বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (পার্ট-৬)

31) পদার্থের পরমাণুর প্রোটন সংখ্যা ও পারমাণবিক সংখ্যা ➯ পরস্পর সমান ।
32) পৃথিবী ও উহার নিকটস্থ মধ্যকার বস্তুর আকর্ষণ বলকে বলে ➯ অভিকর্ষ বল ।
33) বরফ গলনের সুপ্ত তাপ ➯ ৮০ ক্যালরি ।
34) ০ ডিগ্রী সেন্টিগ্রেড তাপমাত্রায় শব্দের গতি ➯ ৩৩২ মিটার/সেকেন্ড ।
35) সুর্যোদয় ও সুর্যাস্তের সময় আকাশ লাল দেখায় ➯ লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি বলে ।
36) সূর্য থেকে পৃথিবীতে আগত রশ্মি ➯ সৌর রশ্মি ।
37) পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, কয়লা ইত্যাদি ➯ জীবাস্ম জালানি ।
38) জীব-জগতের সবচেয়ে ক্ষতিকর রশ্মি ➯ অতি বেগুণী রশ্মি ।
39) এক্সরে এর একক ➯ রনজেন ।
40) তেজস্ক্রীয়তার একক কুরি ও এর আবিস্কারক ➯ হেনরী বেকুইরেল ।
41) রেডিয়াম আবিস্কার করেন ➯ মাদাম কুরি ।
42) পারমাণবিক বোমা উৎপন্ন হয় ➯ ফিশন পদ্ধতিতে ।
43) হাইড্রোজেন বোমা উৎপন্ন হয় ➯ ফিউশন পদ্ধতিতে ।
44) পারমানবিক ওজন = প্রোটন ও নিউট্রনের ওজন ।
45) প্লবতা সূত্র আবিস্কার করেন ➯ আর্কিমিডিস ।
46) দূরবীক্ষণ যন্ত্র আবিস্কার করেন ➯ গ্যালিলিও ।
47) গতির সূত্র আবিস্কার করেন ➯ নিউটন ।
48) ডিজিটাল ফোনের প্রধান বৈশিষ্ঠ ➯ ডিজিটাল সিগনাল ডেটাবেজ ।
49) পীট কয়লা ➯ ভিজা ও নরম ।
50) তাপ আটকা পড়ে তাপমাত্রা বৃদ্ধিকে বলে ➯ গ্রীনহাউজ ইফেক্ট।
51) পরমাণু ভেঙ্গে প্রচন্ড শক্তি সৃস্টি করাকে বলে ➯ ফিউশন বিক্রিয়া ।
52) বায়ু এক প্রকার ➯ মিশ্র পদার্থ ।
53) আপেক্ষিকতার সূত্র আবিস্কার করেন ➯ আলবার্ট আইনস্টাইন ।
54) মৌলিক রাশিগুলো হলো ➯ দৈর্ঘ, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎপ্রবাহ, দীপন ক্ষমতা ও পদার্থের পরিমাণ।
55) লব্ধ রাশি ➯ বল, ত্বরণ, কাজ, তাপ, বেগ প্রভৃতি ।
56) ভেক্টর রাশি ➯ সরণ, ওজন, বেগ, ত্বরণ, বল, তড়িৎ প্রাবল্য, মন্দন, ভেদাঙ্ক ইত্যাদি ।
57) স্কেলার রাশি ➯ দৈর্ঘ, ভর, দ্রূতি, কাজ, তড়িৎ বিভব, সময়, তাপমাত্রা ইত্যাদি ।
58) পরিমাপের আন্তর্জাতিক পদ্ধতি হল ➯ এস. আই. I. ।
59) ভর হচ্ছে পদার্থের ➯ জড়তার পরিমাণ।
60) এই মহাবিশ্বে পরম স্থিতিশীল এবং পরম গতিশীল বলে কিছু নেই ।