ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (পার্ট-৫)

👉 "যোগসূত্র" কে লিখেছিলেন ?
= পতঞ্জলি
👉 আদি অখন্ড বেদকে কে চতুর্বেদে বিভক্ত করেছিল ?
= ব্যাস
👉 প্রথম কোন প্রাচীন ভারতীয় রাজা সাম্রাজ্যবাদের সূচনা করেন ?
= বিম্বিসার
👉 বিখ্যাত সঙ্গীতশিল্পী তানসেন কার রাজসভা অলংকৃত করেছিলেন ?
= আকবর
👉 দ্বাদশ শতকের কবি জয়দেব কোন রাজসভার অলংকৃত  করেছিল ?
= লক্ষণ সেন
👉 বক্সারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে ঘটেছিল ?
= 1764 খ্রিস্টাব্দে
👉 হর্ষবর্ধন কোন বংশের রাজা ছিলেন ?
= পুষ্যভূতি বংশ
👉 তুঘলক বংশের প্রতিষ্ঠাতা কে ?
= গিয়াসউদ্দিন তুঘলক
👉 ভারতের কোন রাজা প্রথম আলেকজান্ডারের বশ্যতা স্বীকার করেন ?
= অম্ভি
👉 কোন যুদ্ধে ভারতের মাটিতে প্রথম কামান ব্যবহার করা হয় ?
= প্রথম পানিপথের যুদ্ধ
👉 কে  "লাখবক্স " নামে পরিচিত ?
= কুতুবউদ্দিন আইবক