ইতিহাসের কিছু প্রশ্নোত্তর 12



101. শেষ শিখ গুরু কে ছিলেন? 

উঃ গোবিন্দ সিং। 

102. ভারত জোড়া আন্দোলনের প্রবক্তা কে? 

উঃ রামদাস। 

103. গীতগোবিন্দের রচয়িতা কে? 

উঃ জয়দেব। 

104. শিবাজী কোন মুঘল সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ করেন? 

উঃ ঔরঙ্গজেবের বিরুদ্ধে। 

105. মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? 

উঃ চন্দ্রগুপ্ত মৌর্য। 

106. ভারতের ইতিহাসে প্রথম সম্রাট কে? 

উঃ বিম্বিসার। 

107. প্রথম কোন মুসলিম বিজেতা বাংলাদেশ আক্রমণ করেন? 

উঃ ইফতিকারউদ্দীন মহম্মদ বিন বখতিয়ার খলজী। 

108. ইংরেজদের কাছে মহীশূরের কোন শাসক পরাজিত হন? 

উঃ টিপু সুলতান। 

109. গান্ধীজী আইন অমান্য আন্দোলন শুরু করেন কবে? 

উঃ ১৯৩০ খ্রীষ্টাব্দের ১২ই মার্চ। 

110. বঙ্গভঙ্গের প্রাক্‌কালে মুসলিম লিগের নেতা কী ছিলেন? 

উঃ মহম্মদ আলি জিন্না। 

111. ভারতীয় ডোমিনিয়ানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? 

উঃ লর্ড মাউন্টব্যাটেন। 

112. পশ্চিমবঙ্গের প্রথম গভর্নর কে ছিলেন? 

উঃ চক্রবর্তী রাজাগোপালাচারী। 

113. পানিপথের তৃতীয় যুদ্ধ কবে হয়? 

উঃ ১৭৬১ খ্রীষ্টাব্দে। 

114. কোন মুঘল সম্রাট বাংলা জয় করেন? 

উঃ আকবর। 

115. প্রথম গুপ্ত সম্রাট কে ছিলেন? 

উঃ শ্রীগুপ্ত। 

116. শ্রেষ্ঠ কুষাণ রাজা কে ছিলেন? 

উঃ কণিষ্ক। 

117. ইয়ংবেঙ্গল আন্দোলনের প্রতিষ্ঠাতা কে? 

উঃ ডিরোজিও। 

118. ভারতবর্ষের প্রথম মুসলিম আক্রমণকারী কারা? 

উঃ আরবীরা। 

119. ১৮৫৭ সালের বিদ্রোহের সময় মুঘল সম্রাট কে ছিলেন? 

উঃ দ্বিতীয় বাহাদুর শাহ। 

120. মুসলিম লীগের কোন অধিবেশনে পাকিস্তান প্রস্তাব গৃহীত হয়? 

উঃ লাহোর অধিবেশনে। 

121. কত সালে গান্ধীজী নিহত হন? 

উঃ ১৯৪৮ খ্রীষ্টাব্দের ৩০শে জানুয়ারী। 

122. ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? 

উঃ জহরলাল নেহেরু। 

123. কোন যুদ্ধে টিপু সুলতান নিহত হন? 

উঃ চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধে। 

124. বুলন্দ দরওয়াজা কে নির্মাণ করেন? 

উঃ আকবর। 

125. ভারতের বিসমার্ক কাকে বলা হয়? 

উঃ সর্দার বল্লভভাই প্যাটেলকে। 

126. ভারতের মেকিয়াভেলী কাকে বলা হয়? 

উঃ নানা ফড়নবীশকে। 

127. বশ্যতামূলক মিত্রতা নীতির প্রবর্তন কে করেন? 

উঃ লর্ড ওয়েলেসলী। 

128. কত সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লীতে স্থানান্তরিত হয়? 

উঃ ১৯১১ খ্রীষ্টাব্দে। 

129. কোন যুদ্ধে বিজয়নগরের রাজধানীর পতন হয়? 

উঃ তালিকোটার যুদ্ধে। 

130. দেওয়ান-ই-আম ও দেওয়ান-ই-খাস কে নির্মাণ করেন? 

উঃ আকবর। 

131. সব লাল হো জায়েগা কে বলেছিলেন? 

উঃ রঞ্জিত সিংহ। 

132. ভারতছাড়ো আন্দোলন শুরু হয় কত সালে? 

উঃ ১৯৪২ খ্রীষ্টাব্দে। 

133. মীরাট ষড়যন্ত্র মামলা কীসের সঙ্গে জড়িত? 

উঃ কমিউনিস্ট। 

134. ১৯৩৮ সালে হরিপুরা ও ১৯৩৯ সালে ত্রিপুরী কংগ্রেসের সভাপতি কে ছিলেন? 

উঃ সুভাষচন্দ্র বসু। 

135. প্রথম ভারতীয় কৃষকদের সংঘ সর্বভারতীয় কৃষাণ সভা কবে প্রতিষ্ঠিত হয়? 

উঃ ১৯৩৬ খ্রীষ্টাব্দে। 

136. কার দ্বারা প্রথম মহিলা কলেজ প্রতিষ্ঠিত হয়? 

উঃ ডি. ডব্লু. বেথুন দ্বারা। 

137. বাংলার কোথায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরাসী উপনিবেশ ছিল? 

উঃ চন্দননগরে। 

138. শ্রীনগরের শালিমার গার্ডেন কে নির্মাণ করেন? 

উঃ জাহাঙ্গীর। 

139. কে যথার্থই ‘এশিয়ার আলো’ নামে পরিচিত? 

উঃ গৌতম বুদ্ধ। 

140. প্রথম কোন মুসলিম শাসক আংশিক দক্ষিণভারত জয় করেন? 

উঃ আলাউদ্দীন খলজী। 

141. কার দ্বারা ফতেপুর সিক্রি নির্মিত হয়? 

উঃ আকবরের দ্বারা। 

142. বুদ্ধচরিতের রচয়িতা কে? 

উঃ অশ্বঘোষ। 

143. বার্মা কবে ভারত থেকে বিচ্ছিন্ন হয়? 

উঃ ১৯৩৫ খ্রীষ্টাব্দে। 

144. প্রথম কোন ভারতীয় কমিউনিস্ট ইন্টারন্যাশানালের নেতা নির্বাচিত হন? 

উঃ এম. এন. রায়। 

145. রানী গ্যাডিলিউ কোথাকার স্বাধীনতা সংগ্রামী ছিলেন? 

উঃ নাগাল্যাণ্ডের। 

146. আহমদিয়া আন্দোলন কে প্রতিষ্ঠা করেন? 

উঃ গুলাম আহমেদ। 

147. কাকে যথার্থই ভারতের ‘গ্রাণ্ড ওল্ড ম্যান’ বলা হয়? 

উঃ দাদাভাই নৌরজিকে। 

148. কারা প্রথম ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করে? 

উঃ খাসি-রা। 

149. কে আফগান শাসক শাহ সুজার কাছ থেকে কোহিনুর হীরে পান? 

উঃ রঞ্জিত সিংহ। 

150. ভারতের প্রথম কাদের দ্বারা ছাপাখানা স্থাপিত হয়? 

উঃ পর্তুগীজদের দ্বারা।