ভূগোলের কিছু প্রশ্নোত্তর

৮১। বাংলার দুটি ম্যানগ্রোভ অরণ্যের গাছ হল – সুন্দরী ও গরাণ ।
৮২। বাংলার দুটি অর্থকারী ফসল হল – চা ও পাট ।
৮৩। উত্তরবঙ্গের দুটি নদী যার জলপ্রবাহ ব্রহ্মপুত্র নদে মিলিত হয়েছে – তিস্তা ও তোর্সা ।
৮৪। বাংলায় বিটুমিনাস কয়লা পাওয়া যায় – রাণীগঞ্জ ।
৮৫। ভারতের শেফিল্ড বলা হয় – হাওড়া শহরকে ।
৮৬। সুন্দরবনের আতঙ্ক বলা হয় – মাতলা নদীকে ।
৮৭। বাংলার নবীনতম জেলা – কালিম্পং (Feb, 2017) ।
৮৮। বাংলার দীর্ঘতম ব্যারেজ – ফারাক্কা ব্যারেজ ।
৮৯। বাংলার দীর্ঘতম সেতু – রূপনারায়ণ সেতু ।
৯০। বাংলার দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম হল – খড়গপুর ।
৯১। শত্রুঞ্জয় নদীর উৎপত্তিস্থল কোথায় – গির পর্বত।
৯২। ভাদর নদী কোন উপসাগরে গিয়ে পড়েছে– কাম্বে উপসাগরে।
৯৩। গিদ্ধা,ভারতের কোন প্রদেশের লােকনৃত্য– পঞ্জাব (লােহরি উৎসবে হয়)।
৯৪। পােচম পদ নদী প্রকল্পকোথায় অবস্থিত– আজ্জা প্রদেশের গােদাবরী নদীর ওপর। |
৯৫। শতদ্রুনদীর ওপর কোন দুটি বাঁধ অবস্থিত– ভাকরা ও নাঙ্গাল বাঁধ।
৯৬। মহালধিরাম পর্বতে অবস্থিত প্রস্রবণটির নাম কী – পাগলা ঝােরা।
৯৭। আরব সাগরের রানিনামে কোন বন্দর বিখ্যাত – কোচি (কোচিন)।
৯৮। প্রাচ্যের ভেনিসনামে কোন শহর পরিচিত – তিরুবনন্তপুরম (ত্রিবান্দ্রম)।
৯৯। দক্ষিণ ভারতের কাশীনামে কোন শহর | বিখ্যাত – মাদুরাই।