বিগত বছরের প্রশ্ন পত্র (পার্ট 2)

11•"হিন্দুস্থানের তোতাপাখী "কোন সুলতানি কবিকে বলা হয় ?(WBCS-2009)
উঃ - আমির খসরু
12•"সীমান্ত গান্ধী "নামে কে পরিচিত?(WBCS-2009)
উঃ-আব্দুল গফফর খাঁন
13•মুঘল ভারতে কে "জিন্দাপীর" নামে পরিচিত ?(WBCS-2004,2008)
উঃ-ঔরঙ্গজেব
14•"অন্ধ্র কবিতার পিতামহ" কাকে বলা হয়?(WBCS-2007)
উঃ-পেদ্দন
15•সুলতানি যুগে" প্রকৃত রাজা " কে ছিলেন?(WBCS-2007)
উঃ-ইলতুৎমিস
16•"কাকাসাহেব " নামে কে পরিচিত?(WBCS-2006)
উঃ- জি ভি জোশি
17• কোন ভাইসরয়কে "উজ্বল বিফলতা " বলা হয়?(WBCS-2006)
উঃ-লর্ড লিটন
18•"আধুনিক ভারতের প্রবক্তা " কাকে বলা হয়?(WBCS-2006)
উঃ- রাজা রামমোহন রায়
19•"ভারতের চমৎকার বৃদ্ধ " কাকে বলা হয়?(WBCS-2002,2004)
উঃ-দাদাভাই নৌরজী
20•"ভারতের অর্ধনগ্ন ফকির " ব্রিটিশ প্রধানমন্ত্রি কার সম্বন্ধে বলেছেন?(WBCS-2005)
উঃ- মোহনদাস করমচাঁদ গান্ধী