বিগত বছরের প্রশ্ন পত্র (part-4) (WBCS)

31•"শিক্ষা অপেক্ষা করিতে পারে কিন্তু স্বরাজ নয় " উক্তিটি কার ?(WBCS-2005)
উঃ- সি আর দাস
32•"মায়ের দেওয়া মোটা কাপড়, মাথায় তুলে নেরে ভাই " -কোন চরন কবি গেয়েছেন?(WBCS-2005)
উঃ-মুকুন্দ দাস
33•"We have nothing to fear but fear itself" উক্তিটি কার?(WBCS-2005)
উঃ-জওহরলাল নেহেরু
34•"রাম রহিম এক হ্যায়, নাম ধরা হ্যায় দো "সুলতানি যুগে একথা কে ঘোষনা করেছিলেন?(WBCS-2004)
উঃ-কবির
35•দীন-ই-ইলাহী ছিল "আকবরের নির্বুদ্ধিতার চরম নিদর্শন " কে বলেছেন ?(WBCS-2004)
উঃ- ভিনসেন্ট ‌‌Smith
36•"পচনশীল ক্ষয়ে যাওয়া গাছের গোড়াতে যদি আমরা কুঠারাঘাত করি,ডালপালা গুলি নিজের থেকেই খসে পড়বে "-এটি কার উক্তি?(WBCS-2002)
উঃ-প্রথম বাজীরাও
37•1857 সালের মহাবিদ্রোহকে "একটি পরিকল্পিত স্বাধীনতার যুদ্ধ " এই বলে কে অভিহিত করেন?(WBCS-2002)
উঃ-বিনায়ক দামোদর সাভারকর
38•আদি কংগ্রেসের সম্মেলনকে "তিন দিনের তামাসা " বলে কে উক্তি করেন?(WBCS-2001)
উঃ-অশ্বিনী কুমার দত্ত
39•"Let a hundred flowers bloom" উক্তিটি কার?(WBCS-2001)
উঃ-মাও সে তুং
40•"স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়" কার রচনা?(WBCS-2005)
উঃ-রঙ্গলাল বন্দোপাধ্যায়