বিভিন্ন বিষয় ও তাদের জনক (পার্ট-১)

কিছু জনক পরিচিতিঃ
……………………………………………
☞ রাষ্ট্রবিজ্ঞানের জনক কে ?
→ এরিস্টটল
☞ আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক কে ?
নিকোলো মেকিয়াভেলী
☞ ইংরেজি নাটকের জনক কে?
→ শেক্সপিয়র।
☞ ইতিহাসের জনক কে ?
→ হেরোডোটাস
☞ ইন্টারনেটের জনক কে ?
→ ভিনটন জি কার্ফ
☞ WWW এর জনক কে ?
→ টিম বার্নাস লি ।
☞ ই-মেইল এর জনক কে ?
→ রে টমলি সন।
☞ অর্থনীতির জনক কে ?
→ এডামস্মিথ
☞ আধুনিক অর্থনীতির জনক কে ?
→ পল স্যামুয়েলসন
☞ আধুনিক গণতন্ত্রের জনক কে ?
→ জন লক
☞আধুনিক জোর্তিবিজ্ঞানের জনক কে?
→ কোপার্নিকাস
☞ আধুনিক মনোবিজ্ঞানের জনক কে ? →
সিগমুন্ড ফ্রয়েড
→ এলান এমটাজ
☞ উদ্ভিদবিজ্ঞানের জনক কে ?
→থিওফ্রাস্টাস
☞ এনাটমির জনক কে ?
→ আঁদ্রে ভেসালিয়াস
☞ ক্যালকুলাসের জনক কে?
→আইজ্যাক নিউটন।
☞ গণিতশাস্ত্রের জনক কে ?
→আর্কিমিডিস
☞ চিকিত্সাবিজ্ঞানের জনক কে ?
→হিপোক্রেটিস