বিজ্ঞানের বিভিন্ন প্রশ্নবলি (পার্ট-৪)

১। ঘন মাধ্যমের ভেতরে রাখা কোনো বস্তুকে হালকা মাধ্যম থেকে দেখলে এর প্রতিবিম্ব কোথায় হবে?


উত্তর : উপরের দিকে ওঠে আসবে।

২। দুটি স্বচ্ছ মাধ্যমের বিভেদতলে আলোকরশ্মির দিক পরিবর্তন করার ঘটনাকে কী বলে?

উত্তর : প্রতিসরণ।

৩। আলোর প্রতিসরণের কারণ কোনটি?

উত্তর : ভিন্ন মাধ্যমে আলোর বেগ ভিন্ন।

৪। স্নেল কিসের সূত্র প্রদান করেন?

উত্তর : প্রতিসরণ।

৫। প্রতিসরণাঙ্কের একক কী?

উত্তর : একক নেই।

৬। নির্দিষ্ট মাধ্যমে প্রতিসরণাঙ্কের মান কোনটির ওপর নির্ভর করে?

উত্তর : আলোর রং।

৭। হীরকের প্রতিসরাঙ্ক কত? উত্তর : ২.৪২

৮। পানির প্রতিসারণাঙ্ক কত?

উত্তর : ১.৩৩

৯। শূন্য মাধ্যমের সাপেক্ষে অন্য যে কোনো মাধ্যমের প্রতিসরণাঙ্ককে কী বলে?

উত্তর : পরম প্রতিসারণাঙ্ক।

১০। কোন মাধ্যমে আলোর বেগ বায়ু মাধ্যমে আলোর বেগের চেয়ে কম হলে প্রতিসরণাঙ্ক কত হবে?

উত্তর : ১ এর চেয়ে বেশি।

১১। বায়ুর প্রতিসরণাঙ্ক কত? উত্তর : ১

১২। হীরকের ক্রান্তিকোণ কত?

উত্তর : ২৪০

১৩। কোন ক্ষেত্রে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে?

উত্তর : i>Øc

১৪। ঘন মাধ্যম থেকে আলো হালকা মাধ্যমে যাওয়ার সময় আপতন কোণ ৩৯০-এর জন্য প্রতিসরণ কোণ ৯০০ হলে কোন ক্ষেত্রে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে?

উত্তর : 400 < i

১৫। ক্রান্তি কোণের ক্ষেত্রে অভিলম্ব ও বিভেদতলের মধ্যবর্তী কোণের মান কত হয়? উত্তর : ৯০০

১৬। ক্রান্তি কোণের ক্ষেত্রে প্রতিসরণ কোণের মান কত হয়?

উত্তর : ৯০০

১৭। হালকা মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে প্রতিসরণ কোণের সর্বোচ্চ মান কত? উত্তর : ৯০০

১৮। কোন প্রতিফলনে প্রতিফলিত রশ্মির তীব্রতা বেশি হয়?

উত্তর : পূর্ণ অভ্যন্তরীণ।

১৯। প্রতিসরণ কোণ সংকট কোণের সমান হলে প্রতিসৃত রশ্মি ও বিভেদতলের মধ্যবর্তী কোণ কত?

উত্তর : ০°

২০। প্রখর রৌদ্রে উত্তপ্ত পিচঢালা সমৃণ পথ ভেজা মনে হয় কেন?

উত্তর : পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য।