ইতিহাসের কিছু প্রশ্নোত্তর 11



151. হায়দ্রাবাদের চারমিনার কে নির্মাণ করেন?

উঃ কুলি কুতুব শাহ।

152. কোন মারাঠা সর্দার শাহজাহানের দরবারে চাকরি করতেন?

উঃ শাহজী।

153. আকবরের আমলে দাক্ষিণাত্যের শক্তিশালী দূর্গ ছিল কোনটি?

উঃ আলিরগড়।

154. কোন শাসক মেবারের আমর সিংহের সঙ্গে সন্ধি স্থাপন করেন?

উঃ জাহাঙ্গীর।

155. কারা প্রথম জাভা ও সুমাত্রা জয়লাভ করে?

উঃ চোল রাজারা।

156. পল্লব সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?

উঃ সিংহবিষ্ণু বর্মন।

157. কাকে উত্তর ভারতের শেষ শ্রেষ্ঠ হিন্দু রাজা বলা হয়?

উঃ অশোককে।

158. প্রাচীনতম সংস্কৃত কবি কে?

উঃ অশ্বঘোষ।

159. অর্থশাস্ত্রের বিষয় কী?

উঃ রাজ্য পরিচালনা।

160. শুশ্রুত ও চরক কিসে বিশেষজ্ঞ ছিলেন?

উঃ চিকিৎসাশাস্ত্রে।

161. কোন রাজাদের ভগবানের পুত্র বলা হয়?

উঃ কুষাণ রাজাদের।

162. বিক্রম যুগ কবে শুরু হয়?

উঃ ৫৮ খ্রীষ্টাব্দ থেকে।

163. রাজতরঙ্গিনী গ্রন্থে কলহন কোন রাজ্যের বর্ণনা দিয়েছেন?

উঃ কাশ্মীরের।

164. শেষ দিল্লী সুলতানের নাম কী?

উঃ ইব্রাহিম লোদী।

165. কে ভারতে ইংরাজী শিক্ষার প্রসার করেন?

উঃ লর্ড বেন্টিঙ্ক।

166. ১৮৫৭ সালের মহাবিদ্রোহ কোথায় শুরু হয়?

উঃ ব্যারাকপুরে।

167. নেতা লোকমান্যর নাম কী?

উঃ বাল গঙ্গাধর তিলক।

168. ক্যাবিনেট মিশন কবে ভারতে আসেন?

উঃ ১৯৪৬ খ্রীষ্টাব্দে।

169. কোন যুদ্ধে রাণাপ্রতাপ আকবর কর্তৃক পরাজিত হন?

উঃ হলদিঘাটের যুদ্ধে।

170. কনিষ্ক কোন বংশের রাজা ছিলেন?

উঃ কুষাণ বংশের।

171. শেষ জৈন তীর্থঙ্কর কে ছিলেন?

উঃ মহাবীর।

172. কোন রাজা সারা বিশ্বে বৌদ্ধধর্ম প্রচার করেন?

উঃ অশোক।

173. দিল্লীর প্রথম সুলতান কে ছিলেন?

উঃ সুলতান মামুদ।

174. ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়?

উঃ ১৯৪২ খ্রীষ্টাব্দের ৮ই আগস্ট।

175. বিশ শতকের কয়েকটি উল্লেখযোগ্য সংবাদ পত্রের নাম লেখো।

উঃ দি ইণ্ডিয়া গেজেট, বেঙ্গল গেজেট, দি ক্যালকাটা ক্রনিকল, দি ক্যালকাটা গেজেট, দি এশিয়াটিক মিরর, দি রেকর্ডার ইত্যাদি।

176. ‘কৃপার শাস্ত্রের অর্থভেদ’ গ্রন্থটির রচয়িতা কে?

উঃ মানোএল দ্য আস্‌সুম্পসাও।

177. ‘ব্রাহ্মণ রোমান ক্যাথলিক’ গ্রন্থটির রচয়িতা কে?

উঃ দোম আন্তোনিও দ্য রোজারিও।

178. বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থের নাম কী?

উঃ বাংলা ব্যাকরণ ও পোর্তুগীজ–বাংলা শব্দকোষ।

179. ‘বাংলা ব্যাকরণ ও পোর্তুগীজ-বাংলা শব্দকোষ’ গ্রন্থটির রচয়িতা কে?

উঃ মানোএল দ্য আস্‌সুম্পসাও।

180. ভারতে বাংলা অক্ষরে মুদ্রিত প্রথম গ্রন্থটির নাম কী?

উঃ এ গ্রামার অফ দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ।

181. ‘এ গ্রামার অফ দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ’ গ্রন্থটির রচয়িতা কে?

উঃ ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড।

182. ‘এ গ্রামার অফ দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ’ গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

উঃ ১৭৭৮ সালে।

183. ‘বাংলা মুদ্রণশিল্পের জনক নামে কে পরিচিত?

উঃ চার্লস উইলকিন্স।

184. শ্রীরামপুর মিশন ও ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?

উঃ ১৮০০ খ্রীষ্টাব্দে।

185. ‘মঙ্গল সমাচার মতীয়ের রচিত’ গ্রন্থটির রচয়িতা কে?

উঃ উইলিয়াম কেরি।

186. কে কবে ‘হিন্দুস্থানী প্রেস’ প্রতিষ্ঠা করেন?

উঃ ১৮০২ খ্রীষ্টাব্দে গিলক্রিস্ট।

187. কে কবে ‘পার্সিয়ান প্রেস’ প্রতিষ্ঠা করেন?

উঃ ১৮০৫ খ্রীষ্টাব্দে ম্যাথু ল্যাম্পসডেন।

188. কে কবে ‘সংস্কৃত প্রেস’ প্রতিষ্ঠা করেন?

উঃ ১৮০৭ খ্রীষ্টাব্দে সংস্কৃত কলেজের শিক্ষক বাবুরাম।

189. ‘আত্মীয় সভা’ কবে প্রতিষ্ঠিত হয়?

উঃ ১৮১৫ খ্রীষ্টাব্দে।

190. ‘হিন্দু কলেজ’ কবে প্রতিষ্ঠিত হয়?

উঃ ১৮১৭ খ্রীষ্টাব্দে।

191. স্কুল বুক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়?

উঃ ১৮১৭ খ্রীষ্টাব্দে।

192. হেয়ার স্কুল কবে প্রতিষ্ঠিত হয়?

উঃ ১৮১৮ খ্রীষ্টাব্দে।

193. কলকাতা স্কুল সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়?

উঃ ১৮১৮ খ্রীষ্টাব্দে।

194. সংস্কৃত কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?

উঃ ১৮২৪ খ্রীষ্টাব্দে।

195. ‘বাঙ্গাল গেজেটি’ পত্রিকার সম্পাদক কে?

উঃ গঙ্গাকিশোর ভট্টাচার্য।

196. মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?

উঃ ১৮৩৫ খ্রীষ্টাব্দে।

197. প্রেসিডেন্সি কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?

উঃ ১৮৫৪ খ্রীষ্টাব্দে।

198. কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়?

উঃ ১৮৫৭ খ্রীষ্টাব্দে।

199. সেণ্ট জেভিয়ার্স কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?

উঃ ১৮৬২ খ্রীষ্টাব্দে।

200. সেণ্ট পলস্‌ কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?

উঃ ১৮৬৫ খ্রীষ্টাব্দে।