ভারতের বিভিন্ন বন্দর

1. বর্তমানে ভারতে প্রধান বন্দরের সংখ্যা কত ?
উঃ) 13 টি I

2. ভারতের গভীরতম বন্দর কোনটি ?
উঃ) পারাদ্বীপ I

3. কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক বন্দর রয়েছে ?
উঃ) মহারাষ্ট্রে (48টি ) I

4. উচ্চ প্রযুক্তি সম্পন্ন ভারতের সর্বাধুনিক বন্দর কোনটি ?
উঃ) জওহরলাল নেহেরু বন্দর I

5. নিউম্যাঙগালোর বন্দর কোন উপকূলে অবস্থিত ?
উঃ) পশ্চিম উপকূলে I

6. ‘ডলফিন নোজ’ অন্তরীপ কোন বন্দরের সাথে জড়িত ?
উঃ) বিশাখাপত্তনম বন্দর I

6. কাণ্ডালা বন্দরের মাধ্যমে প্রধান কোন দ্রব্য আমদানি করা হয় ?
উঃ) পেট্রোলিয়াম I

7. National Shipping Board কবে গঠিত হয় ?
উঃ) 1958 সালে I

8. ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র কোনটি ?
উঃ) কোচিন I

9. ভারতের নবীন প্রধান বন্দরের নাম কি ?
উঃ) পোর্টব্লেয়ার I

10. ভারতের অপ্রধান বন্দরের সংখ্যা কত ?
উঃ) 200 এর অধিক I

11. ভারতের বৃহত্তম সেচ ক্যানেল প্রকল্প কোনটি ?
উঃ) ইন্দিরা গাঁধী খাল প্রকল্প I

12. গণ্ডক প্রকল্প কোন দুই রাজ্যের যৌথ প্রকল্প ?
উঃ) বিহার ও উত্তর প্রদেশ I

13. চন্দ্রপুরা থার্মাল পাওয়ার স্টেশন এর ইউনিট সংখ্যা কত ?
উঃ) 5 টি I

14. কোনার ড্যাম কোন জেলায় অবস্থিত ?
উঃ) হাজারীবাগ জেলায় I

15. দামোদর পরিকল্পনা কোন বৈদেশিক নদী পরিকল্পনার আদলে নির্মিত ?
উঃ) টেনেসি পরিকল্পনা I

16. নর্মদা সাগর ড্যাম কোন রাজ্যে অবস্থিত ?
উঃ) মধ্যপ্রদেশ রাজ্যে I

17. মাচকুঁদ পরিকল্পনা কোন দুই রাজ্যের যৌথ পরিকল্পনা ?
উঃ) অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার I

18. পারম্বিকুলাম পরিকল্পনা কোন দুই রাজ্যের যৌথ পরিকল্পনা ?
উঃ) তামিলনাড়ু ও কেরালার I

19. THDC এর সম্পূর্ণ নাম কি ?
উঃ) Tehri Hydro-Dam Corporation.

20. Tehri Hydro-Dam Corporation কবে গঠিত হয় ?
উঃ) 1989 সালে I

21. উদ্ভিদকুলের গঠনের ভিত্তিতে ভারতকে কি নামে অভিহিত করা হয় ?
উঃ) ‘মিনি-পৃথিবী’ I

22. জে.ডি. হুকার (1907) ভারতকে কয়টি উদ্ভিদ অঞ্চলে বিভক্ত করেন ?
উঃ) নয়টি I

23. ‘রাখ’ (Rakh) কি ?
উঃ) ভারতের শুষ্ক মরু অঞ্চলের উন্মুক্ত কাঁটা অরণ্যের স্থানীয় নাম I

24. ‘থর'(Thar) কি ?
উঃ) ভারতের শুষ্ক মরু অঞ্চলের উন্মুক্ত বালিয়াড়ি গুল্ম রাজপুতনায় থর নামে পরিচিত I

25. পশ্চিম হিমালয় উদ্ভিদ ভৌগোলিক অঞ্চল কটি উপঅঞ্চলে বিভক্ত ?
উঃ) তিনটি I

26. তরাই অঞ্চলে কোন উপ উদ্ভিদ অঞ্চল বিকশিত হয়েছে ?
উঃ) ক্রান্তীয় উষ্ণ উদ্ভিদ অঞ্চল I

27. ভারতে কয়টি পরিবারের দ্বিবীজপত্রী উদ্ভিদ উপস্থিত ?
উঃ) 140 টি I

28. ভারতে কয়টি পরিবারের একবীজপত্রী উদ্ভিদ উপস্থিত ?
উঃ) 35 টি I