ভূগোলের আরো কিছু প্রশ্নোত্তর

:🌷🌷🌷 ভূগোল 🌷🌷🌷🌷:

1 . মঙ্গল গ্রহকে লাল দেখায় কেনাে ?
উত্তরঃ iron oxide এর আধিক্যের জন্য।
2 . কোন গ্রহকে নীল গ্রহ বলা হয় ?
উত্তরঃ পৃথিবী।
3 . মহাকাশচারীদের চোখে মহাকাশের রং কেমন দেখায় ?
উত্তরঃ ঘাের কালাে।
4 . সৌরজগতের উষ্ণতম গ্রহ ?
উত্তরঃ শুক্র ।

5 . পৃথিবীর নিকটতম গ্রহ ?
উত্তরঃ শুক্র।
6 . সূর্য এর নিকটতম গ্রহ ?
উত্তরঃ বুধ।
7 . টাইটান কোন গ্রহের বৃহত্তম গ্রহ ?
উত্তরঃ শনি।
8 . সূর্য ও সৌরজগতের গ্রহগুলি কোন ছায়াপথের মধ্যে অবস্থিত ?
উত্তরঃ আকাশগঙ্গা।
9 . ফোবােস ও ডিমােস কোন গ্রহের উপগ্রহ ?
উত্তরঃ মঙ্গলl

10 . ডেসপিনা কোন গ্রহের উপগ্রহ ?
উত্তরঃ নেপচুন।
11 . কোন গ্রহের উপগ্রহ বেশি ?
উত্তরঃ শনি।
12 . কোন গ্রহ পূর্ব থেকে পশ্চিমে ঘােরে ?
উত্তরঃ শুক্র ও ইউরেনাস।
13 . পৃথিবীর যমজ গ্রহ ?
উত্তরঃ শুক্র ।
14 . সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ কোনটি ?
উত্তরঃ বৃহস্পতির গানিমিড।
15 . সূর্যের সবচেয়ে বাইরের স্তর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহনের সময় যেটি দেখা যায় ?
উত্তরঃ করােনা ।