পশ্চিমবঙ্গের ভূগোল (পার্ট-২)

৪৬। কৃষ্ণনগর বিখ্যাত – মৃৎ শিল্পের জন্য ।
৪৭। জলপাইগুড়ি শহর অবস্থিত – মহানন্দা ও বালাসন নদীর তীরে ।
৪৮। শংকরপুর একটি – মৎস্য বন্দর ।
৪৯। বাংলায় প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয় অবস্থিত – কলকাতায় (বেলগাছিয়া) ।
৫০। লোথিয়ান আইল্যান্ড অভয়ারণ্যটি অবস্থিত – দক্ষিণ 24 পরগনায় ।
৫১। বক্সা অভয়ারণ্যটি স্থাপিত হয় – 1986 সালে ।
৫২। বার্ড ফ্লু নির্ণয় কেন্দ্রটি অবস্থিত – কলকাতার বেলগাছিয়ায় ।
৫৩। দমদম বিমান বন্দরের পত্তন হয়েছিল – 1875 সালে ।
৫৪। বাংলায় ধানের বউল বলা হয় – বর্ধমানকে ।
৫৫। জয়ন্তি হল – সংরক্ষিত বনভূমি ।
৫৬। সুন্দরবন হল – সুরক্ষিত বনভূমি ।
৫৭। খোয়াই অঞ্চল দেখা যায় – বীরভূম জেলায় ।
৫৮। উত্তর ও দক্ষিণ দিনাজপুরের অধিক কাদাযুক্ত মাটি – খিয়র নামে পরিচিত ।
৫৯। তাল শব্দের অর্থ – জলাভূমি ও নিম্নভূমি ।
৬০। সুন্দরবনের যেসব অঞ্চলে কৃষিকাজ হয়, তাকে – আবাদ বলে ।