বিভিন্ন বিষয় ও তাদের জনক (পার্ট-২)

☞ জীবাণুবিদ্যার জনক কে ?
→ লুই পাস্তুর
☞ জ্যামিতির জনক কে ?
→ইউক্লিড
☞ দর্শনশাস্ত্রের জনক কে ?
→সক্রেটিস
☞ প্রাণিবিজ্ঞানের জনক কে ?
→এরিস্টটল
☞ বংশগতি বিদ্যার জনক কে?
→ গ্রেগর জোহান মেন্ডেল
☞ বাংলা উপন্যাসের জনক কে?
→বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়।
☞ বাংলা কবিতার জনক কে?
→মাইকেল মধুসূদন দত্ত।
☞ বাংলা গদ্যের জনক কে?
→ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
☞ বাংলা নাটকের জনক কে?
→দীন বন্ধু মিত্র।
☞ বিজ্ঞানের জনক কে ?
→ থেলিস
☞ বীজগণিতের জনক কে ?
→আল-খাওয়ারিজম
☞ ভূগোলের জনক কে ?→ইরাতেস্থিনিস
☞ মনোবিজ্ঞানের জনক কে ?→উইলহেম
উন্ড
☞ শারীরবিদ্যার জনক কে ?→উইলিয়াম
হার্ভে
☞ শ্রেণিবিদ্যার জনক কে ?→ক্যারোলাস
লিনিয়াস
☞ সামাজিক বিবর্তনবাদের জনক কে?
→হার্বাট স্পেন্সর।
☞ সমাজবিজ্ঞানের জনক কে ?→অগাস্ট
কোৎ