ইতিহাসের কিছু প্রশ্নোত্তর 10

*History*

251. তাসখন্দে কমিউনিস্ট পার্টি কবে গঠিত হয়?

উঃ ১৯২০ খ্রীষ্টাব্দে।

252. খেদা আন্দোলন কবে শুরু হয়?

উঃ ১৯১৮ খ্রীষ্টাব্দে।

253. তিন কাঠিয়া ব্যবস্থা কবে প্রচলিত ছিল?

উঃ বিহারের চম্পারণে।

254. কানপুর ষড়যন্ত্র মামলা কবে হয়?

উঃ ১৯২৪ খ্রীষ্টাব্দে।

255. প্রথম ভারতীয় মহিলা গ্রাজুয়েট ও মহিলা চিকিৎসকের নাম কী?

উঃ কাদম্বিনী গঙ্গোপাধ্যায়।

256. কে কবে প্রতাপাদিত্য উৎসব শুরু করেন?

উঃ ১৯০৩ খ্রীষ্টাব্দে সরলা দেবী চৌধুরানী।

257. কে কবে বীরাষ্টমী ব্রত শুরু করেন?

উঃ ১৯০৪ খ্রীষ্টাব্দে সরলাদেবী চৌধুরাণী।

258. কবে অরন্ধন দিবস পালিত হয়?

উঃ ১৯০৫ খ্রীষ্টাব্দের ১৬ই অক্টোবর।

259. রাখীবন্ধন উৎসবের প্রস্তাব কে দিয়েছিলেন?

উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।

260. রাওলাট আইন কবে পাশ হয়?

উঃ ১৯১৯ খ্রীষ্টাব্দে।

261. ‘দেশবন্ধু নামে কে পরিচিত?

উঃ চিত্তরঞ্জন দাশ।

262. কলকাতায় কবে ‘নারী সত্যাগ্রহ সমিতি’ প্রতিষ্ঠিত হয়?

উঃ ১৯০৩ খ্রীষ্টাব্দে।

263. অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন?

উঃ ডিরোজিও।

264. মাস্টারদা নামে কে পরিচিত?

উঃ সূর্য সেন।

265. কার নেতৃত্বে কবে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয়?

উঃ ১৯৩০ সালের ১৮ই এপ্রিল মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে।

266. মাতঙ্গিনী হাজরা কোন জেলার মানুষ ছিলেন?

উঃ মেদিনীপুর জেলার।

267. বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উঃ উমেশচন্দ্র দত্ত।

268. হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উঃ হরিশচন্দ্র মুখোপাধ্যায়।

269. ‘হুতোম প্যাঁচার নকশা’ গ্রন্থটির লেখক কে?

উঃ কালীপ্রসন্ন সিংহ।

270. মহারাষ্ট্রের সমাজ বিপ্লবের পিতা নামে কে পরিচিত?

উঃ জ্যোতিরাও ফুলে।

271. কত সালে ছাত্রসভা প্রতিষ্ঠিত হয়?

উঃ ১৮৭৫ সালে।

272. কবে কার নেতৃত্বে অ্যাণ্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠিত হয়?

উঃ শচীন্দ্রপ্রসাদ বসুর নেতৃত্বে ১৯০৫ সালের ৪ নভেম্বর।

273. প্রথম কবে কোথায় জাতীয় বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়?

উঃ ১৯০৫ সালের ৮ নভেম্বর রঙপুরে।

274. বি. ভি. (বেঙ্গল ভলান্টিয়ার্স) দলের প্রতিষ্ঠাতা কে?

উঃ হেমচন্দ্র ঘোষ।

275. পুণা চুক্তি কবে সাক্ষরিত হয়?

উঃ ১৯৩২ খ্রীষ্টাব্দের ২৫ শে সেপ্টেম্বর।

276. ভারত লেবার পার্টি কবে প্রতিষ্ঠিত হয়?

উঃ ১৯৩৫ সালে।

277. ভারতের দলিত আন্দোলনের প্রতীক কে?

উঃ বি. আর. আম্বেদকর।

278. হিন্দু সমাজ কটি বর্ণে বিভক্ত ছিল? কী কী?

উঃ চারটি বর্ণে। বাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র।

279. ‘সাম্প্রদায়িক বাঁটোয়ারার ঘোষণা কে করেন?

উঃ র‍্যামসে ম্যাকডোনাল্ড।

280. কতসালে ভারত স্বাধীনতা লাভ করে?

উঃ ১৯৪৭ সালের ১৫ই আগস্ট।

281. লৌহ মানব নামে কে পরিচিত?

উঃ সর্দার বল্লভভাই প্যাটেল।

282. কাশ্মীরের আয়তন কত?

উঃ ৮৪,৪৭১ বর্গ কিমি।

283. কত সালে হায়দ্রাবাদ আনুষ্ঠিকভাবে ভারতভুক্ত হয়?

উঃ ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি।

284. নেহেরু-লিয়াকৎ চুক্তি বা দিল্লি চুক্তি কবে সাক্ষরিত হয়?

উঃ ১৯৫০ সালের ১৭ই এপ্রিল।

285. ‘উদ্বাস্তু’ গ্রন্থটির রচয়িতা কে?

উঃ হিরন্ময় বন্দ্যোপাধ্যায়।

286. ‘দি মার্জিনাল মেন’ গ্রন্থটির লেখক কে?

উঃ প্রফুল্ল চক্রবর্তী।

287. ‘এপার গঙ্গা ওপার গঙ্গা’ গ্রন্থটির রচয়িতা কে?

উঃ জ্যোর্তিময়ী দেবী।

288. ‘পাথওয়ে টু পাকিস্থান’ গ্রন্থটির রচয়িতা কে?

উঃ চৌধুরী খালিকুজ্জমান।

289. ‘ছেড়ে আসা গ্রাম’ গ্রন্থটির লেখক কে?

উঃ কালীপ্রসাদ মুখোপাধ্যায়।

290. ‘সুপারিবনের স্বাদ’ গ্রন্থের লেখক কে?

উঃ শঙ্খ ঘোষ।

291. ‘সূর্যদীঘল বাড়ি’ গ্রন্থটির রচয়িতা কে?

উঃ আবু ইসহাক।

292. কত সালে অন্ধ্রপ্রদেশ রাজ্যের জন্ম হয়?

উঃ ১৯৫৩ সালে।

293. রাজ্য পুনর্গঠন কমিশন কবে গঠিত হয়?

উঃ ১৯৫২ সালে।

294. মহারাজ হরি সিং কোথাকার রাজা ছিলেন?

উঃ কাশ্মীরের।

295. হিন্দু মেলা কবে প্রতিষ্ঠিত হয়?

উঃ ১৮৬৭ খ্রীষ্টাব্দে।

296. বিশ শতকের দুজন বাঙালী মল্লযোদ্ধাকারীর নাম লেখ।

উঃ যতীন্দ্রপ্রসাদ গুহ ও ফণীন্দ্রকৃষ্ণ গুহ।

297. বাংলার কবে, কোথায় প্রথম ফুটবলের আসর বসে?

উঃ ১৮৫৪ সালের এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে এসপ্লানেড ময়দানে।

298. বাঙালীদের মধ্যে প্রথম কে ফুটবল খেলেন?

উঃ নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী।

299. ক্যালকাটা ক্রিকেট ক্লাব কবে প্রতিষ্ঠিত হয়?

উঃ ১৭৯২ সালে।

300. প্রথম কোন বাঙালী ওভার হেড বল করেন?

উঃ নগেন্দ্রপ্রসাদ অধিকারী।