর্পীমকোর্ট। 🥥14) কত সালে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয় - 1978সালে। 🍍15) কত সালে ভারতীয় নাগরিকের মৌলিক