বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (পার্ট-৫)


1) পৃথিবী ঘূর্ণায়নের ফলে আমরা ছিটকিয়ে পড়ি না ➯ মধ্যাকর্ষণের জন্য ।
2) প্রেসার কুকারে রান্না তারাতারি হওয়ার কারন ➯ উচ্চ চাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি পায় ।
3) চা তাড়াতাড়ি ঠান্ডা হয় ➯ কালো রংয়ের কাপে (কাল রংয়ের তাপ শোষণ ক্ষমতা বেশি)।
4) চা দেরীতে ঠান্ডা হয় ➯ সাদা রংয়ের কাপে (সাদা রংয়ের তাপ শোষণ ক্ষমতা কম)।
5) শব্দের গতি সবচেয়ে বেশি ➯ কঠিন মাধ্যমে ।
6) শব্দের গতি সবচেয়ে কম ➯ বায়বীয় মাধ্যমে ।
7) তিনটি মূখ্য বর্ণ ➯ লাল, সবুজ ও নীল ।
8) ৪০ সে: তাপমাত্রায় জলের ঘনত্ব ➯ সর্বোচ্চ ।
9) ইউরেনিয়াম, নেপচুনিয়াম প্লুটোনিয়াম হল ➯ তেজস্ক্রিয় পদার্থ ।
10) রাবারের স্থিতিস্থাপকতা কম এবং লোহা বা ইস্পাতের স্থিতিস্থাপকতা বেশি ।
11) উন্নত ধরণের বিস্ফোরোক আবিষ্কার করে ধনী হয়েছিলেন ➯ আলফ্রেড নোবেল ।
12) লোহার উপর দস্তার প্রলেপ দেয়াকে বলে ➯ গ্যালভানাইজিং ।
13) আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে ➯ মরিচিকায় ।
14) জল বরফে পরিণত হলে ➯ আয়তনে বাড়ে ।
15) জল কঠিন, তরল ও বায়বীয় অবস্থায় থাকতে পারে ।
16) বৈদুতিক বাল্বের ফিলামেন্ট তৈরী ➯ টাংস্টেন দিয়ে ।
17) CFC বা ক্লোরোফ্লোরো কার্বন ধ্বংস করে ➯ ওজন স্তর ।
18) ডুবোজাহাজ থেকে জলের উপরে দেখার জন্য ব্যবহৃত হয় ➯ পেরিস্কোপ ।
19) ব্যাটারি হতে পাওয়া যায় ➯ ডিসি কারেন্ট ।
20) সর্বোত্তম তড়িৎ পরিবাহক ➯ তামা ।
21) ডিনামাইট আবিস্কার করেন ➯ আলফ্রেড নোবেল ।
22) পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসেবে ব্যবহৃত হয় ➯ গ্রাফাইট ।
23) শব্দের চেয়ে দ্রুত গতিতে চলে ➯ সুপারসনিক বিমান ।
24) বায়ুতে বা শুণ্য স্থানে শব্দের গতি ➯ ৩X১০১০ সে. মি. ।
25) কাঁচা লোহা, ইস্পাত ও কোবাল্ট ➯ চুম্বক পদার্থ ।
26) আলোর নিয়মিত প্রতিফলণ ঘটে ➯ দর্পনে ।
27) স্টিফেন হকিন্স একজন ➯ পদার্থবিদ ।
28) পদার্থের ক্ষুদ্রতমা কণা ➯ অণু ।
29) পদার্থের স্থায়ী মূল কণিকা ➯ ইলেকট্রোন, প্রোটন ও নিউট্রন ।
30) তেজস্ক্রিয় রশ্মিতে থাকে ➯ আলফা, বিটা ও গামা কনিকা ।