ভারতের সংবিধান (পার্ট-২)

প্রশ্ন ২৬:  বর্তমানে কোনটি আর মৌলিক অধিকার নয় ?
উত্তর :  সম্পত্তির অধিকার।

প্রশ্ন ২৭:  সংবিধানের কততম সংশোধনীর সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয় ?
উত্তর :  44 তম সংবিধান সংশোধনী।

প্রশ্ন ২৮:  বর্তমানে সম্পত্তির অধিকার কি অধিকার ?
উত্তর :  আইনে অধিকার।

প্রশ্ন ২৯:  সংবিধানের কোন অধ্যায়ে মৌলিক অধিকার প্রণীত আছে ?
উত্তর :  তৃতীয় অধ্যায়।

প্রশ্ন ৩০:  কত সালে সিকিম পূর্ণাঙ্গ রাজ্য হিসাবে মর্যাদা লাভ করে ?
উত্তর :  1975 খ্রিস্টাব্দে।

প্রশ্ন ৩১:   ভারতে নাগরিকত্ব আইন কত সালে প্রবর্তিত হয় ?
উত্তর :  1955 সালে।

প্রশ্ন ৩২:  ভারতীয় সংবিধানের কোন অধ্যায়ে মৌলিক অধিকার ঘোষণা আছে ?
উত্তর :  তৃতীয় অধ্যায় ও অনুচ্ছেদ নাম্বার 12 থেকে 35।

প্রশ্ন ৩৩:  ভারতীয় নাগরিককে মূল সংবিধানে কয়টি মৌলিক অধিকার দেওয়া আছে ?
উত্তর :  সাতটি।

প্রশ্ন ৩৪:  বর্তমানে নাগরিকদের মৌলিক অধিকার আছে ?
উত্তর :   6 টি।

প্রশ্ন ৩৫:  অস্পৃশ্যতা দূরীকরণ কোন অনুচ্ছেদে আছে
উত্তর :17 নম্বর অনুচ্ছেদে।

প্রশ্ন ৩৬:  স্বাধীনতার অধিকার সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে ?
উত্তর :  19 নম্বর অনুচ্ছেদে।

প্রশ্ন ৩৭:  সংস্কৃতি ও শিক্ষার অধিকার সংবিধানের কোন ধারায় ঘোষণা করা হয়েছে ?
উত্তর :  29 ও 30 নম্বর ধারায়

প্রশ্ন ৩৮:  কয়টি মৌলিক কর্তব্য সংবিধানে বর্ণিত আছে ? 
উত্তর :  10 টি

প্রশ্ন ৩৯:   মৌলিক কর্তব্য সংযোজন কোন দেশের অনুকরণে করা  হয়েছে  ?
উত্তর :  রাশিয়া

প্রশ্ন ৪০:  ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে CAG এর সম্পর্কে বলা হয়েছে

উত্তর :  148 থেকে 191 নম্বর অনুচ্ছেদে

প্রশ্ন ৪১:  নির্বাচন কমিশনের নিয়োগ যোগ্যতা সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী হয় ?
উত্তর :  324 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী

প্রশ্ন ৪২:  রাষ্ট্রের জরুরি অবস্থা সংক্রান্ত আইন সংবিধানের কোন অনুচ্ছেদে আছে ?
 উত্তর :  352 থেকে 360 নম্বর অনুচ্ছেদ

প্রশ্ন ৪৩:  বহিঃশত্রুর আক্রমণের  কারণে সংবিধানের কোন ধারা অনুযায়ী জরুরি অবস্থা ঘোষণা করা হয় ?
উত্তর :  352 নম্বর ধারা অনুযায়ী

প্রশ্ন ৪৪:  রাজ্য শাসন সংক্রান্ত অচল অবস্থার জন্য জরুরি অবস্থা ঘোষণা করা কোন ধারা অনুযায়ী হয় ?
উত্তর :  356 নম্বর ধারা অনুযায়ী

প্রশ্ন ৪৫:  জরুরি অবস্থা ঘোষণা করা হয় সংবিধানের কোন  ধারা অনুযায়ী ?
উত্তর :  360 নং ধারা অনুযায়ী

প্রশ্ন ৪৬:  সংবিধান সংশোধন করার নিয়মাবলী কোন অনুচ্ছেদে বর্ণিত হয়েছে ?
উত্তর :  368 নম্বর ধারায়

প্রশ্ন ৪৭:  সংবিধানের কোন ধারায় জম্মু-কাশ্মীর বিশেষ সংস্থান রক্ষিত হয়েছে ? উত্তর :  370 নম্বর ধারায়

প্রশ্ন ৪৮:  সংবিধানের কোন কোন ধারায় তপশিলি জাতিদের জন্য বিশেষ ব্যবস্থা ঘোষণা আছে ? 
উত্তর :  244 ও 244 ক নম্বর ধারায়

  প্রশ্ন ৪৯:  মূল সংবিধানে কয়টি তপশিল ছিল ?
উত্তর :  8 টি

প্রশ্ন ৫০:  রাষ্ট্রপতি কাদের ভোটে নির্বাচিত হন ?
উত্তর :  লোকসভা রাজ্যসভা ও বিধানসভা সদস্যদের ভোটে