ভারতের সংবিধান( পার্ট-1)

🍀1) কত নং ধারায় সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে - 368 নং ধারা।

🍀2) প্রথম সংবিধান সংশোধন করা হয় - 1951 সালে।

🌺3) জম্মু কাশ্মীরের সংবিধান কার্যকর হয় - 1957 সালের 26 জানুয়ারী।

🌻4) কাশ্মীর চুক্তি হয়েছিল - 1975 সালে

🌳5) 370 ধারা প্রযোয‍্য - জম্মু ও কাশ্মীরে।

🌺6) জম্মু ও কাশ্মীর ভারতভুক্ত হয় - 1947 সালের 26 অক্টবর।

🍁7) জম্মু ও কাশ্মীরে 370 ধারা কার্যকর হয় - 1952 সালের 26 জানুয়ারী।

🌎8) ভারতীয় সংবিধানে বর্তমানে তফশীল সংখ‍্যা - 12 টি।

🍏9) ভারতীয় সংবিধানের মুখবন্ধ এখন প্রযন্ত কতবার সংশোধিত হয়েছে? - একবার।

🍓10) সর্বনিম্ন কতদিন ভারতে থাকলে একজন ব‍্যাক্তি ভারতের নাগরিকত্বের জন‍্য আবেদন করতে পারেন - পাঁচ বছর

🍊11) ভারতীয় সংবিধানে বর্তমানে মৌলিক অধিকারের সংখ‍্যা কয়টি - 6 টি।

🍎12) কত ধারা মতে সুর্পীমকোর্ট নাগরিকের মৌলিক অধিকার রক্ষার জন‍্য লেখ জারি করে - 32 ধারা।

🍋13) ব‍্যাক্তি স্বাধীনতা রক্ষার জন‍্য একজন নাগরিক কার কাছে যাবেন - সুর্পীমকোর্ট।

🥥14) কত সালে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয় - 1978সালে।

🍍15) কত সালে ভারতীয় নাগরিকের মৌলিক কর্তব‍্য সংবিধানে অন্তরভুক্ত হয় - 1976 সালে।

🥦16) সংবিধানের কোন অংশে কল‍্যানকর রাস্ট্রের ধারনা উল্লেখ আছে - নির্দেশমুলক নীতিতে।

🥒17) কত বছর বয়সে রাস্ট্রপতি পদপ্রাথী হ‌ওয়া যায় - 35 বছর।

🍑18) জরুরী অবস্থা জারি করতে পারেন - রাস্ট্রপতি

🍓19) অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায় থেকে রাস্ট্রপতি কতজনকে লোকসভার সদস‍্য মনোনীত করতে পারেন - 2 জন।

🍇20) সংবিধানে কত ধরনের জরুরী অবস্থার সংস্থান আছে - তিন ধরনের।

🍅21) এখন প্রযন্ত কতবার জাতীয় জরুরী অবস্থা জারি করা হয়েছে - তিন বার।

🍎22) এখন প্রযন্ত কতবার অর্থনৈতিক জরুরী অবস্থা জারি করা হয়েছে - একবার ও না।

🍐23) সংবিধানের কত ধারা মতে রাস্ট্রপতিকে ইমপিচমেন্ট করা যায় - 61 ধারা।

🥝24) কত ধারা অনুযায়ী রাস্ট্রপতি জাতীয় জরুরী অবস্থা জারি করতে পারেন - 352 ধারা।

🥝25) রাস্ট্রপতির কার্যকাল কতদিনের - পাঁচ বছর।