বিগত বছরের প্রশ্নপত্র (Part-1) (WBCS)


#Previous_Years_question
1• কাকে" ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী" বলা হয়?(WBCS-2015)
উঃ-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
2•লর্ড মাউন্টব্যাটেন কাকে 'একাই এক সীমান্ত বাহিনী ' বলে উল্লেখ করেছেন ?(WBCS-2015)
উঃ-মোহনদাস করমচাঁদ গান্ধী
3•কোন গুপ্ত শাসক 'বিক্রমাদিত্য' নামে পরিচিতি ?(WBCS-2013)
উঃ- দ্বিতীয় চন্দ্রগুপ্ত
4•তাঁর শিলালিপিতে অশোক নিজেকে কী বলে অভিহিত করে?(WBCS-2013)
উঃ-দেবনামপ্রিয় প্রিয়দর্শি
5•গুপ্ত বংশের কোন রাজা "লিচ্ছবিদৌহিত্র " নামে পরিচিত ?(WBCS-2012)
উঃ-সমুদ্রগুপ্ত
6•কাকে বলা হয় " ভারতীয় রেনেশাঁসের ভোরের শুকতারা " ?(WBCS-2011)
উঃ-রাজা রামমোহন রায়
7•কে 'অমিত্রঘাত' নামে পরিচিত ?(WBCS-2011)
উঃ-বিন্দুসার
8•"সনাতনপন্থী সংস্কারক " কাকে বলা হয় ?(WBCS-2010)
উঃ-বিদ্যাসাগর
9•"ভারতীয় বিপ্লবীদের জননী" নামে কে খ্যাত ?(WBCS-2001,200
4,2005,2010)
উঃ-মাদাম কামা
10•ভারতের 'লৌহমানব ' কাকে বলা হয় ?(WBCS-2009)
উঃ-সর্দার বল্লভভাই প্যাটেল