ইতিহাসের কিছু প্রশ্নোত্তর 13



51. আজাদ হিন্দ ফৌজ কোথায় গঠিত হয়?

উঃ সিঙ্গাপুরে।

52. রঘুবংশম কে লেখেন?

উঃ কালিদাস।

53. মুদ্রারাক্ষসের রচয়িতা কে?

উঃ বিশাখদত্ত।

54. হর্ষবর্ধন কোন বংশের শাসক ছিলেন?

উঃ পুষ্যভূতি বংশের।

55. কার রাজত্বকালে তৈমুরলঙ ভারত আক্রমণ করেন?

উঃ নাসিরউদ্দিন মামুদশাহ।

56. পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে ঘটে?

উঃ ১৫৫৬ খ্রীষ্টাব্দে।

57. ১৫৭৬ সাল ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ কেন?

উঃ হলদিঘাটের যুদ্ধ হয়েছিল।

58. শেরশাহের সমাধি কোথায় অবস্থিত?

উঃ সাসারামে।

59. পলাশীর যুদ্ধে কোন নবাব পরাজিত হন?

উঃ সিরাজ-উদ-দৌলা।

60. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন?

উঃ উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়।

61. মুসলিম লিগ প্রতিষ্ঠিত হয় কত খ্রীষ্টাব্দে?

উঃ ১৯০৬ খ্রীষ্টাব্দে।

62. মহাবীরের জন্মস্থান কোথায়?

উঃ বৈশালী।

63. সোমনাথ মন্দির কে ধ্বংস করেন?

উঃ সুলতান মামুদ।

64. বৈরাম খাঁ কোন বাদশাহের সেনাপতি ছিলেন?

উঃ আকবরের।

65. শিবাজী ছত্রপতি উপাধি গ্রহণ করেন কত খ্রীষ্টাব্দে?

উঃ ১৬৭৪ খ্রীষ্টাব্দে।

66. মাস্টারদা কাকে বলা হত?

উঃ সূর্যসেনকে।

67. ইলবার্ট বিল পাশ করার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন?

উঃ লর্ড রিপন।

68. ওমর খৈয়াম কোথাকার লোক ছিলেন?

উঃ ইরানের।

69. শেষ মুঘল সম্রাটকে কোথায় নির্বাসন দেওয়া হয়?

উঃ রেঙ্গুনে।

70. সতীদাহ প্রথা উচ্ছেদ কে করেন?

উঃ লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক।

71. গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায়?

উঃ লুম্বিনী নগরে।

72. কোন শতাব্দীতে চন্দ্রগুপ্ত মৌর্য মগধের রাজা হন?

উঃ খ্রীষ্টপূর্ব চতুর্থ শতাব্দীতে।

73. কার রাজত্বকালে হিউয়েন সাঙ ভারত ভ্রমণ করেন?

উঃ হর্ষবর্ধনের রাজত্বকালে।

74. অর্থশাস্ত্রের রচয়িতা কে?

উঃ কৌটিল্য।

75. তালিকোটার যুদ্ধ কবে হয়?

উঃ ১৫৬৫ খ্রীষ্টাব্দে।

76. দীন-ই-ইলাহী কে প্রবর্তন করেন?

উঃ আকবর।

77. স্বত্ত্ববিলোপ নীতি কে প্রবর্তন করেন?

উঃ লর্ড ডালহৌসি।

78. ভারতবর্ষে ইস্ট ইণ্ডিইয়া কোম্পানীর শাসনের অবসান হয় কত সালে?

উঃ ১৮৫৮ খ্রীষ্টাব্দে।

79. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়?

উঃ বোম্বাই অধিবেশনে।

80. কত খ্রীষ্টাব্দে রাউলাট আইন বলবৎ হয়?

উঃ ১৯১৯ খ্রীষ্টাব্দে।

81. আইন অমান্য সিদ্ধান্ত কংগ্রেসের কোন অধিবেশনে গৃহীত হয়?

উঃ কলকাতা অধিবেশনে।

82. আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে?

উঃ দয়ানন্দ সরস্বতী।

83. হর্ষবর্ধনের সমসাময়িক গৌড়ের রাজা কে ছিলেন?

উঃ শশাঙ্ক।

84. পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উঃ গোপাল।

85. প্রথম কোন দিল্লী সুলতান দাক্ষিণাত্য জয় করেন?

উঃ আলাউদ্দীন খলজী।

86. কত খ্রীষ্টাব্দে ঔরঙ্গজেব মারা যান?

উঃ ১৭০৭ খ্রীষ্টাব্দে।

87. নুরজাহান কোন মুঘল সম্রাটের স্ত্রী ছিলেন?

উঃ জাহাঙ্গীরের।

88. অসহযোগ আন্দোলন শুরু হয় কত সালে?

উঃ ১৯২০ খ্রীষ্টাব্দে।

89. কে বাংলা বিভাগ করেন?

উঃ লর্ড কার্জন।

90. বিপ্লবী ক্ষুদিরাম বসু কবে জন্মগ্রহণ করেন?

উঃ ১৮৮৯ খ্রীষ্টাব্দে।

91. মালিক কাফুর কার সেনাপতি ছিলেন?

উঃ আলাউদ্দীন খলজীর।

92. সিকান্দ্রা কার সমাধির সঙ্গে সম্পর্কিত?

উঃ আকবরের।

93. শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে?

উঃ নানক।

94. বিধবা বিবাহ আইন প্রধানত কার উদ্যোগের ফলে পাস করা সম্ভব হয়?

উঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের।

95. কার রাজত্বকালের সঙ্গে কালিদাসের নাম জড়িত?

উঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত-র।

96. শ্রেষ্ঠ চোল রাজা কে ছিলেন?

উঃ রাজেন্দ্র চোল।

97. চেঙ্গিস খাঁ ভারত আক্রমণের সময় দিল্লীর সুলতান কে ছিলেন?

উঃ ইলতুৎমিস।

98. ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?

উঃ ওয়ারেন হেস্টিংস।

99. আগস্ট আন্দোলন শুরু হয় কত খ্রীষ্টাব্দে?

উঃ ১৯৪২ খ্রীষ্টাব্দে।

100. তাঁতিয়া টোপির নাম কিসের সঙ্গে জড়িত?

উঃ ১৮৫৭ খ্রীষ্টাব্দের মহাবিদ্রোহের সঙ্গে।