বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নবলি (পার্ট-২)

২৬) ক্যালামাইন কার আকরিক ? =জিঙ্ক ।
২৭) নিউট্রন কে আবিষ্কার করেন ? =স্যাডুইক ।
২৮) ১ হর্ষ-পাওয়ার সমান কত ওয়াট ? = ৭৪৬ ওয়াট।
২৯) কিসের মিশ্রনে সোডা - ওয়াটার তৈরি করা হয় ? =কার্বন-ডাই-অক্সাইড ও জল।
৩০) পদ্ম পাতায় জলবিন্দু চকচক করে কেন ? =আলোর আভ্যন্তরীণ পূর্ন প্রতিফলন।
৩১) নেদারল্যান্ডস এর রাজধানীর নাম কি ? =আর্মাস্টারডাম ।
৩২) সাতপুরা কোন শ্রেনীর পর্বত ? =স্তূপ পর্বত।
৩৩) কোয়ার্টজাইট রেপান্তরিত হয়ে কোন শিলাতে পরিনত হয় ? =বেলেপাথর।
৩৪) টাইফুন কোথাকার ঝড় ?= চীন সাগর।
৩৫) কোন বায়ুকে বানিজ্য বায়ু বলে ? =আয়ন বায়ু।
৩৬) রোম কোন নদীর তীরে অবস্থিত ? ="টাইবার ।
৩৭) বীরজোর কোথাকার উপজাতি ? =মধ্যপ্রদেশ।
৩৮) ঘানা পাখিরালয় কোন রাজ্যে অবস্থিত ? =রাজস্থান ।
৩৯) মথুরা কোন নদীর তীরে অবস্থিত ? =যমুনা নদী।
৪০) কোন গ্রহের ঘনত্ব সব থেকে কম ? =শনি।
 ৪১) বাংলার প্রথম নির্বাচিত রাজা কে ছিলেন ? =গোপাল ।
৪২)পরশুরাম কার ছদ্মনাম ? =রাজশেখর বসু ।
৪৩) ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত ? =দেরাদুন ।
৪৪) কোন গ্যাসটি সব অ্যাসিডে থাকে ? =হাইড্রোজেন।
৪৫) আন্তর্জাতিক মহিলা দিবস পালিত হয় কত তারিখ ? = ৮ ই মার্চ।