ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নত্তর

1. ইতিহাসের মূল ভিত্তি কি?
― ভৌগোলিক পরিবেশ।

2. সিন্ধু উপত্যকায় কোন ধাতুর প্রচলন ছিলনা?
― লোহা।

3. আর্যদের প্রধান জীবিকা কি ছিল?
― কৃষি ও পশুপালন।

4. জৈনদের একজন প্রধান প্রচারকের নাম কর।
― বর্ধমান মহাবীর।

5. সমুদ্রগুপ্তের মাতার নাম কি?
― কুমারদেবী।

6. বুদ্ধচরিত-এর রচয়িতা কে?
― কবি অশ্বঘোষ।

7. একমাত্র নারী যিনি দিল্লির সিংহাসনে বসেছিলেন,তিনি কে?
― রাজিয়া।

8. খলজি বংশের শ্রেষ্ঠ সম্রাট কে?
― আলাউদ্দিন খলজি।

9. 'দানসাগর'- গ্রন্থটির রচয়িতা কে?
― বল্লাল সেন।

10. লক্ষণ সেনের শ্রেষ্ঠ সভাকবি কে ছিলেন?
― কবি জয়দেব।

11. 'কৌলিন্য প্রথা'- কে প্রবর্তন করেন?
― বল্লাল সেন।

12. বাংলার পাল বংশের প্রথম রাজা কে?
―গোপাল।

13. কে ফার্সী ভাষায় 'রামায়ণ' অনুবাদ করেন?
―বাদায়ূনী।

14. বাংলার প্রথম স্বাধীন নবাব কে?
― মুর্শিদকুলি খাঁ।

15. কত খ্রিস্টাব্দে কলকাতা মহানগরীর আধুনিক ইতিহাসের সূচনা হয়?
― ১৬৯০ খ্রিস্টাব্দে।

16. হলদিঘাটের যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়?
― আকবর ও রাণা প্রতাপ সিংহের মধ্যে।

17. হলদিঘাটের যুদ্ধে মুঘলদের প্রধান সেনাপতি কে ছিলেন?
― মানসিংহ।

18. কত খ্রিস্টাব্দে আকবরের মৃত্যু হয়?
―১৬০৫ খ্রিস্টাব্দে।

19. জাহাঙ্গীরের পূর্ব নাম কি?
― সেলিম।

20. শাহজাহানের পূর্ব নাম কি?
―খুররম।

21. 'আকবরনামা'-গ্রন্থের রচয়িতা কে?
― আবুল ফজল।

22. বাবরের প্রকৃত নাম কি?
― জহিরউদ্দিন মহম্মদ।

23. সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে?
― খিজির খাঁ সৈয়দ।

24. বাংলার প্রথম সার্বভৌম নরপতি কে?
― শশাঙ্ক।

25. শশাঙ্কের রাজধানী কোথায় ছিল?
― কর্ণসুবর্ণ।

26. ভারতের এ্যাটিলা কে?
― মিহীরগুল।

27. সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে?
― সিমুক।

28. গুপ্ত বংশ কে প্রতিষ্ঠা করে?
―শ্রীগুপ্ত।

29. কাকে ভারতের নেপোলিয়ান বলা হয়?
― সম্রাট সমুদ্রগুপ্ত কে।

30. ধননন্দ কে?
― নন্দ বংশের শেষ রাজা।