বিজ্ঞানের বিবিধ প্রশ্নবলি (পার্ট-১)

1) পৃথিবীর কাছের গ্রহ কোন টি ?>শুক্র
2) RNA তে কি থাকে না ? > থায়ামিন থাকে না ।
3) RNA এর প্রধান কাজ কি ? > প্রোটিন তৈরী
4) টমেটোতে কোন এসিড থাকে ? > ম্যালিক এসিড
5) লেবুর রসে কোন এসিড থাকে ? > সাইট্রিক এসিড
6) আপেলে কোন এসিড থাকে ? > ম্যালিক এসিড
7) তেঁতুলে কোন এসিড থাকে ? > টারটারিক এসিড
8) আমলকিতে কোন এসিড থাকে ? > অক্সালিক এসিড
9) আঙ্গুরে কোন এসিড থাকে ? > টারটারিক এসিড
10) কমলালেবুতে কোন এসিড থাকে ? > এসকরবিক এসিড
11) দুধে কোন এসিড থাকে ? >ল্যাকটিক এসিড
12) কচু খেলে গলা চুলকায় কেন ? > কারণ কচুতে ক্যালসিয়াম অক্সালেট থাকে (র‍্যাফাইড)
13) রেকটিফাইড স্পিরিট কি ? ➟ 95.6% ইথাইল এলকোহল এবং 4.4% পানির মিশ্রণকে রেকটিফাইড স্পিরিট বলে ।
14) ডিডিটির পূর্ণরূপ কি ? ➟ ডাই-ক্লোরো-ডাই-ফিনাইল-ট্রাই-ক্লোরো-ইথেন
15) টিএনটির পূর্ণরুপ কি ? ➟ ট্রাই নাইট্রো টলুইন