ভূগোলের কিছু প্রশ্নোত্তর (পার্ট-১)

৬১। বাংলায় সবচেয়ে কম বৃষ্টি হয় – বীরভূমের ময়ূরেশ্বরে ।
৬২। বাংলায় সবচেয়ে বেশি উষ্ণতা দেখা যায় – আসানসোলে ।
৬৩। মৌসুমি রাজ্য বলা হয় – বাংলাকে ।
৬৪। খরার জেলা বলা হয় – পুরুলিয়াকে ।
৬৫। বাংলায় সর্বাধিক বৃষ্টিপাত হয় – বক্সা ডুয়ার্সে ।
৬৬। করোনেশন ব্রিজ অবস্থিত – তিস্তা নদীর ওপর
৬৭। কানা নদীর মধ্যবর্তী ও শেষ অংশের নাম – কুন্তী নদী ।
৬৮। দামোদরের প্রধান উপনদীর নাম – বরাকর ।
৬৯। সুন্দরবন অঞ্চলের বৃহত্তম জলবহনকারী নদী হল – মাতলা ।
৭০। অজয়নদ -এর উৎপত্তি – দুমকা উচ্চভূমি থেকে ।
৭১। 2011 জনগণনা অনুসারে বাংলার বেশি জনসংখ্যাযুক্ত জেলা হল – উত্তর 24 পরগনা (10082852 জন) ।
৭২। 2011 জনগণনা অনুসারে বাংলার কম জনসংখ্যাযুক্ত জেলা হল – দক্ষিণ দিনাজপুর (1670931 জন)
৭৩। 2011 জনগণনা অনুসারে বাংলার জনসংখ্যা ছিল – 91347736 জন (পুরুষ=46927389জন এবং মহিলা=44420347 জন) ।
জনসংখ্যা বৃদ্ধির হার এক দশকে = 13.93%
৭৬। রাজ্যে স্ত্রী ও পুরুষের অনুপাত – 947:1000
৭৭। রাজ্যে সাক্ষরতার হার = 77.08% (পুরুষ -82.67% এবং স্ত্রী – 71.16%) ।
৭৮। রাজ্যে শিক্ষার হার বেশি – পূর্ব মেদনীপুর জেলায় (87.66%) ।
৭৯। রাজ্যে শিক্ষার হার কম – উত্তর দিনাজপুর জেলায় (60.13%) ।
৮০। বাংলার দুটি SEZs হল – হলদিয়া ও আসানসোল শিল্পাঞ্চল ।