বিবিধ প্রশ্নবলি (পার্ট-৩)

৩১) পোলিও রোগটির আক্রান্ত স্থান কোনটি? =স্নায়ুতন্ত্র।
৩২) বসন্ত রোগের টিকা কে আবিষ্কার করেন? =জেনার।
৩৩) মানুষের জননকোষে ক্রোমোজোমের সংখ্যা কত? = ২৩ জোড়া।
৩৪) কোন কোষিয় অঙ্গানু প্রোটিন সংশ্লেষে সাহায্য করে? =রাইবোজোম।
৩৫) নিউমোনিয়া কি ঘটিত রোগ? =ব্যাকটেরিয়া।
৩৬) স্নেহজাতীয় খাদ্য সঞ্চয়কারী প্লাস্টিড কে কি বলে? = এলাইওপ্লাস্ট।
৩৭) "রানিখেত" - কিসের রোগ?= পোলট্রি।
৩৮) আমাদের দেহে কোন কলার আধিক্য সব থেকে বেশি? =পেশি কলা।
৩৯) কোন ভিটামিন রক্ত তঞ্চনে সাহায্য করে? =ভিটামিন কে।
৪০) মানব শরীরের কোথায় ইউরিয়া উৎপন্ন হয়? =যকৃত।
৪১) পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্য ভুক্ত করেন কে? =ডালহৌসি ।
৪২) মানবদেহের কোথা থেকে পরিপাক শুরু হয়? =মুখ।
৪৩) কোনটি গ্রেট হিমালয় নামে পরিচিত? =হিমাদ্রী হিমালয়।
৪৪) কোন নিষ্ক্রিয় গ্যাসটি তেজস্ক্রিয়? = রেডন ।
৪৫) লোকসভার কতজন সদস্য রাষ্ট্রপতি দ্বারা নির্বাচিত হন? = ২ জন।